মিনাখাঁ, 23 মার্চ : উত্তর 24 পরগনার মিনাখাঁর বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা ৷ বুধবার হাইওয়ে দিয়ে যাওয়ার সময় ব্রেক ফেল করে একটি ম্যাটাডোর ৷ এরপর ম্যাটাডোরটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একের পর এক পথচারীকে । তাতেই প্রাণ হারিয়েছেন দু'জন ৷ আহত হয়েছেন বেশ আরও কয়েকজন (Road Accident in Basanti Highway)। মৃত দুই পথচারীর নাম প্রশান্ত গায়েন (47) ও বিশাখা মন্ডল (23) । আহতদের মধ্যে ম্যাটাডোরের চালক এবং দুই খালাসিও রয়েছে বলে জানা গিয়েছে । তাঁদের অবস্থার অবনতি হওয়ায় মিনাখাঁ গ্রামীণ হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর । বাকিদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে ।
আরও পড়ুন : Mamata slams BJP MLAs : অকুস্থলে পৌঁছনোর আগেই ল্যাংচা হাতে বিজেপি বিধায়কেরা, কটাক্ষ মমতার
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বুধবার সকালে ঘটকপুকুর থেকে মিনাখাঁর দিকে যাচ্ছিল একটি ম্যাটাডোর । বাসন্তী হাইওয়ে ধরে যাওয়ার সময় আচমকাই ব্রেক ফেল হয়ে যায় গাড়িটির । এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাটাডোরটি মিনাখাঁর বামনপুকুরের কাছে একের পর এক পথচারীকে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের ৷ ধাক্কা মারার পর উল্টে যায় ম্যাটাডোরটি । ফলে দুর্ঘটনাগ্রস্ত ম্যাটাডোরের ভিতরেই আটকে পড়েন চালক ও দুই খালাসি । গুরুতর আহত হন তারা ৷
স্থানীয়রা তাদের উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে চালক, দুই খালাসির অবস্থার অবনতি হওয়ায় পরে স্থানান্তরিত করা হয় কলকাতায় । দুর্ঘটনার জেরে বাসন্তী হাইওয়েতে সাময়িক যান চলাচলে প্রভাব পড়ে । পরে ট্রাফিক পুলিশের কর্তারা এসে পরিস্থিতির সামাল দেয় । এই বিষয়ে বামনপুকুর অঞ্চল তৃণমূলের সভাপতি হাফিজুল জমাদার বলেন, "ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক । আমরা মর্মাহত । সান্ত্বনা দেওয়ার কোনও ভাষা নেই । তবে এটুকু বলব দলের তরফ থেকে আমরা নিহতদের পরিবারের পাশে রয়েছি ।"
আরও পড়ুন : India to End Covid Restrictions : 31 মার্চ থেকে উঠছে কোভিড বিধিনিষেধ, জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
এদিকে, মিনাখাঁ থানার পুলিশের তরফে জানানো হয়েছে, নিহত প্রশান্ত গায়েন বামনপুকুর পঞ্চায়েতের কর্মী । বাড়ি বামনপুকুর পঞ্চায়েত এলাকাতেই । অপরজনের বাড়ি রাজেন্দ্রপুরের শিবপুর গ্রামে । আহতদের অধিকাংশই এই দুই এলাকার বাসিন্দা । মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । আটক করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ।
আরও পড়ুন : HC on Rampurhat Massacre: রামপুরহাট কাণ্ডে রাজ্যকে আগামিকালের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ হাইকোর্টের