ETV Bharat / state

বন্ধুকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই ! হল না শেষরক্ষা

মাছ ও কাঁকড়া ধরতে জঙ্গলে যান তাঁরা ৷ বৃহস্পতিবার ভোরেও তাঁরা কাঁকড়া ধরছিলেন ৷ সেইসময়ই কার্তিকের উপর একটি বাঘ হামলা করে ৷ তাঁকে বাঁচাতে দুই বন্ধু লড়াই করে বাঘের সঙ্গে ৷ কিন্তু বাঁচাতে পারেননি কার্তিককে ৷

author img

By

Published : Oct 11, 2019, 11:38 AM IST

sunderban

গোসাবা , 11 অক্টোবর : বন্ধুকে বাঁচানোর জন্য বাঘের সঙ্গে প্রাণপণ লড়াই দুই ব্যক্তির ৷ তাও শেষরক্ষা হল না ৷ কার্তিক মণ্ডলকে(56) বাঁচাতে পারলেন না তাঁর দুই বন্ধু ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হল তাঁর ৷

বুধবার সন্ধ্যায় তিন বন্ধু গোসাবা থানার সত্যনারায়ণপুর থেকে সুন্দরবনের পীরখালি 2 নম্বর জঙ্গলের উদ্দেশে রওনা হন ৷ মাছ ও কাঁকড়া ধরতে জঙ্গলে যেতেন তাঁরা ৷ তাঁরা বুধবার রাতে সেখানে পৌঁছান ৷ বৃহস্পতিবার ভোরে তাঁরা কাঁকড়া ধরছিলেন ৷ সেইসময়ই জঙ্গলে কার্তিকের উপর একটি বাঘ হামলা করে ৷ তাঁকে বাঁচানোর জন্য বাঘের সঙ্গে লড়াই করেন জয়দেব মণ্ডল ও তুষার মণ্ডল ৷ বাঘটিকে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে ৷ কিছুক্ষণ পর কার্তিককে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় বাঘটি ৷

দেখুন ভিডিয়োয়...

তাঁকে উদ্ধার করে গোসাবা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন জয়দেব ও তুষার ৷ পথেই মৃত্যু হয় কার্তিকের ৷ খবর পেয়ে গোসাবা থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ মৃতদেহ উদ্ধার করে ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

গোসাবা , 11 অক্টোবর : বন্ধুকে বাঁচানোর জন্য বাঘের সঙ্গে প্রাণপণ লড়াই দুই ব্যক্তির ৷ তাও শেষরক্ষা হল না ৷ কার্তিক মণ্ডলকে(56) বাঁচাতে পারলেন না তাঁর দুই বন্ধু ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হল তাঁর ৷

বুধবার সন্ধ্যায় তিন বন্ধু গোসাবা থানার সত্যনারায়ণপুর থেকে সুন্দরবনের পীরখালি 2 নম্বর জঙ্গলের উদ্দেশে রওনা হন ৷ মাছ ও কাঁকড়া ধরতে জঙ্গলে যেতেন তাঁরা ৷ তাঁরা বুধবার রাতে সেখানে পৌঁছান ৷ বৃহস্পতিবার ভোরে তাঁরা কাঁকড়া ধরছিলেন ৷ সেইসময়ই জঙ্গলে কার্তিকের উপর একটি বাঘ হামলা করে ৷ তাঁকে বাঁচানোর জন্য বাঘের সঙ্গে লড়াই করেন জয়দেব মণ্ডল ও তুষার মণ্ডল ৷ বাঘটিকে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে ৷ কিছুক্ষণ পর কার্তিককে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় বাঘটি ৷

দেখুন ভিডিয়োয়...

তাঁকে উদ্ধার করে গোসাবা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন জয়দেব ও তুষার ৷ পথেই মৃত্যু হয় কার্তিকের ৷ খবর পেয়ে গোসাবা থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ মৃতদেহ উদ্ধার করে ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

Intro: বাঘের সাথে লড়াই করেও সঙ্গীকে বাঁচানো গেল না। বৃহস্পতিবার ভোরে বাঘের হানায় মৃত্যু হয় কার্ত্তিক মণ্ডল নামে বছর ছাপ্পান্নোর এক ব্যক্তির। ঘটনাটি ঘটে সুন্দরবনের পীরখালী ২ নম্বর জঙ্গলে। তিন সঙ্গী মিলে বুধবার রাতে মাছ, কাঁকড়া ধরার জন্য সুন্দরবনের পীরখালী ২ নম্বর জঙ্গলে গেলে বৃহস্পতিবার সকালে সেখানে কার্ত্তিককে বাঘে ধরে। বাঘের সাথে লড়াই করে জয়দেব মণ্ডল ও তুষার মণ্ডল কার্ত্তিককে উদ্ধার করে নিয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

বুধবার সন্ধ্যায় তিন সঙ্গী মিলে গোসাবা থানার বালি সত্যনারায়ণপুর থেকে কাঁকড়া ধরার জন্য রওনা দেন। বৃহস্পতিবার ভোরে যখন তারা জঙ্গলে নেমে কাঁকড়া ধরছিলেন তখন একটি বাঘ আচমকা এসে কার্ত্তিকের উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে বাঘে ধরেছে দেখে অন্য দুই সঙ্গী লাঠি সোটা নিয়ে বাঘের উপর হামলা শুরু করে। বেশ কিছুক্ষন পর কার্ত্তিককে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় বাঘ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় কার্তিকের। এই খবর গ্রামে এসে পৌঁছতেই সেখানে নেমে আসে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে গোসাবা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.