ETV Bharat / state

Suspected Al-Qaeda Terrorists Arrested: আলকায়দা যোগে ধৃত ডায়মন্ড হারবারের দুই যুবক - সাদ্দাম হোসেন খান

আলকায়দা যোগ সন্দেহে দুই যুবককে গ্রেফতার করেছে এসটিএফ (Suspected Al-Qaeda Terrorists Arrested) ৷ ধৃত সামির হোসেন ও সাদ্দাম হোসেন খানের বাড়ি ডায়মন্ড হারবারে (two suspected Al-Qaeda terrorists arrested by STF) ৷

Al-Qaeda Terrorists
ETV Bharat
author img

By

Published : Sep 3, 2022, 11:05 PM IST

ডায়মন্ড হারবার, 3 সেপ্টেম্বর: জঙ্গি সংগঠন আলকায়দার সঙ্গে যোগ থাকার অভিযোগে 2 জনকে গ্রেফতার করল এসটিএফ ৷ ধৃতদের নাম সামির হোসেন শেখ ও সাদ্দাম হোসেন খান ৷ আল কায়দার শাখা সংঘঠন কোয়াতুল হিন্দের সঙ্গে এরা যুক্ত বলে জানা গিয়েছে এসটিএফ (STF) সূত্রে ৷ ডায়মন্ড হারবার পুলিশ ও এসটিএফের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয় (Suspected Al-Qaeda Terrorists Arrested) ৷

ধৃতদের মধ্যে সামির হোসেন ডায়মন্ড হারবার থানার দেউলপোতা এলাকার বাসিন্দা ৷ পারুলিয়া কোষ্টাল থানা এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন খান । সাদ্দামকে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত সামির হোসেন শেখের পরিবারের লোকজন জানিয়েছে, শুক্রবার রাতে পুলিশ বাড়িতে এসে তাকে গ্রেফতার করে (two suspected Al-Qaeda terrorists arrested by STF) ৷

আলকায়দা যোগে ধৃত ডায়মন্ড হারবারের দুই যুবক

আরও পড়ুন: দুমকায় উদ্ধার অন্তঃসত্ত্বা নাবালিকার ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে গ্রেফতার যুবক

তবে কী কারণে তাকে গ্রেফতার করা হল, সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই সামিরের পরিবারের সদস্যদের ৷ তাঁরা জানিয়েছেন, সামির বর্ধমানের মাদ্রাসায় পড়শোনা করত । পরে মেদিনীপুরের পাঁশকুড়াতে পড়াশোনা শেষ করার পর ডায়মন্ড হারবার থানার আব্দালপুরের একটি মসজিদে ইমামতি করত সে ।

ডায়মন্ড হারবার, 3 সেপ্টেম্বর: জঙ্গি সংগঠন আলকায়দার সঙ্গে যোগ থাকার অভিযোগে 2 জনকে গ্রেফতার করল এসটিএফ ৷ ধৃতদের নাম সামির হোসেন শেখ ও সাদ্দাম হোসেন খান ৷ আল কায়দার শাখা সংঘঠন কোয়াতুল হিন্দের সঙ্গে এরা যুক্ত বলে জানা গিয়েছে এসটিএফ (STF) সূত্রে ৷ ডায়মন্ড হারবার পুলিশ ও এসটিএফের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয় (Suspected Al-Qaeda Terrorists Arrested) ৷

ধৃতদের মধ্যে সামির হোসেন ডায়মন্ড হারবার থানার দেউলপোতা এলাকার বাসিন্দা ৷ পারুলিয়া কোষ্টাল থানা এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন খান । সাদ্দামকে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত সামির হোসেন শেখের পরিবারের লোকজন জানিয়েছে, শুক্রবার রাতে পুলিশ বাড়িতে এসে তাকে গ্রেফতার করে (two suspected Al-Qaeda terrorists arrested by STF) ৷

আলকায়দা যোগে ধৃত ডায়মন্ড হারবারের দুই যুবক

আরও পড়ুন: দুমকায় উদ্ধার অন্তঃসত্ত্বা নাবালিকার ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে গ্রেফতার যুবক

তবে কী কারণে তাকে গ্রেফতার করা হল, সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই সামিরের পরিবারের সদস্যদের ৷ তাঁরা জানিয়েছেন, সামির বর্ধমানের মাদ্রাসায় পড়শোনা করত । পরে মেদিনীপুরের পাঁশকুড়াতে পড়াশোনা শেষ করার পর ডায়মন্ড হারবার থানার আব্দালপুরের একটি মসজিদে ইমামতি করত সে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.