ETV Bharat / state

কুলতলিতে খুন যুব তৃণমূল কর্মী - shot

কুলতলিতে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। তিনি যুব তৃণমূলের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন কুলতলি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।

মৃত ব্যক্তি
author img

By

Published : Feb 24, 2019, 11:15 PM IST

কুলতলি, ২৪ ফেব্রুয়ারি : কুলতলিতে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। আজ সন্ধেয় ঘটনাটি ঘটে জ্বালাবেড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের পয়তার হাট এলাকায়।

মৃত ব্যক্তির নাম সুরত আলি মণ্ডল (৪২)। ঘটনাস্থানের কাছেই তার বাড়ি। আজ সন্ধেয় হাট থেকে বাড়ি ফিরছিল সুরত। সেই সময়, মোটর বাইকে এসে পাঁচ জন তাকে ঘিরে ধরে। তারপর খুব কাছ থেকেই তাকে গুলি করে তারা। ঘটনাস্থানেই মৃত্যু হয় তার। পরে কুলতলি থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেহটি উদ্ধার করে।

সুরত যুব তৃণমূলের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন কুলতলি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গণেশ মণ্ডল। কী কারণে খুন করা হল তার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এলাকায় ওর জনপ্রিয়তা বাড়ায় অন্যদের কাছে শত্রু হয়ে উঠেছিল সুরত। এই কারণেই হয়ত খুন করা হয়েছে।

কুলতলি, ২৪ ফেব্রুয়ারি : কুলতলিতে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। আজ সন্ধেয় ঘটনাটি ঘটে জ্বালাবেড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের পয়তার হাট এলাকায়।

মৃত ব্যক্তির নাম সুরত আলি মণ্ডল (৪২)। ঘটনাস্থানের কাছেই তার বাড়ি। আজ সন্ধেয় হাট থেকে বাড়ি ফিরছিল সুরত। সেই সময়, মোটর বাইকে এসে পাঁচ জন তাকে ঘিরে ধরে। তারপর খুব কাছ থেকেই তাকে গুলি করে তারা। ঘটনাস্থানেই মৃত্যু হয় তার। পরে কুলতলি থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেহটি উদ্ধার করে।

সুরত যুব তৃণমূলের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন কুলতলি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গণেশ মণ্ডল। কী কারণে খুন করা হল তার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এলাকায় ওর জনপ্রিয়তা বাড়ায় অন্যদের কাছে শত্রু হয়ে উঠেছিল সুরত। এই কারণেই হয়ত খুন করা হয়েছে।


Prayagraj (Uttar Pradesh), Feb 24 (ANI): Prime Minister Narendra Modi on Sunday said that he donated the entire amount, received after auctioning his presents, to the Namami Ganga Mission. "The amount collected after auctioning the presents that I received in the past 4.5 years as the Prime Minister are being used in the service of Maa Ganga," PM Modi said at the Swachh Kumbh, Swachh Aabhaar programme in Prayagraj.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.