কাকদ্বীপ, 1 অগস্ট: বঙ্গোপসাগরে ডুবল ইলিশ বোঝাই ট্রলার ৷ উপকূলে ফেরার সময় এফবি প্রসেনজিৎ নামে একটি ট্রলার 1 টন ইলিশ-সহ ডুবে যায় বলে খবর ৷ ট্রলারে থাকা 17 জন মৎস্যজীবীকে অন্য একটি ট্রলার উদ্ধার করেছে ৷ এই বিপুল পরিমাণ ইলিশ সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়ায় অনেক বড় ক্ষতি হল বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা ৷ জানা গিয়েছে, নিম্নচাপের সতর্কতা থাকায় উপকূলে ফিরছিল ট্রলারটি ৷ সেই সময় বঙ্গোপসাগরে বাঘের চড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি ৷ তলার অংশ ফুটো হয়ে যাওয়াতেই বিপত্তি ৷
কাকদ্বীপের ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, "গত 29 জুলাই কাকদ্বীপের অক্ষয়নগরের 17 জন মৎস্যজীবী ট্রলার এফবি প্রসেনজিতে করে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি দেন ৷ আবহাওয়া খারাপ হওয়ার জন্য মৎস্য দফতরের পক্ষ থেকে একটি সতর্কবার্তা মৎস্যজীবীদের ট্রলারগুলিতে পাঠানো হয় ৷ বলা হয়েছিল আগামী 31 জুলাইয়ের মধ্যে সমস্ত ট্রলার গভীর সমুদ্র থেকে উপকূলে যাতে নিরাপদে চলে আসে ৷ মৎস্য দফতরের এই বার্তা পাওয়ার পর একে একে সমস্ত ট্রলার উপকূলের দিকে ফিরে আসছিল ৷ সেই নির্দেশ মতোই এফবি প্রসেনজিৎ উপকূলের দিকে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে ৷"
তিনি জানিয়েছেন, বঙ্গোপসাগরে বাঘের চড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে এফবি প্রসেনজিৎ ৷ সমুদ্র উত্তাল থাকায় এবং দমকা হাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটে এবং ট্রলারের তলার অংশ ফুটো হয়ে জল ঢুকে যায় ৷ ট্রলারে উপস্থিত মৎস্যজীবীরা সাহায্যের জন্য অন্য ট্রলারগুলিকে বিপদ সংকেত পাঠায় ৷ সেই বার্তা পেয়ে অন্যান্য ট্রলারগুলি মৎস্যজীবীদের উদ্ধার করে ৷ তবে, ট্রলারে থাকা 1 টন ইলিশ উদ্ধার করা যায়নি ৷ ওই বিপুল পরিমাণ ইলিশ-সহ এফবি প্রসেনজিৎ সমুদ্রের গর্ভে চলে যায় ৷
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ডুবছে মৎস্যজীবীদের ট্রলার, কোনওরকমে প্রাণে রক্ষা