সাগর, 14 জুলাই: পূর্ণিমার ভরা কোটালে সুন্দরবনের একাধিক নদীর জলস্তর বেড়ে ফুঁসছে মুড়িগঙ্গা, হুগলি, হাতানিয়া দোয়ানিয়া, চিনাই-সহ বঙ্গোপসাগর । বৃহস্পতিবার সকালে পূর্ণিমার ভরা কোটালে দক্ষিণ 24 পরগনার সাগরের বঙ্কিম নগরের নদী বাঁধ ভেঙে প্লাবিত কয়েকশো বিঘা চাষের জন্য । গ্রামে ঢুকেছে নদীর জল । ঘর ছেড়ে অন্যত্র ঠাঁই নিয়েছে বাসিন্দারা । একই চিত্র নামখানার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায় (Flooded by River Dams) ৷ ফ্রেজারগঞ্জ দাসকর্নার, হাতি কর্নার, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা চত্বর জলমগ্ন ৷
সাগর বিডিও সুদীপ্ত মণ্ডল জানান, কোটালের প্রভাবে সাগরে বঙ্কিমনগর ও মহিষমারি এলাকায় জল ঢুকেছে । ইতিমধ্যেই শেষ দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছে গিয়েছেন । প্রশাসনের পক্ষ থেকে এলাকায় নজরদারি চালানো হচ্ছে । উপকূল তীরবর্তী এলাকার মানুষদের ইতিমধ্যে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।
আরও পড়ুন : স্থায়ী বাঁধের দাবিতে নদীবাঁধ ও জীবন-জীবিকা রক্ষা কমিটির বিক্ষোভ, মন্ত্রীকে স্মারকলিপি
গ্রামবাসীর দাবি, ঘূর্ণিঝড় ইয়াসের পর থেকে বেহাল হয়ে পড়ছে সুন্দরবনে একাধিক মাটির নদী বাঁধ । বারবার প্রশাসনকে জানিয়েও কোনওরকম সুরাহা হয়নি । প্রতিবছর কোটালের সময় নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গোটা এলাকা । এলাকার মানুষের দাবি, স্থায়ী কংক্রিটের নদী বাঁধ একমাত্র সমাধান সূত্র । কবে এই ভোগান্তি থেকে পরিত্রাণ পাবেন সুন্দরবনবাসী এই প্রশ্ন রয়ে গিয়েছে বাসিন্দাদের মনে ।