ETV Bharat / state

Usthi TMC Youth Leader Death : উস্থিতে গুলিবিদ্ধ তৃণমূল যুবনেতার মৃত্যু, গ্রেফতার সাত - উস্থি খুনে গ্রেফতার সাত

উস্থিতে গুলিবিদ্ধ তৃণমূল যুবনেতা সুজাউদ্দিন গাজির (TMC Youth Leader Death) মৃত্যু ৷ শনিবার ভোর রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ ঘটনায় এখনও পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ (Usthi Murder Arrest) ৷

usthi tmc youth leader dies in kolkata hospital, police arrest seven accused
Usthi TMC Youth Leader Death : উস্থিতে গুলিবিদ্ধ তৃণমূল যুবনেতার মৃত্যু, গ্রেফতার সাত
author img

By

Published : Dec 25, 2021, 5:00 PM IST

উস্থি, 25 ডিসেম্বর : কলকাতার এসএসকেএম-এ মৃত্যু হল দক্ষিণ 24 পরগনার উস্থিতে গুলিবিদ্ধ তৃণমূল যুবনেতা সুজাউদ্দিন গাজির (Usthi TMC Youth Leader Death) ৷ শনিবার ভোর রাতে মৃত্যু হয় তাঁর ৷ এদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ (Usthi Murder Arrest) ৷ ধৃতরা হলেন আনওয়ার হুসেন হালদার, আক্রম আলি, হাবিবউর রহমান মোল্লা, আতিবউর রহমান মোল্লা, লালচাঁদ লস্কর, শরিফউল লস্কর ও কবিরউল লস্কর ৷ এঁদের মধ্য়ে লালচাঁদ এবং তাঁর দুই ছেলে শরিফউল ও কবিরউলই মূল অভিযুক্ত ৷ ধৃতদের ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক সকলকেই 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

আরও পড়ুন : Usthi Attack : উস্থিতে আক্রান্ত তৃণমূল যুবনেতার অবস্থা স্থিতিশীল, আটক 1

উল্লেখ্য, গত 19 ডিসেম্বর উস্থিতেই গুলিবিদ্ধ হন সুজাউদ্দিন (Usthi Attack) ৷ সেই সময় দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি ৷ দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে চম্পট দেয় (Mischief attack on TMC Youth Leader) ৷ সুজাউদ্দিনকে উদ্ধার করে প্রথমে বাণেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয় ৷ চিকিৎসকরা সুজাউদ্দিনের শরীর থেকে দু’টি গুলি বের করেন ৷ প্রাথমিকভাবে তাঁরা জানিয়েছিলেন সুজাউদ্দিনের অবস্থা স্থিতিশীল ৷

সুজাউদ্দিন গাজির বাড়ির সামনে আত্মীয়, প্রতিবেশীদের ভিড় ৷

আরও পড়ুন : Usthi TMC leader shot case : গোষ্ঠীকোন্দল নয়, উস্থি গুলিকাণ্ডের পিছনে পুরোনো শত্রুতা; অনুমান পুলিশের

হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার সফল হলেও শনিবার ভোর রাতে সুজাউদ্দিনের অবস্থার অবনতি হয় ৷ তার জেরেই মৃত্যু হয় তাঁর ৷ এই খবর উস্থিতে পৌঁছতেই শোকে স্তব্ধ হয়ে যান তাঁর স্ত্রী ৷ সকাল থেকেই আত্মীয়, প্রতিবেশীরা সুজাউদ্দিনের বাড়িতে ভিড় জমান ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রীতিমতো ছক কষে খুন করা হয়েছে সুজাউদ্দিনকে ৷ ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না বলেও জানিয়েছেন তাঁরা ৷ আর সেই অন্ধকারের সুযোগ নিয়েই হামলা চালানো হয় সুজাউদ্দিনের উপর ৷ পুরোটাই আততায়ীদের পরিকল্পনা বলে অনুমান এলাকাবাসীর ৷

উস্থি, 25 ডিসেম্বর : কলকাতার এসএসকেএম-এ মৃত্যু হল দক্ষিণ 24 পরগনার উস্থিতে গুলিবিদ্ধ তৃণমূল যুবনেতা সুজাউদ্দিন গাজির (Usthi TMC Youth Leader Death) ৷ শনিবার ভোর রাতে মৃত্যু হয় তাঁর ৷ এদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ (Usthi Murder Arrest) ৷ ধৃতরা হলেন আনওয়ার হুসেন হালদার, আক্রম আলি, হাবিবউর রহমান মোল্লা, আতিবউর রহমান মোল্লা, লালচাঁদ লস্কর, শরিফউল লস্কর ও কবিরউল লস্কর ৷ এঁদের মধ্য়ে লালচাঁদ এবং তাঁর দুই ছেলে শরিফউল ও কবিরউলই মূল অভিযুক্ত ৷ ধৃতদের ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক সকলকেই 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

আরও পড়ুন : Usthi Attack : উস্থিতে আক্রান্ত তৃণমূল যুবনেতার অবস্থা স্থিতিশীল, আটক 1

উল্লেখ্য, গত 19 ডিসেম্বর উস্থিতেই গুলিবিদ্ধ হন সুজাউদ্দিন (Usthi Attack) ৷ সেই সময় দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি ৷ দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে চম্পট দেয় (Mischief attack on TMC Youth Leader) ৷ সুজাউদ্দিনকে উদ্ধার করে প্রথমে বাণেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয় ৷ চিকিৎসকরা সুজাউদ্দিনের শরীর থেকে দু’টি গুলি বের করেন ৷ প্রাথমিকভাবে তাঁরা জানিয়েছিলেন সুজাউদ্দিনের অবস্থা স্থিতিশীল ৷

সুজাউদ্দিন গাজির বাড়ির সামনে আত্মীয়, প্রতিবেশীদের ভিড় ৷

আরও পড়ুন : Usthi TMC leader shot case : গোষ্ঠীকোন্দল নয়, উস্থি গুলিকাণ্ডের পিছনে পুরোনো শত্রুতা; অনুমান পুলিশের

হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার সফল হলেও শনিবার ভোর রাতে সুজাউদ্দিনের অবস্থার অবনতি হয় ৷ তার জেরেই মৃত্যু হয় তাঁর ৷ এই খবর উস্থিতে পৌঁছতেই শোকে স্তব্ধ হয়ে যান তাঁর স্ত্রী ৷ সকাল থেকেই আত্মীয়, প্রতিবেশীরা সুজাউদ্দিনের বাড়িতে ভিড় জমান ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রীতিমতো ছক কষে খুন করা হয়েছে সুজাউদ্দিনকে ৷ ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না বলেও জানিয়েছেন তাঁরা ৷ আর সেই অন্ধকারের সুযোগ নিয়েই হামলা চালানো হয় সুজাউদ্দিনের উপর ৷ পুরোটাই আততায়ীদের পরিকল্পনা বলে অনুমান এলাকাবাসীর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.