ETV Bharat / state

TMC Worker Killed বাসন্তীতে তৃণমূল কর্মী খুনে রাজনৈতিক চাপানউতর, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিজেপির - গোষ্ঠীদ্বন্দ্ব

বাসন্তীতে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ৷ শনিবার সকালে বাসন্তী বাজারে জানে আলম গাজি নামে ওই ব্যক্তিকে প্রথমে গুলি করা হয় ৷ তার পর মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ (Trinamool Worker killed in Basanti) ৷ ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করেছে বিজেপি ৷

trinamool-worker-killed-in-basanti-south-24-parganas
trinamool-worker-killed-in-basanti-south-24-parganas
author img

By

Published : Aug 20, 2022, 2:23 PM IST

Updated : Aug 20, 2022, 4:02 PM IST

বাসন্তী, 20 অগস্ট: তৃণমূল কর্মী খুনের ঘটনায় উত্তেজনা দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে (Trinamool Worker killed in Basanti) ৷ বাজার করে ফেরার পথে প্রথমে গুলি এবং পরে কুপিয়ে ওই তৃণমূল কর্মীকে খুন করা হয় বলে অভিযোগ ৷ মৃত তৃণমূল কর্মীর নাম জানে আলম গাজি ৷ কে বা কারা তাঁকে খুন করেছে, তা নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা ৷ বিরোধীদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই জানে আলম গাজিকে হত্যা করা হয়েছে ৷ তবে শাসকদলের বক্তব্য, খুনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ বছর পঁয়ত্রিশের জানে আলম গাজি এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত।

বাসন্তীর ভরতগড় এলাকার বাসিন্দা জানে আলম গাজি শনিবার সকালে বাজারে গিয়েছিলেন ৷ বাজার সেরে বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপানোও হয় বলে অভিযোগ (TMC Worker killed) ৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মী ৷ খবর ছড়িয়ে পড়তেই সঙ্গে সঙ্গে এলাকায় শোরগোল পড়ে যায় ৷ ঘটনাস্থলে স্থানীয় মানুষজন ভিড় করতে শুরু করেন ৷ স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷

আর জানে আলম গাজিকে লক্ষ্য করে কে বা কারা গুলি চালাল, এ নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা ৷ এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি করেছেন বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল ৷ যদিও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ পাল্টা অভিযোগ করেছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়েছেন তৃণমূল কর্মী জানে আলম গাজি ৷ তিনি আরও বলেন, “এই সরকার যতদিন থাকবে, ততদিন রাজ্যে খুনখারাপি লেগেই থাকবে ৷’’

আরও পড়ুন: চায়ের দোকানে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন

উল্লেখ্য, এর আগে গত 13 অগস্ট উত্তর দিনাজপুরের ইটাহারের বাসতোপ গ্রামে 34 নম্বর জাতীয় সড়কের পাশে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয় ৷ রায়গঞ্জ থানার পুলিশ সেই ঘটনার তদন্ত করছে ৷ দলীয় কর্মীর মৃত্যুর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক মোশারফ হোসেন ৷ সেদিনও মোশারফ হোসেন দাবি করে ছিলেন, ওই তৃণমূল কর্মীর মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই ৷ সেই ঘটনায় জেলা পুলিশ সুপার সানা আখতার জানিয়ে ছিলেন, ওই তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে ৷ এক অভিযুক্তকে চিহ্নিতও করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷

বাসন্তী, 20 অগস্ট: তৃণমূল কর্মী খুনের ঘটনায় উত্তেজনা দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে (Trinamool Worker killed in Basanti) ৷ বাজার করে ফেরার পথে প্রথমে গুলি এবং পরে কুপিয়ে ওই তৃণমূল কর্মীকে খুন করা হয় বলে অভিযোগ ৷ মৃত তৃণমূল কর্মীর নাম জানে আলম গাজি ৷ কে বা কারা তাঁকে খুন করেছে, তা নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা ৷ বিরোধীদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই জানে আলম গাজিকে হত্যা করা হয়েছে ৷ তবে শাসকদলের বক্তব্য, খুনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ বছর পঁয়ত্রিশের জানে আলম গাজি এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত।

বাসন্তীর ভরতগড় এলাকার বাসিন্দা জানে আলম গাজি শনিবার সকালে বাজারে গিয়েছিলেন ৷ বাজার সেরে বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপানোও হয় বলে অভিযোগ (TMC Worker killed) ৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মী ৷ খবর ছড়িয়ে পড়তেই সঙ্গে সঙ্গে এলাকায় শোরগোল পড়ে যায় ৷ ঘটনাস্থলে স্থানীয় মানুষজন ভিড় করতে শুরু করেন ৷ স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷

আর জানে আলম গাজিকে লক্ষ্য করে কে বা কারা গুলি চালাল, এ নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা ৷ এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি করেছেন বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল ৷ যদিও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ পাল্টা অভিযোগ করেছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়েছেন তৃণমূল কর্মী জানে আলম গাজি ৷ তিনি আরও বলেন, “এই সরকার যতদিন থাকবে, ততদিন রাজ্যে খুনখারাপি লেগেই থাকবে ৷’’

আরও পড়ুন: চায়ের দোকানে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন

উল্লেখ্য, এর আগে গত 13 অগস্ট উত্তর দিনাজপুরের ইটাহারের বাসতোপ গ্রামে 34 নম্বর জাতীয় সড়কের পাশে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয় ৷ রায়গঞ্জ থানার পুলিশ সেই ঘটনার তদন্ত করছে ৷ দলীয় কর্মীর মৃত্যুর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক মোশারফ হোসেন ৷ সেদিনও মোশারফ হোসেন দাবি করে ছিলেন, ওই তৃণমূল কর্মীর মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই ৷ সেই ঘটনায় জেলা পুলিশ সুপার সানা আখতার জানিয়ে ছিলেন, ওই তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে ৷ এক অভিযুক্তকে চিহ্নিতও করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷

Last Updated : Aug 20, 2022, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.