ETV Bharat / state

রেলের বেহাল রাস্তায় মাছ ছেড়ে প্রতিবাদ তৃণমূলের

খানা খন্দে ভরেছে স্টেশন সংলগ্ন রাস্তা ৷ বৃষ্টিতে সেই রাস্তায় জল জমে দুর্ভোগে সাধারণ মানুষ ৷ দীর্ঘদিন ধরে স্টেশন মাস্টারকে বললেও সমস্যার সমাধান হয়নি ৷ তাই রাস্তার জমা জলে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ জানালেন যুব তৃণমূল কর্মীরা ৷

বেহাল রাস্তায় মাছ ছেড়ে প্রতিবাদে সামিল তৃণমূল কর্মীরা
বেহাল রাস্তায় মাছ ছেড়ে প্রতিবাদে সামিল তৃণমূল কর্মীরা
author img

By

Published : Jul 2, 2021, 4:05 PM IST

দেউলা, 2 জুলাই : প্রাথমিকভাবে দেখলেই মনে হবে নদী । চলাচলের এমন অযোগ্য রাস্তায় মাছ ছেড়ে প্রতিবাদ জানাল তৃণমূল । রেলের জায়গায় বেহাল রাস্তা সারাই-সহ একাধিক দাবি জানিয়ে বৃহস্পতিবার দেউলা স্টেশন মাস্টারের হাতে আম ও কাঁঠাল দিয়ে অভিনব পদ্ধতিতে ডেপুটেশন জমা দেয় যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা ।

দক্ষিণ 24 পরগনার শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা স্টেশনে বেহাল রাস্তা সারাই ও স্টেশনে মহিলাদের জন্য শৌচালয়ের দাবি জানিয়ে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভে সামিল হন মগরাহাট 1 নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা । বিক্ষোভের কারণ হিসেবে মগরা 1 নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান বলেন, "দেউলা স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গার উপর পাকা রাস্তার দীর্ঘ পাঁচ বছর ধরে বেহাল দশা ৷ রাস্তা পরিণত হয়েছে জলাশয়ে । যার জেরে বিপাকে পড়তে হচ্ছে এলাকাবাসীদের । একাধিকবার সমস্যা সমাধানের জন্য রেল কর্তৃপক্ষকে জানানো হলেও কোন সুরাহা মেলেনি ৷ তাই বাধ্য হয়ে রাস্তায় মাছ ছেড়ে প্রতিবাদ করেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা ।"

স্টেশন মাস্টারের হাতে আম ও কাঁঠাল দিয়ে অভিনব পদ্ধতিতে ডেপুটেশন জমা দিচ্ছে তৃণমূল কর্মীরা
স্টেশন মাস্টারের হাতে আম ও কাঁঠাল দিয়ে অভিনব পদ্ধতিতে ডেপুটেশন জমা দিচ্ছে তৃণমূল কর্মীরা

তাঁদের দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন যুব তৃণমূল সভাপতি ৷

আরও পড়ুন : গল্পে মশগুল স্বাস্থ্যকর্মীরা, একজনকে দু'বার টিকা !

দেউলা, 2 জুলাই : প্রাথমিকভাবে দেখলেই মনে হবে নদী । চলাচলের এমন অযোগ্য রাস্তায় মাছ ছেড়ে প্রতিবাদ জানাল তৃণমূল । রেলের জায়গায় বেহাল রাস্তা সারাই-সহ একাধিক দাবি জানিয়ে বৃহস্পতিবার দেউলা স্টেশন মাস্টারের হাতে আম ও কাঁঠাল দিয়ে অভিনব পদ্ধতিতে ডেপুটেশন জমা দেয় যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা ।

দক্ষিণ 24 পরগনার শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা স্টেশনে বেহাল রাস্তা সারাই ও স্টেশনে মহিলাদের জন্য শৌচালয়ের দাবি জানিয়ে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভে সামিল হন মগরাহাট 1 নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা । বিক্ষোভের কারণ হিসেবে মগরা 1 নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান বলেন, "দেউলা স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গার উপর পাকা রাস্তার দীর্ঘ পাঁচ বছর ধরে বেহাল দশা ৷ রাস্তা পরিণত হয়েছে জলাশয়ে । যার জেরে বিপাকে পড়তে হচ্ছে এলাকাবাসীদের । একাধিকবার সমস্যা সমাধানের জন্য রেল কর্তৃপক্ষকে জানানো হলেও কোন সুরাহা মেলেনি ৷ তাই বাধ্য হয়ে রাস্তায় মাছ ছেড়ে প্রতিবাদ করেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা ।"

স্টেশন মাস্টারের হাতে আম ও কাঁঠাল দিয়ে অভিনব পদ্ধতিতে ডেপুটেশন জমা দিচ্ছে তৃণমূল কর্মীরা
স্টেশন মাস্টারের হাতে আম ও কাঁঠাল দিয়ে অভিনব পদ্ধতিতে ডেপুটেশন জমা দিচ্ছে তৃণমূল কর্মীরা

তাঁদের দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন যুব তৃণমূল সভাপতি ৷

আরও পড়ুন : গল্পে মশগুল স্বাস্থ্যকর্মীরা, একজনকে দু'বার টিকা !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.