ETV Bharat / state

গোসাবায় ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত মানুষের পাশে ত্রাণ হাতে ভ্রমণ সংস্থা - গোসাবায় ভ্রমণ সংস্থার ত্রাণ

গোসাবা ব্লকের রাঙাবেড়িয়া জেটিঘাট সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত 250 টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল দমদমের এক ভ্রমণ সংস্থা ।

গোসাবায় ভ্রমণ সংস্থার ত্রাণ
গোসাবায় ভ্রমণ সংস্থার ত্রাণ
author img

By

Published : May 31, 2021, 10:46 PM IST

ক্যানিং, 31 মে : দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমায় প্রায় 18 লাখ মানুষের বসবাস । 26 মে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে এই মহকুমার ক্যানিং-1 ও 2, বাসন্তী, গোসাবা ব্লকগুলিতে গ্রামের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে । নদীর বাঁধ ভেঙে নোনা জল ঢুকে প্রত্যন্ত গ্রামগুলি নোনা জলে প্লাবিত হয় । জলের তোড়ে ভেঙে পড়েছে ঘরবাড়ি । পানীয় জলের হাহাকার । জেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে । পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল দমদমের এক ভ্রমণ সংস্থা ।

গোসাবা ব্লকের রাঙাবেড়িয়া জেটিঘাট সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত 250 টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় 5 লিটার করে পানীয় জলের জার, শুকনো খাবার, স্যানিটাইজ়ার, মাস্ক সহ বিভিন্ন সামগ্রী ।

ভ্রমণ সংস্থার কর্ণধার পৃথা দত্ত জানান, আগামী দিনে আরও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ তুলে দেওয়া হবে ।

ক্যানিং, 31 মে : দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমায় প্রায় 18 লাখ মানুষের বসবাস । 26 মে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে এই মহকুমার ক্যানিং-1 ও 2, বাসন্তী, গোসাবা ব্লকগুলিতে গ্রামের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে । নদীর বাঁধ ভেঙে নোনা জল ঢুকে প্রত্যন্ত গ্রামগুলি নোনা জলে প্লাবিত হয় । জলের তোড়ে ভেঙে পড়েছে ঘরবাড়ি । পানীয় জলের হাহাকার । জেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে । পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল দমদমের এক ভ্রমণ সংস্থা ।

গোসাবা ব্লকের রাঙাবেড়িয়া জেটিঘাট সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত 250 টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় 5 লিটার করে পানীয় জলের জার, শুকনো খাবার, স্যানিটাইজ়ার, মাস্ক সহ বিভিন্ন সামগ্রী ।

ভ্রমণ সংস্থার কর্ণধার পৃথা দত্ত জানান, আগামী দিনে আরও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ তুলে দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.