সাগর, 19 অগস্ট: তৃণমূলের শিক্ষা সেলের সভাপতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সাগরে । মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন বলেই অনুমান পুলিশের ৷ এদিন বাড়ির কাছের একটি জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার হয় (Trinamool Education Cell President Died by Suicide in Sagar)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হারাধন দাস । বাড়ি সাগর রুদ্রনগর পশ্চিমপাড়া এলাকায় । স্থানীয় বিন্দপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি । এদিন সকালে বাড়ির কাছে জঙ্গলে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা । এরপরই খবর দেওয়া হয় সাগর থানায় । খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ।
আরও পড়ুন: মেয়ের চাকরি নিয়ে অনুব্রতকে কটাক্ষ সুকান্তর
জানা গিয়েছে, সাগরে তৃণমূলের শিক্ষক সেলের সভাপতি ছিলেন হারাধন । বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সম্প্রতি শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এই শিক্ষক নেতার শ্য়ালক! শুধু তাই নয়, চাকরি দেওয়ার নাম করে আরও অনেকের কাছ থেকে নাকি টাকাও নিয়েছিলেন হারাধন । যাঁরা টাকা দিয়েছিলেন তাঁরা এখন সেই টাকা ফেরতের জন্য চাপ দিচ্ছিলেন । সেই চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।