ETV Bharat / state

South 24 Parganas Municipalities : দক্ষিণ 24 পরগনার সাত পৌরসভার চেয়ারম্যানের ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা তৃণমূলের

জেলার 7টি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন দক্ষিণ 24 পরগনা (সদর) জেলার তৃণমূলের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী (South 24 Parganas Municipalities) ।

author img

By

Published : Mar 16, 2022, 9:29 PM IST

South 24 Parganas Municipalities News
দক্ষিণ 24 পরগনার সাত পৌরসভার চেয়ারম্যানের ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা তৃণমূলের

ডায়মন্ড হারবার, 16 মার্চ : দক্ষিণ 24 পরগনা 7টি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করল তৃণমূল (Trinamool Congress Announces Chairmans and Vice Chairmans of 7 Municipalities of South 24 Parganas) ৷ দক্ষিণ 24 পরগনা (সদর) জেলার তৃণমূলের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী ।

ডায়মন্ড হারবার পৌরসভাতে পুরাতন প্রশাসনিক দায়িত্ব সামলানো অভিজ্ঞ প্রণব দাসের উপরই ভরসা রাখল দল । ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান হলেন প্রণব দাস ও ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস । বজবজ পৌরসভার চেয়ারম্যান হলেন গৌতম দাশগুপ্ত, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনসুর । বারুইপুর পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে শক্তি রায়চৌধুরী ও গৌতম দাসকে । সোনারপুর রাজপুর পৌরসভার ফের চেয়ারম্যানের দায়িত্বে পল্লব দাস ও ভাইস চেয়ারম্যান মোফজ্জল হোসেন ।

আরও পড়ুন : STF arrest from Howrah : জঙ্গিযোগের সন্দেহে হাওড়ায় এসটিএফের জালে এক

কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জয়নগর মজিলপুর পৌরসভায় এই প্রথমবার তৃণমূল কংগ্রেসের দখলে । এই পৌরসভার চেয়ারম্যান হিসাবে সুকুমার হালদার ও ভাইস চেয়ারম্যান হিসেবে রথীন মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে । অন্যদিকে মহেশতলা পৌরসভার পুরনো প্রশাসকের দায়িত্ব থাকা দুলাল দাসকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসাবে আবু তালেব মোল্লাকে দায়িত্ব দিয়েছে দল ।

পৌরভোটের আগেই তৃণমূল নেতৃত্ব ঘোষণা করেছিলেন, এবার আর কোনও বিধায়ককে প্রার্থী করা হবে না । কিন্তু 108টি পুরসভার প্রার্থীতালিকা প্রকাশের পর দেখা যায় মহেশতলার 15 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন স্থানীয় বিধায়ক দুলাল দাস । ঘটনাচক্রে তিনি 2010 সাল থেকে মহেশতলা পৌরসভার চেয়ারম্যান । কোভিড সংক্রমণের কারণে পৌরভোট আটকে গেলে তাঁকেই মহেশতলা পৌরসভার পুর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল । এবার তৃতীয়বারের জন্য ওই পৌরসভার চেয়ারম্যান করা হল দুলালকে । দুলালের মেয়ে রত্না চট্টোপাধ্যায় একদিকে যেমন বেহালা পূর্বের বিধায়ক, তেমনই আবার কলকাতা পৌরসভার 131 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ।

আরও পড়ুন : Jhalda Councillor Murder Case : কংগ্রেস কাউন্সিলর খুনে 6 সদস্যের সিট গঠন, ধৃত ভাইপোকে তোলা হল কোর্টে

ডায়মন্ড হারবার পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান প্রণব দাস জানান, "দল আমার উপর ভরসা রেখেছে ৷ করোনাকালে ডায়মন্ড হারবার পৌরসভার প্রশাসনিক দায়িত্ব পালন করেছি । ডায়মন্ড হারবার পৌরসভার 16টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে আগামীদিনে ডায়মন্ড হারবার পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা আমরা খুব দ্রুতই গ্রহণ করব । মানুষের বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল থেকে শুরু করে জল নিকাশি ব্যবস্থা সমস্যার সমাধান করব ।"

ডায়মন্ড হারবার, 16 মার্চ : দক্ষিণ 24 পরগনা 7টি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করল তৃণমূল (Trinamool Congress Announces Chairmans and Vice Chairmans of 7 Municipalities of South 24 Parganas) ৷ দক্ষিণ 24 পরগনা (সদর) জেলার তৃণমূলের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী ।

ডায়মন্ড হারবার পৌরসভাতে পুরাতন প্রশাসনিক দায়িত্ব সামলানো অভিজ্ঞ প্রণব দাসের উপরই ভরসা রাখল দল । ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান হলেন প্রণব দাস ও ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস । বজবজ পৌরসভার চেয়ারম্যান হলেন গৌতম দাশগুপ্ত, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনসুর । বারুইপুর পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে শক্তি রায়চৌধুরী ও গৌতম দাসকে । সোনারপুর রাজপুর পৌরসভার ফের চেয়ারম্যানের দায়িত্বে পল্লব দাস ও ভাইস চেয়ারম্যান মোফজ্জল হোসেন ।

আরও পড়ুন : STF arrest from Howrah : জঙ্গিযোগের সন্দেহে হাওড়ায় এসটিএফের জালে এক

কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জয়নগর মজিলপুর পৌরসভায় এই প্রথমবার তৃণমূল কংগ্রেসের দখলে । এই পৌরসভার চেয়ারম্যান হিসাবে সুকুমার হালদার ও ভাইস চেয়ারম্যান হিসেবে রথীন মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে । অন্যদিকে মহেশতলা পৌরসভার পুরনো প্রশাসকের দায়িত্ব থাকা দুলাল দাসকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসাবে আবু তালেব মোল্লাকে দায়িত্ব দিয়েছে দল ।

পৌরভোটের আগেই তৃণমূল নেতৃত্ব ঘোষণা করেছিলেন, এবার আর কোনও বিধায়ককে প্রার্থী করা হবে না । কিন্তু 108টি পুরসভার প্রার্থীতালিকা প্রকাশের পর দেখা যায় মহেশতলার 15 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন স্থানীয় বিধায়ক দুলাল দাস । ঘটনাচক্রে তিনি 2010 সাল থেকে মহেশতলা পৌরসভার চেয়ারম্যান । কোভিড সংক্রমণের কারণে পৌরভোট আটকে গেলে তাঁকেই মহেশতলা পৌরসভার পুর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল । এবার তৃতীয়বারের জন্য ওই পৌরসভার চেয়ারম্যান করা হল দুলালকে । দুলালের মেয়ে রত্না চট্টোপাধ্যায় একদিকে যেমন বেহালা পূর্বের বিধায়ক, তেমনই আবার কলকাতা পৌরসভার 131 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ।

আরও পড়ুন : Jhalda Councillor Murder Case : কংগ্রেস কাউন্সিলর খুনে 6 সদস্যের সিট গঠন, ধৃত ভাইপোকে তোলা হল কোর্টে

ডায়মন্ড হারবার পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান প্রণব দাস জানান, "দল আমার উপর ভরসা রেখেছে ৷ করোনাকালে ডায়মন্ড হারবার পৌরসভার প্রশাসনিক দায়িত্ব পালন করেছি । ডায়মন্ড হারবার পৌরসভার 16টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে আগামীদিনে ডায়মন্ড হারবার পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা আমরা খুব দ্রুতই গ্রহণ করব । মানুষের বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল থেকে শুরু করে জল নিকাশি ব্যবস্থা সমস্যার সমাধান করব ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.