ETV Bharat / state

ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টা, গণপিটুনিতে মৃত 2 দুষ্কৃতী - beaten by mass

মথুরাপুরে ব্যবসায়ীকে খুনের চেষ্টা দুষ্কৃতীদের । ক্ষোভে গণপিটুনি দেওয়া হল দুই দুষ্কৃতীকে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাদের ।

মৃত দুষ্কৃতী
author img

By

Published : Jun 23, 2019, 11:40 PM IST

মথুরাপুর, 23 জুন : গণপিটুনিতে মৃত্যু হল দুই দুষ্কৃতীর । ঘটনাটি মথুরাপুর 1 নম্বর ব্লকের লালপুর পঞ্চায়েতের শিবগঞ্জ এলাকার । ঘটনায় জখম হয়েছেন রমজান মোল্লা নামে এক ব্যবসায়ী । তিনটি গুলি লেগেছে তাঁর হাতে । বর্তমানে তিনি মথুরাপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।

লালপুরে নিজের দোকানেই বসেছিলেন রমজান মোল্লা । অভিযোগ, সেইসময় কয়েকজন দুষ্কৃতী অটোরিক্সা করে এসে রমজান মোল্লাকে লক্ষ্য করে গুলি করে । গুলির আওয়াজে স্থানীয়রা চলে আসায় ঘটনাস্থান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা । সেইসময় তাড়া করে দু'জনকে ধরে ফেলে স্থানীয়রা । তারপর গণপিটুনি দেয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাদের । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মথুরাপুর থানার পুলিশ । দুষ্কৃতীদের দেহ দুটি উদ্ধার করে ।

হাসপাতালে জ্ঞান ফেরার পর জখম রমজান জানান, অটোরিক্সায় যারা ছিল তাদের নাম নজরুল বৈদ্য, সজল বৈদ্য ও টুট বৈদ্য । অসামাজিক কাজকর্মের জন্য এলাকায় সবাই ওদের চেনে । থানায় তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে বলে দাবি রমজানের ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পাশপাশি অটোরিক্সা ও পলাতকদের খোঁজ শুরু করেছে পুলিশ ।

মথুরাপুর, 23 জুন : গণপিটুনিতে মৃত্যু হল দুই দুষ্কৃতীর । ঘটনাটি মথুরাপুর 1 নম্বর ব্লকের লালপুর পঞ্চায়েতের শিবগঞ্জ এলাকার । ঘটনায় জখম হয়েছেন রমজান মোল্লা নামে এক ব্যবসায়ী । তিনটি গুলি লেগেছে তাঁর হাতে । বর্তমানে তিনি মথুরাপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।

লালপুরে নিজের দোকানেই বসেছিলেন রমজান মোল্লা । অভিযোগ, সেইসময় কয়েকজন দুষ্কৃতী অটোরিক্সা করে এসে রমজান মোল্লাকে লক্ষ্য করে গুলি করে । গুলির আওয়াজে স্থানীয়রা চলে আসায় ঘটনাস্থান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা । সেইসময় তাড়া করে দু'জনকে ধরে ফেলে স্থানীয়রা । তারপর গণপিটুনি দেয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাদের । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মথুরাপুর থানার পুলিশ । দুষ্কৃতীদের দেহ দুটি উদ্ধার করে ।

হাসপাতালে জ্ঞান ফেরার পর জখম রমজান জানান, অটোরিক্সায় যারা ছিল তাদের নাম নজরুল বৈদ্য, সজল বৈদ্য ও টুট বৈদ্য । অসামাজিক কাজকর্মের জন্য এলাকায় সবাই ওদের চেনে । থানায় তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে বলে দাবি রমজানের ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পাশপাশি অটোরিক্সা ও পলাতকদের খোঁজ শুরু করেছে পুলিশ ।

Intro:আগের ছবি কপি পাঠিয়েছিBody:এখন আপডেট ছবি পাঠালামConclusion:ইম্পর্টেন্ট কপি। কপিটি যে করবেন প্লিজ আমাকে একটু ফোন করে নেবেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.