ETV Bharat / state

TMC Factionalism in Basanti: শাসকদলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত বাসন্তী, আহত পুলিশ-সহ 2 তৃণমূল কর্মী - TMC Factionalism in Basanti

ভোটের আগে আরও একবার তৃণমূলের যুব ও মূল সংগঠনের মধ্যে কোন্দলের জেরে উত্তপ্ত বাসন্তী ৷ ঘটনায় আহত এক পুলিশ-সহ শাসকদলের দুই কর্মী ৷

TMC inner clash
তৃণমূলের গোষ্ঠীকোন্দল
author img

By

Published : Jun 22, 2023, 9:09 PM IST

শাসকদলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত বাসন্তী

বাসন্তী, 22 জুন: তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে উত্তেজনা ছড়াল দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে । বুধবারের এই ঘটনায় আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী। আহত হয়েছেন এক পুলিশ কর্মীও ৷ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হচ্ছে বাসন্তী। বিশেষ করে তৃণমূলের যুব ও মূল সংগঠনের মধ্যে একাধিক গোলামালের ঘটনা ঘটছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। আর তার জেরে নতুন করে মারামারির ঘটনা ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলতলা এলাকায় ।

জানা গিয়েছে, বুধবার স্থানীয় তিনটি বুথের তৃণমূল প্রার্থীদের নির্বাচনী প্রচারের জন্য সভা ও মিছিলের বন্দোবস্ত করেছিল যুব তৃণমূল । অভিযোগ, ওই এলাকায় আবার মূল তৃণমূল গোষ্ঠী নির্দল প্রার্থীকে দাঁড় করিয়েছে । যুবদের প্রচারের সময় মূল তৃণমূল গোষ্ঠী বাধা দেয় । পাশাপাশি তাদের বিরুদ্ধে মিছিল আটকানোর অভিযোগও ওঠে । শুধু তাই নয়, বাঁশ-লাঠি দিয়ে হামলা চালানো হয় বলেও দাবি যুব নেতাদের। এই ঘটনায় মাথা ফেটে গিয়েছে মইনুদ্দিন মোল্লা নামে যুব তৃণমূল কর্মীর । আহত হয়েছেন আরও একজন ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে ব্যাগ ভরতি বোমা উদ্ধার বাসন্তীতে

পালটা যুব মূল সংগঠনের সদস্যদের লক্ষ্য করে চেয়ার ছোড়া হয় বলে অভিযোগ । যার জেরে আহত হন এক পুলিশ কর্মীও । পরে পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় যায় অতিরিক্ত পুলিশ বাহিনী। দুই গোষ্ঠীকেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয় । এরপর রাতে এলাকায় নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেই কারণে মোতায়েন করা থাকে পুলিশ । এদিকে, আক্রান্ত তৃণমূল কর্মীকে হাসপাতালে ভরতি করা হয় । ইতিমধ্যেই বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে । দু'পক্ষই একে অপরকে দুষেছে ।

তৃণমূল কর্মী মহম্মদ করিম লস্কর বলেন, "আমরা দলের কর্মসূচি করছিলাম কিছু নির্দলের দুষ্কৃতীরা এসে আমাদের উপর আক্রমণ করে ৷ তাতে আমাদের দু'জন কর্মী আহত হয়েছে ৷ আমরা চেয়ার ছুড়িনি ৷ তারাই মারামারি করতে গিয়ে পুলিশের মাথা ফেটেছে ৷ আমরা দলের টিকিটে দাঁড়িয়েছি ৷ আমরা কেন মারধর করতে যাব ৷" শাসকদলের প্রার্থী হাফিজুল মোল্লা বলেন, "আমরা তৃণমূলের টিকিই পেয়েছি ৷ তাই আমরা ভোট প্রচার করছিলাম ৷ হঠাৎ ওরা আক্রমণ করে ৷ তৃণমূলের পতাকা নিয়ে তারা নির্দলের হয়ে প্রচার করছে ৷ পুলিশকে আমরা মারিনি ৷ হাতাহাতি হওয়ার সময় কোনভাবে পুলিশের গায়ে চেয়ার লেগে যায় ৷"

