বারুইপুর, 25 জানুয়ারি : দরজায় কড়া নাড়ছে পৌরসভা নির্বাচন । তার মধ্যেই পৌরভোটের প্রার্থী নিয়ে বিক্ষোভ শুরু হল বারুইপুরে । পৌরভোটে এবার 17 নম্বর ওয়ার্ডে এলাকার প্রার্থী চেয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফেস্টুন টাঙালেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা (TMC workers show Agitation) ।
ফেস্টুনে লেখা, ‘17 নম্বর ওয়ার্ডে বহিরাগত প্রার্থীকে মানছি না, মানব না ।’ ‘17 নম্বর ওয়ার্ডে বয়স্ক ও অসুস্থ বহিরাগত প্রার্থী চাই না । এবার এলাকার প্রার্থীকেই চাই ।’ এই ঘটনাকে ঘিরে চাপানউতোর শুরু হয়েছে এলাকায় ।
17 নম্বর ওয়ার্ডের বর্তমান পৌরপ্রশাসক শক্তি রায়চৌধুরী । তিনি বলেন, ‘‘বিরোধী দলের চক্রান্তে 17 নম্বর ওয়ার্ডের মানুষ বিভ্রান্ত হচ্ছেন না । 17 নম্বর ওয়ার্ডের মানুষ যাকে ঠিক করবেন, তাঁকেই দল সবকিছু দেখে প্রার্থী করবে । তবে যারা ফেস্টুন টাঙাচ্ছে তাঁরা ওয়ার্ডের লোক কিনা আমার সন্দেহ আছে । মানুষ আমার থেকে কী কী পরিষেবা পেয়েছে তা ওই ওয়ার্ড ঘুরলেই পরিষ্কার হবে । মানুষই জবাব দেবে।’’
আরও পড়ুন : চিড়িয়াখানায় কর্মী ইউনিয়ন দখল ঘিরে তৃণমূল-বিজেপির মধ্যে গন্ডগোল
বারুইপুর পৌরসভার ওয়ার্ডের সংখ্যা 17 । এই 17 নম্বর ওয়ার্ড থেকেই টানা তিনবার পৌরপ্রশাসক নির্বাচিত হলেও শক্তি রায়চৌধুরী আদপে 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । এদিন 17 নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা জিবোস কলোনি মোড়, নজরুল সরণী মোড় এলাকায় মিছিল করে গিয়ে ফেস্টুন টাঙিয়ে দেন ।