ভাঙড়, 7 মে : করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ভাঙড় দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি অহিদুল ইসলাম । কিছুদিন আগেই ভাঙ্গড়ের আরাবুল বিরোধী তৃণমূল নেতা নান্নু হোসেনের মৃত্যু হয়েছিল । সেই ঘটনার পর ভাঙড়ে প্রথম সারির নেতাদের মধ্যে আরও এক তৃণমূল নেতার মৃত্যু হল । ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়জুড়ে দলীয় কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ।
পরিবার সূত্রের খবর, ভোট প্রচারের সময় অহিদুল ইসলাম করোনা আক্রান্ত হন । তারপর থেকেই তিনি নিউটাউনের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন । সেখানেই 10 দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন । আজ সন্ধ্যায় মৃত্যু হয় তার । অহিদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলার তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে বিরোধী নেতারাও ।
আরও পড়ুন : করোনায় আক্রান্ত চণ্ডীতলার তৃণমূল প্রার্থী
প্রায় 20 দিন আগে ভাঙড়ের আরও এক তৃণমূল নেতা নান্নু হোসেনের মৃত্যু হয়েছে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার এই অহিদুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভাঙড়জুড়ে । একদিকে তিনি যেমন ভাঙ্গড় দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন, পাশাপাশি তিনি ভাঙড় দুই নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধক্ষ্যও ছিলেন ।