আরও পড়ুন: মনোনয়ন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এবার রণক্ষেত্র ক্যানিং, আক্রান্ত এসডিপিও

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় ৷ মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় ও ক্যানিং ৷ তারপরে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জেরে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী ৷

শাসকদলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত বাসন্তী

বাসন্তী, 22 জুন: তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে উত্তেজনা ছড়াল দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে । বুধবারের এই ঘটনায় আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী। আহত হয়েছেন এক পুলিশ কর্মীও ৷ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হচ্ছে বাসন্তী। বিশেষ করে তৃণমূলের যুব ও মূল সংগঠনের মধ্যে একাধিক গোলামালের ঘটনা ঘটছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। আর তার জেরে নতুন করে মারামারির ঘটনা ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলতলা এলাকায় ।

জানা গিয়েছে, বুধবার স্থানীয় তিনটি বুথের তৃণমূল প্রার্থীদের নির্বাচনী প্রচারের জন্য সভা ও মিছিলের বন্দোবস্ত করেছিল যুব তৃণমূল । অভিযোগ, ওই এলাকায় আবার মূল তৃণমূল গোষ্ঠী নির্দল প্রার্থীকে দাঁড় করিয়েছে । যুবদের প্রচারের সময় মূল তৃণমূল গোষ্ঠী বাধা দেয় । পাশাপাশি তাদের বিরুদ্ধে মিছিল আটকানোর অভিযোগও ওঠে । শুধু তাই নয়, বাঁশ-লাঠি দিয়ে হামলা চালানো হয় বলেও দাবি যুব নেতাদের। এই ঘটনায় মাথা ফেটে গিয়েছে মইনুদ্দিন মোল্লা নামে যুব তৃণমূল কর্মীর । আহত হয়েছেন আরও একজন ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে ব্যাগ ভরতি বোমা উদ্ধার বাসন্তীতে

পালটা যুব মূল সংগঠনের সদস্যদের লক্ষ্য করে চেয়ার ছোড়া হয় বলে অভিযোগ । যার জেরে আহত হন এক পুলিশ কর্মীও । পরে পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় যায় অতিরিক্ত পুলিশ বাহিনী। দুই গোষ্ঠীকেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয় । এরপর রাতে এলাকায় নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেই কারণে মোতায়েন করা থাকে পুলিশ । এদিকে, আক্রান্ত তৃণমূল কর্মীকে হাসপাতালে ভরতি করা হয় । ইতিমধ্যেই বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে । দু'পক্ষই একে অপরকে দুষেছে ।

তৃণমূল কর্মী মহম্মদ করিম লস্কর বলেন, "আমরা দলের কর্মসূচি করছিলাম কিছু নির্দলের দুষ্কৃতীরা এসে আমাদের উপর আক্রমণ করে ৷ তাতে আমাদের দু'জন কর্মী আহত হয়েছে ৷ আমরা চেয়ার ছুড়িনি ৷ তারাই মারামারি করতে গিয়ে পুলিশের মাথা ফেটেছে ৷ আমরা দলের টিকিটে দাঁড়িয়েছি ৷ আমরা কেন মারধর করতে যাব ৷" শাসকদলের প্রার্থী হাফিজুল মোল্লা বলেন, "আমরা তৃণমূলের টিকিই পেয়েছি ৷ তাই আমরা ভোট প্রচার করছিলাম ৷ হঠাৎ ওরা আক্রমণ করে ৷ তৃণমূলের পতাকা নিয়ে তারা নির্দলের হয়ে প্রচার করছে ৷ পুলিশকে আমরা মারিনি ৷ হাতাহাতি হওয়ার সময় কোনভাবে পুলিশের গায়ে চেয়ার লেগে যায় ৷"

আরও পড়ুন: মনোনয়ন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এবার রণক্ষেত্র ক্যানিং, আক্রান্ত এসডিপিও

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় ৷ মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় ও ক্যানিং ৷ তারপরে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জেরে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.