ETV Bharat / state

নরেন্দ্রপুরে অন্তঃসত্ত্বার অ্যাম্বুলেন্সে হামলা, আটক ২ - sonarpur news

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কাছে অ্যাম্বুলেন্সে হামলা চালায় দুষ্কৃতীরা । অ্যাম্বুলেন্সটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় । সংকটজনক অবস্থায় এক অন্তঃসত্ত্বাকে সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ।

photo
photo
author img

By

Published : Dec 11, 2019, 6:19 AM IST

Updated : Dec 13, 2019, 3:05 PM IST

সোনারপুর, ১১ ডিসেম্বর : গড়িয়া থেকে বারুইপুরগামী রাস্তায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কাছে গত রাতে অ্যাম্বুলেন্সে হামলা চালাল দুষ্কৃতীরা । সংকটজনক অবস্থায় এক অন্তঃসত্ত্বাকে সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । সেইসময় অ্যাম্বুলেন্স লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ । ঘটনায় আহত অ্যাম্বুলেন্স চালক কার্তিক হালদার ।

ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় রোগী ও তাঁর পরিবারের মধ্যেও ৷ ওই রাস্তায় আরও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷ সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনায় ইতিমধ্যে সৌমাল্য নস্কর ও দিলীপ হালদার নামে দুজনকে আটক করেছে পুলিশ ৷

দেখুন ভিডিয়ো

অ্যাম্বুলেন্স চালক কার্তিক হালদার বলেন , "আমি সোনারপুর গ্রামীণ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাই । রাত 12টা নাগাদ একজন অন্তঃসত্ত্বা মহিলাকে বাঙুর হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম । ১২.৪০ মিনিটে আমার গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় । গাড়ির কাচ ভেঙে যায় । আমি অন্য গাড়িতে করে তখন ওই মহিলাকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করি । সোনারপুর থানায় অভিযোগ জানাই । "

সোনারপুর, ১১ ডিসেম্বর : গড়িয়া থেকে বারুইপুরগামী রাস্তায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কাছে গত রাতে অ্যাম্বুলেন্সে হামলা চালাল দুষ্কৃতীরা । সংকটজনক অবস্থায় এক অন্তঃসত্ত্বাকে সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । সেইসময় অ্যাম্বুলেন্স লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ । ঘটনায় আহত অ্যাম্বুলেন্স চালক কার্তিক হালদার ।

ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় রোগী ও তাঁর পরিবারের মধ্যেও ৷ ওই রাস্তায় আরও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷ সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনায় ইতিমধ্যে সৌমাল্য নস্কর ও দিলীপ হালদার নামে দুজনকে আটক করেছে পুলিশ ৷

দেখুন ভিডিয়ো

অ্যাম্বুলেন্স চালক কার্তিক হালদার বলেন , "আমি সোনারপুর গ্রামীণ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাই । রাত 12টা নাগাদ একজন অন্তঃসত্ত্বা মহিলাকে বাঙুর হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম । ১২.৪০ মিনিটে আমার গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় । গাড়ির কাচ ভেঙে যায় । আমি অন্য গাড়িতে করে তখন ওই মহিলাকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করি । সোনারপুর থানায় অভিযোগ জানাই । "

Intro:নরেন্দ্রপুর রামকৄষ্ণ মিশনের কাছে নিশ্চয়যান অ্যাম্বুলেন্সে হামলা দুষ্কৄতিদের ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে ৷ সংকটজনক অবস্থায় এক প্রসুতিকে সোনারপুর গ্রামীন হাসপাতাল থেকে এমআরবাঙুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত্রি একটার সময় এই হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ আচমকাই গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর৷ ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সচালক ৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় রুগী ও তার পরিবারের মধ্যেও ৷ আরও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনায় ইতিমধ্যে সৌমাল্য নস্কর ও দিলীপ হালদার নামে দুজনকে আটক করেছে পুলিশ ৷
বাইট১ - কার্তিক হালদার, অ্যাম্বুলেন্সচালক
বাইট২ - শুভজিত চন্দ্র, প্রত্যক্ষদর্শীBody:নরেন্দ্রপুর রামকৄষ্ণ মিশনের কাছে নিশ্চয়যান অ্যাম্বুলেন্সে হামলা দুষ্কৄতিদের ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে ৷ সংকটজনক অবস্থায় এক প্রসুতিকে সোনারপুর গ্রামীন হাসপাতাল থেকে এমআরবাঙুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত্রি একটার সময় এই হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ আচমকাই গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর৷ ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সচালক ৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় রুগী ও তার পরিবারের মধ্যেও ৷ আরও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনায় ইতিমধ্যে সৌমাল্য নস্কর ও দিলীপ হালদার নামে দুজনকে আটক করেছে পুলিশ ৷
বাইট১ - কার্তিক হালদার, অ্যাম্বুলেন্সচালক
বাইট২ - শুভজিত চন্দ্র, প্রত্যক্ষদর্শীConclusion:নরেন্দ্রপুর রামকৄষ্ণ মিশনের কাছে নিশ্চয়যান অ্যাম্বুলেন্সে হামলা দুষ্কৄতিদের ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে ৷ সংকটজনক অবস্থায় এক প্রসুতিকে সোনারপুর গ্রামীন হাসপাতাল থেকে এমআরবাঙুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত্রি একটার সময় এই হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ আচমকাই গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর৷ ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সচালক ৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় রুগী ও তার পরিবারের মধ্যেও ৷ আরও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনায় ইতিমধ্যে সৌমাল্য নস্কর ও দিলীপ হালদার নামে দুজনকে আটক করেছে পুলিশ ৷
বাইট১ - কার্তিক হালদার, অ্যাম্বুলেন্সচালক
বাইট২ - শুভজিত চন্দ্র, প্রত্যক্ষদর্শী
Last Updated : Dec 13, 2019, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.