ETV Bharat / state

ক্যানিঙে 13টি আগ্নেয়াস্ত্র সহ ধৃত 2 - আগ্নেয়াস্ত্রসহ ধৃত 2 অস্ত্র কারবারী

ক্যানিঙের পাচুয়াখালি ব্রিজ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার দুই ৷ তাদের কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ।

Canning 13 firearms seized with 2 people
আগ্নেয়াস্ত্রসহ ধৃত 2 অস্ত্র কারবারী
author img

By

Published : Sep 20, 2020, 10:28 AM IST

বারুইপুর, 20 সেপ্টেম্বর : বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও কুলতলি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুই অস্ত্র কারবারীকে গ্রেপ্তার করল ৷ ধৃতদের নাম বাবুরাম ঘরামি ও দেবকান্ত শিকারি ৷ তারা দু'জনেই ক্যানিঙের মধুখালির বাসিন্দা ৷ তাদের কাছ থেকে 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ।

কুলতলি থানার পুলিশ এবং বারাইপুর SOG যৌথ অভিযান চালিয়ে পাচুয়াখালি ব্রিজ থেকে দু'জনকে গ্রেপ্তার করে ৷ তাদের কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । পুঁই শাক দিয়ে অস্ত্রগুলি ঢাকা দেওয়া ছিল ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ । এলাকায় কোনও আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা আছে কি না সে বিষয়েও তদন্ত করে দেখছে তারা । ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ।

বারুইপুর, 20 সেপ্টেম্বর : বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও কুলতলি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুই অস্ত্র কারবারীকে গ্রেপ্তার করল ৷ ধৃতদের নাম বাবুরাম ঘরামি ও দেবকান্ত শিকারি ৷ তারা দু'জনেই ক্যানিঙের মধুখালির বাসিন্দা ৷ তাদের কাছ থেকে 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ।

কুলতলি থানার পুলিশ এবং বারাইপুর SOG যৌথ অভিযান চালিয়ে পাচুয়াখালি ব্রিজ থেকে দু'জনকে গ্রেপ্তার করে ৷ তাদের কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । পুঁই শাক দিয়ে অস্ত্রগুলি ঢাকা দেওয়া ছিল ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ । এলাকায় কোনও আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা আছে কি না সে বিষয়েও তদন্ত করে দেখছে তারা । ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.