গোসাবা, 9 অগস্ট : ত্রিপুরায় তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ রবিবার থেকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা ।
প্রসঙ্গত, শনিবার ত্রিপুরায় তৃণমূলের যুব নেতা-নেত্রীদের উপর বিজেপির দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ৷ এরপর আহত তৃণমূল নেতা-কর্মীদের গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ ৷ সেখানে পৌঁছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের চেষ্টায় অবশেষে জামিনে মুক্তি পান আহত নেতা-কর্মীরা ৷
সোমবার সকালে এই হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেস । আজ সকালে গোসাবা বাজার এলাকায় প্রথমে বিক্ষোভ দেখানোর পর ব্লকের বিভিন্ন এলাকায় নৌকায় করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তৃণমূল কর্মীরা । প্রতিবাদ মিছিল থেকে এলাকার বিজেপি কর্মীদের এদিন হুঁশিয়ারি দেন তাঁরা ।
আরও পড়ুন : bjp groupisim : প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল, জেলা সভাপতিকে মারধর করে মুখে কালি
আগামী দিনে গোসাবায় তৃণমূল কর্মীরা বিজেপির দ্বারা আক্রান্ত হলে তাদের ছেড়ে কথা বলা হবে না বলেও এদিন হুঁশিয়ারি দেয় তৃণমূল নেতৃত্ব । এহেন মন্তব্যে রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়ার অনুমান করছে বিরোধীরা ।