ETV Bharat / state

Train Service Disrupted: ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত - sealdah south section

রবিবার বিকেল 3টে 40 মিনিট নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর ও সোনারপুর স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি ৷ রাত পর্যন্ত ব্যাহত হয় ট্রেন পরিষেবা ৷

ETV Bharat
বন্ধ ট্রেন চলাচল
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 10:14 PM IST

Updated : Nov 5, 2023, 10:26 PM IST

শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

ডায়মন্ডহারবার, 5 নভেম্বর: ছুটির দিন রবিবার ফের ট্রেন বিভ্রাট শিয়ালদা দক্ষিণ শাখায় ৷ রবিবার বিকেল 3টে 40 মিনিট নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর ও সোনারপুর স্টেশনের মাঝে আচমকাই ছিঁড়ে পড়ে ওভারহেড তার। ফলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। আর এর জেরে ভোগান্তির মুখে পড়তে হল নিত্যযাত্রীদের । ট্রেন বন্ধ থাকার কারণে এদিন শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ ও ডাউন লাইনের বিভিন্ন ট্রেন ৷ কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ডহারবার শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক রুটে চলে লোকাল ট্রেন। ফলে এদিন ভোগান্তি পোহাতে হয় এই রুটের যাত্রীদের ৷ এদিন রাত 10টা পর্যন্তও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বলে খবর ৷

রেল সূত্রে খবর, শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর ও সোনারপুর স্টেশনের মাঝে আচমকাই ছিঁড়ে পড়ে ওভারহেড তার ৷ যার জেরে এদিন রাত পর্যন্ত দীর্ঘ কয়েকঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে ওই শাখায় ৷ রেল আধিকারিকরা এলাকায় গিয়েছেন ৷ দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে ৷ ট্রেন লাইনের উপর ওভারহেড তার মেরামতি করার চেষ্টা চালানো হচ্ছে ।

আরও পড়ুন: বালিগঞ্জে ছিঁড়ল ওভারহেডের তার, দিনের ব্যস্ত সময়ে নাকাল নিত্যযাত্রীরা

এই বিষয়ে ডায়মন্ড হারবারের এক বাসিন্দা ও নিত্যযাত্রী অরিন্দম ঘোষ জানান, এদিন ট্রেন বন্ধ পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে তাঁদের ৷ কেউ গন্তব্যস্থলে পৌঁছতে পারছেন না, কেউ বা বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় আটকে পড়েছেন ৷ অভিযোগ, কখন পরিষেবা ফের শুরু হবে তা নিয়েও কিছু স্পষ্ট করে জানাচ্ছে না রেল কর্তৃপক্ষ, ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভও তৈরি হয় ৷ এই শাখায় ট্রেন বিভ্রাট নতুন কিছু নয় ৷ কয়েকদিন আগেই গড়িয়ে স্টেশনের কাছে ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল প্রায় তিন ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় ৷ শনিবার সকালেও বালিগঞ্জে ওভারহেড তার ছিঁড়ে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল ৷

শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

ডায়মন্ডহারবার, 5 নভেম্বর: ছুটির দিন রবিবার ফের ট্রেন বিভ্রাট শিয়ালদা দক্ষিণ শাখায় ৷ রবিবার বিকেল 3টে 40 মিনিট নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর ও সোনারপুর স্টেশনের মাঝে আচমকাই ছিঁড়ে পড়ে ওভারহেড তার। ফলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। আর এর জেরে ভোগান্তির মুখে পড়তে হল নিত্যযাত্রীদের । ট্রেন বন্ধ থাকার কারণে এদিন শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ ও ডাউন লাইনের বিভিন্ন ট্রেন ৷ কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ডহারবার শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক রুটে চলে লোকাল ট্রেন। ফলে এদিন ভোগান্তি পোহাতে হয় এই রুটের যাত্রীদের ৷ এদিন রাত 10টা পর্যন্তও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বলে খবর ৷

রেল সূত্রে খবর, শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর ও সোনারপুর স্টেশনের মাঝে আচমকাই ছিঁড়ে পড়ে ওভারহেড তার ৷ যার জেরে এদিন রাত পর্যন্ত দীর্ঘ কয়েকঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে ওই শাখায় ৷ রেল আধিকারিকরা এলাকায় গিয়েছেন ৷ দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে ৷ ট্রেন লাইনের উপর ওভারহেড তার মেরামতি করার চেষ্টা চালানো হচ্ছে ।

আরও পড়ুন: বালিগঞ্জে ছিঁড়ল ওভারহেডের তার, দিনের ব্যস্ত সময়ে নাকাল নিত্যযাত্রীরা

এই বিষয়ে ডায়মন্ড হারবারের এক বাসিন্দা ও নিত্যযাত্রী অরিন্দম ঘোষ জানান, এদিন ট্রেন বন্ধ পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে তাঁদের ৷ কেউ গন্তব্যস্থলে পৌঁছতে পারছেন না, কেউ বা বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় আটকে পড়েছেন ৷ অভিযোগ, কখন পরিষেবা ফের শুরু হবে তা নিয়েও কিছু স্পষ্ট করে জানাচ্ছে না রেল কর্তৃপক্ষ, ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভও তৈরি হয় ৷ এই শাখায় ট্রেন বিভ্রাট নতুন কিছু নয় ৷ কয়েকদিন আগেই গড়িয়ে স্টেশনের কাছে ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল প্রায় তিন ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় ৷ শনিবার সকালেও বালিগঞ্জে ওভারহেড তার ছিঁড়ে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল ৷

Last Updated : Nov 5, 2023, 10:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.