ETV Bharat / state

Panchayat Elections 2023: রাজ্যপাল ফিরতেই বাসন্তীতে গুলি, ফের জখম তৃণমূল কর্মী; অভিযুক্ত বিজেপি - ফের জখম তৃণমূল কর্মী

8 জুলাই পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনা ঘটেই চলেছে ৷ রাজ্যপাল এই জায়গাগুলি পরিদর্শনে গিয়েছিলেন ৷ বাসন্তী তার মধ্যে অন্যতম ৷ গতকাল তিনি ফিরে এসেছেন ৷ তারপরই ফের গুলি চলল দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে ৷

ETV Bharat
পঞ্চায়েত নির্বাচন
author img

By

Published : Jul 4, 2023, 8:12 AM IST

Updated : Jul 4, 2023, 8:42 AM IST

বাসন্তী, 4 জুলাই: ফেল গুলি চলল দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে ৷ গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। সোমবার রাজ্যপাল সন্ত্রাস কবলিত বাসন্তী থেকে ফিরে যেতে না যেতেই গুলিযুদ্ধ বাসন্তীতে ৷ আহত তৃণমূল কর্মীর নাম খগেন খুটিয়া ৷ বয়স 55 বছর ৷ গুরুতর জখম অবস্থায় তৃণমূল কর্মীকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷

সোমবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর নফরগঞ্জ গ্রামপঞ্চায়েতের চৌরঙ্গির কাছে ৷ এই ঘটনায় তৃণমূল বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে ৷ স্থানীয় সূত্রে খবর, খগেন-সহ অন্য তৃণমূল কর্মীরা ওই এলাকায় ভোটের কাজ করছিলেন ৷ অভিযোগ, সেই সময় মোটর বাইকে চেপে দুষ্কৃতীরা এসে গুলি চালিয়ে চলে যায় ৷

পায়ে গুলি লাগে তৃণমূল কর্মী খগেন খুটিয়ার ৷ ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা ৷ খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে ৷ এই গুলি চালনার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ তবে তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷

এর আগে শনিবার, 1 জুলাই রাতে বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় জিয়ারুল মেল্লার ৷ তিনি এলাকায় যুব-তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন ৷ তবে এই খুনের সঙ্গে রাজনীতি জড়িত নয় বলে দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল ৷ এই ঘটনায় বিজেপিকে দায়ী করেনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ স্থানীয় জানা গিয়েছে, এক্ষেত্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন জিয়ারুল ৷

আরও পড়ুন: '48 ঘণ্টা সময়, এক ফোঁটা রক্ত যেন না ঝড়ে' কমিশনকে কড়াবার্তা

এরপর সোমবার অবস্থা নিজের চোখে খতিয়ে দেখতে বাসন্তীতে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর সঙ্গে দেখা করতে আসেন জিয়ারুল মোল্লার মেয়ে মনোয়ারা পিয়াদা ৷ রাজ্যপাল তাঁকে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন ৷ জিয়ারুল মোল্লার মেয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ৷ এরপর পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দেন ৷ তারপরও রক্ত ঝরল বাসন্তীতে ৷

বাসন্তী, 4 জুলাই: ফেল গুলি চলল দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে ৷ গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। সোমবার রাজ্যপাল সন্ত্রাস কবলিত বাসন্তী থেকে ফিরে যেতে না যেতেই গুলিযুদ্ধ বাসন্তীতে ৷ আহত তৃণমূল কর্মীর নাম খগেন খুটিয়া ৷ বয়স 55 বছর ৷ গুরুতর জখম অবস্থায় তৃণমূল কর্মীকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷

সোমবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর নফরগঞ্জ গ্রামপঞ্চায়েতের চৌরঙ্গির কাছে ৷ এই ঘটনায় তৃণমূল বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে ৷ স্থানীয় সূত্রে খবর, খগেন-সহ অন্য তৃণমূল কর্মীরা ওই এলাকায় ভোটের কাজ করছিলেন ৷ অভিযোগ, সেই সময় মোটর বাইকে চেপে দুষ্কৃতীরা এসে গুলি চালিয়ে চলে যায় ৷

পায়ে গুলি লাগে তৃণমূল কর্মী খগেন খুটিয়ার ৷ ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা ৷ খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে ৷ এই গুলি চালনার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ তবে তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷

এর আগে শনিবার, 1 জুলাই রাতে বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় জিয়ারুল মেল্লার ৷ তিনি এলাকায় যুব-তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন ৷ তবে এই খুনের সঙ্গে রাজনীতি জড়িত নয় বলে দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল ৷ এই ঘটনায় বিজেপিকে দায়ী করেনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ স্থানীয় জানা গিয়েছে, এক্ষেত্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন জিয়ারুল ৷

আরও পড়ুন: '48 ঘণ্টা সময়, এক ফোঁটা রক্ত যেন না ঝড়ে' কমিশনকে কড়াবার্তা

এরপর সোমবার অবস্থা নিজের চোখে খতিয়ে দেখতে বাসন্তীতে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর সঙ্গে দেখা করতে আসেন জিয়ারুল মোল্লার মেয়ে মনোয়ারা পিয়াদা ৷ রাজ্যপাল তাঁকে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন ৷ জিয়ারুল মোল্লার মেয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ৷ এরপর পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দেন ৷ তারপরও রক্ত ঝরল বাসন্তীতে ৷

Last Updated : Jul 4, 2023, 8:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.