ETV Bharat / state

Panchayat Election Results 2023: সোনারপুরে মোট ভোটারের চেয়ে দেড় গুন বেশি ভোট পেয়ে জয়ী তৃণমূল, আদালতের পথে বিজেপি

সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে ৷ দক্ষিণ 24 পরগনার সোনারপুর ব্লকের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের দু’টি বুথে তৃণমূল মোট ভোটের চেয়ে দেড় গুন বেশি ভোট পেয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে আদালতে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি ৷

TMC
TMC
author img

By

Published : Jul 18, 2023, 12:45 PM IST

Updated : Jul 18, 2023, 5:46 PM IST

সোনারপুরে মোট ভোটারের চেয়ে দেড় গুন বেশি ভোট পেয়ে জয়ী তৃণমূল

সোনারপুর, 18 জুলাই: আজব ভোটের সাক্ষী দক্ষিণ 24 পরগনার সোনারপুর ব্লকের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ ৷ অভিযোগ, সেখানে মোট যা ভোটার, তার থেকে দেড় গুন বেশি ভোট পেয়ে জিতেছেন তৃণমূলের দুই প্রার্থী । ফলে এই নিয়ে কারচুপির অভিযোগ তুলেছে বিজেপি ৷ তারা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বলে খবর ৷

বিজেপির অভিযোগ, প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের একের পর এক বুথের ব্যালট পেপারের হিসাব মিলছে না ৷ 201এ ও 201বি এই দু’টি বুথের দু’জন বিজেপি প্রার্থীর প্রশ্ন, বুথের যা মোট ভোটার তার চেয়ে প্রায় দেড় গুনের মতো ভোট কীভাবে বেশি পেয়ে জিতে গেল শাসকদলের প্রার্থী ? তাই ওই বুথে পুনরায় ভোটের দাবি নিয়ে হাইকোর্টে মামলা করতে চলেছেন তাঁরা । তাঁদের অভিযোগ, তাঁরা প্রথম জিতে গিয়েছিলেন । পরে তাঁদের মারধর করে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল । পরে ঘোষণা করল, ওই দু’টি বুথে তৃণমূল প্রার্থী বিজয়ী ।

বিজেপি প্রার্থী আলোমতি হালদার (সরদার) জানান, তাঁর বুথের ভোটার সংখ্যা হল 740, ভোট পড়েছে 606, সেখানে ওয়েবসাইটে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী 1086 ভোট পেয়ে জিতে গিয়েছেন । অন্যদিকে 201বি বুথের বিজেপির প্রার্থী অষ্টমকুমার নস্কর জানান, তাঁর বুথের ভোটার 720, ভোট পড়েছে 614 ৷ সেখানে তৃণমূল প্রার্থী 1084 ভোট পেয়ে জিতে গিয়েছে ।

আরও পড়ুন: বিজেপি প্রার্থীর পুকুরে বিষ, ভেসে উঠল মরা মাছ ! কাঠগড়ায় তৃণমূল

এই দুই প্রার্থীর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বাইরে থেকে ব্যালট পেপারে ছাপ মেরে ব্যালট বক্সে দিয়ে তৃণমূল প্রার্থীকে জিতিয়েছে । তাই তাঁরা আদালতের শরণাপন্ন হবেন নতুন করে ভোটের দাবি নিয়ে । এই বিষয়ে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছে ৷

সোনারপুরে মোট ভোটারের চেয়ে দেড় গুন বেশি ভোট পেয়ে জয়ী তৃণমূল

সোনারপুর, 18 জুলাই: আজব ভোটের সাক্ষী দক্ষিণ 24 পরগনার সোনারপুর ব্লকের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ ৷ অভিযোগ, সেখানে মোট যা ভোটার, তার থেকে দেড় গুন বেশি ভোট পেয়ে জিতেছেন তৃণমূলের দুই প্রার্থী । ফলে এই নিয়ে কারচুপির অভিযোগ তুলেছে বিজেপি ৷ তারা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বলে খবর ৷

বিজেপির অভিযোগ, প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের একের পর এক বুথের ব্যালট পেপারের হিসাব মিলছে না ৷ 201এ ও 201বি এই দু’টি বুথের দু’জন বিজেপি প্রার্থীর প্রশ্ন, বুথের যা মোট ভোটার তার চেয়ে প্রায় দেড় গুনের মতো ভোট কীভাবে বেশি পেয়ে জিতে গেল শাসকদলের প্রার্থী ? তাই ওই বুথে পুনরায় ভোটের দাবি নিয়ে হাইকোর্টে মামলা করতে চলেছেন তাঁরা । তাঁদের অভিযোগ, তাঁরা প্রথম জিতে গিয়েছিলেন । পরে তাঁদের মারধর করে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল । পরে ঘোষণা করল, ওই দু’টি বুথে তৃণমূল প্রার্থী বিজয়ী ।

বিজেপি প্রার্থী আলোমতি হালদার (সরদার) জানান, তাঁর বুথের ভোটার সংখ্যা হল 740, ভোট পড়েছে 606, সেখানে ওয়েবসাইটে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী 1086 ভোট পেয়ে জিতে গিয়েছেন । অন্যদিকে 201বি বুথের বিজেপির প্রার্থী অষ্টমকুমার নস্কর জানান, তাঁর বুথের ভোটার 720, ভোট পড়েছে 614 ৷ সেখানে তৃণমূল প্রার্থী 1084 ভোট পেয়ে জিতে গিয়েছে ।

আরও পড়ুন: বিজেপি প্রার্থীর পুকুরে বিষ, ভেসে উঠল মরা মাছ ! কাঠগড়ায় তৃণমূল

এই দুই প্রার্থীর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বাইরে থেকে ব্যালট পেপারে ছাপ মেরে ব্যালট বক্সে দিয়ে তৃণমূল প্রার্থীকে জিতিয়েছে । তাই তাঁরা আদালতের শরণাপন্ন হবেন নতুন করে ভোটের দাবি নিয়ে । এই বিষয়ে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছে ৷

Last Updated : Jul 18, 2023, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.