ETV Bharat / state

আলুর দাম নিয়ন্ত্রণে বারুইপুর বাজারে এনফোর্সমেন্ট বিভাগের হানা - Baruipur market

রবিবার সকালে জেলা এনফোর্সমেন্ট বিভাগ অভিযান চালাল বারুইপুর কাছারি বাজারে।

Enforcement raid in Baruipur market
আলুর দাম
author img

By

Published : Sep 6, 2020, 10:15 PM IST

বারুইপুর, 6 সেপ্টেম্বর: মহার্ঘ আলু। রাজ্যের প্রতিটি বাজারেই আলুর দাম ঊর্ধ্বমুখী। অথচ, মধ্যবিত্তের নৈমিত্তিক রান্নায় আলু না হলেই নয়৷ অবস্থা এমন দাঁড়িয়েছে যে নবান্ন পর্যন্ত আলুর দাম নিয়ন্ত্রণে সচেষ্ট হয়েছে। রাজ্যের ছোটো-বড় বাজারে শুরু হয়েছে এনফোর্সমেন্ট বিভাগের অভিযান। রবিবার সকালে জেলা এনফোর্সমেন্ট বিভাগ অভিযান চালাল বারুইপুর কাছারি বাজারে। আজ বাজার ঘুরে আলু ব্যবসায়ীদের পাশাপাশি এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিক কথা বলেন আড়তদার ও ক্রেতাদের সঙ্গে। খতিয়ে দেখা হয় আলুর কালোবাজারি হচ্ছে কি না।

বারুইপুর কাছারি বাজার ঘুরে এনফোর্সমেন্ট আধিকারিক জানান, "কোথাও একটা অসঙ্গতি রয়েছে। সেই সমস্যা মেটাতে বদ্ধপরিকর এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট।

এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকের দাবি, "ব্যবসায়ীরা যে দামে আলু কিনছে প্রায় সেই দামেই বিক্রি করছে। তারপরও আলুর দাম বাড়ছে কেন, তা তদন্ত করতে হবে। আজকের রিপোর্ট দেওয়া হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ৷ তারা বিষয়টি তদন্ত করে দেখবেন ৷"

বারুইপুর, 6 সেপ্টেম্বর: মহার্ঘ আলু। রাজ্যের প্রতিটি বাজারেই আলুর দাম ঊর্ধ্বমুখী। অথচ, মধ্যবিত্তের নৈমিত্তিক রান্নায় আলু না হলেই নয়৷ অবস্থা এমন দাঁড়িয়েছে যে নবান্ন পর্যন্ত আলুর দাম নিয়ন্ত্রণে সচেষ্ট হয়েছে। রাজ্যের ছোটো-বড় বাজারে শুরু হয়েছে এনফোর্সমেন্ট বিভাগের অভিযান। রবিবার সকালে জেলা এনফোর্সমেন্ট বিভাগ অভিযান চালাল বারুইপুর কাছারি বাজারে। আজ বাজার ঘুরে আলু ব্যবসায়ীদের পাশাপাশি এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিক কথা বলেন আড়তদার ও ক্রেতাদের সঙ্গে। খতিয়ে দেখা হয় আলুর কালোবাজারি হচ্ছে কি না।

বারুইপুর কাছারি বাজার ঘুরে এনফোর্সমেন্ট আধিকারিক জানান, "কোথাও একটা অসঙ্গতি রয়েছে। সেই সমস্যা মেটাতে বদ্ধপরিকর এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট।

এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকের দাবি, "ব্যবসায়ীরা যে দামে আলু কিনছে প্রায় সেই দামেই বিক্রি করছে। তারপরও আলুর দাম বাড়ছে কেন, তা তদন্ত করতে হবে। আজকের রিপোর্ট দেওয়া হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ৷ তারা বিষয়টি তদন্ত করে দেখবেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.