রায়দিঘি, 16 জুন : ম্যানগ্রোভের জঙ্গলে মহিলার মৃতদেহ পাওয়া গেল ৷ বুধবার সকালে দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থানার ময়রা পাড়া থেকে ওই মৃতদেহ উদ্ধার হয় ৷ স্থানীয় বাসিন্দারাই প্রথমে মৃতদেহ দেখতে পান ৷ তার পর পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷
ময়রা পাড়া এলাকাটি রায়দিঘি থানার পূর্ব জটা এলাকার মধ্যে পড়ে ৷ সেখানকার এক বাসিন্দা জানালেন যে তিনি চাষের খেতে কাজ করতে গিয়ে দেখেন একটি মহিলার মৃতদেহ পড়ে রয়েছে ৷ মৃতদেহটি অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল ৷ তবে স্থানীয় কারও নয় ৷ কারণ, গ্রামের বাসিন্দারা ওই মহিলাকে চিনতে পারেননি ৷
আরও পড়ুন : মদের টাকা জোগাতে 5 বছরের মেয়েকে বিক্রি করেছিল বাবা
স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে যে ওই মহিলার মৃতদেহ সেখানে এল কীভাবে ? কারও কারও প্রশ্ন, মৃতদেহ কি নদীর জলে ভেসে এসেছে ৷ এলাকার বাসিন্দা ভোলানাথ পুরকাইত অবশ্য তা মানতে নারাজ ৷ তাঁর বক্তব্য, ভাটার সময় নদীতে মৃতদেহ ভেসে আসার সম্ভাবনা কম ৷ তাই কেউ ফেলে দিয়ে থাকতে পারে ৷
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পুলিশ অবশ্য এখনও প্রকাশ্যে কিছু জানায়নি ৷ তবে রায়দিঘি থানার একটি সূত্র থেকে জানা গিয়েছে যে মৃতদেহের ময়নাতদন্ত রিপোর্ট এলে গোটা বিষয়টি স্পষ্ট হবে ৷ প্রাথমিক ভাবে ওই মহিলাকে খুন করা হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ ৷ অন্য কোথাও খুন করে সেখানে ওই মহিলার দেহ ফেলে দিয়ে যাওয়া হয় বলে ধারণা পুলিশের ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে যে ওই মহিলাকে যৌন হেনস্থা করা হয়েছে কি না ৷ আপাতত পুলিশ খতিয়ে দেখছে যে কোথাও কোনও মহিলার নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে কি না ৷
আরও পড়ুন : বৃদ্ধাকে শ্বাসরোধে করে খুন কুলতলিতে, তদন্তে পুলিশ
এদিকে সাতসকালে মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ময়রা পাড়া এলাকায় ব্যাপক হইচই পড়ে যায় ৷ গ্রামের বাসিন্দারা দলবেঁধে ঘটনাস্থলে চলে আসেন ৷