ETV Bharat / state

Panchayat Elections 2023: বুধাখালিতে বিদায়ী উপ-প্রধান তৃণমূল ছেড়ে সিপিএমের প্রার্থী

2018 সালের পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী হিসেবে জেতেন বুধাখালির সোনা দোলুই ৷ পরে তিনি উপ-প্রধান হন ৷ কিন্তু এবার তাঁকে প্রার্থী করা হয়নি ৷ তাই সিপিএমের হয়ে লড়ছেন তিনি ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jun 30, 2023, 3:20 PM IST

Updated : Jun 30, 2023, 5:41 PM IST

বুধাখালিতে বিদায়ী উপ-প্রধান তৃণমূল ছেড়ে সিপিএমের প্রার্থী

নামখানা, 30 জুন: টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেসের অনেককেই নির্দল প্রার্থী হতে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় ৷ অনেকে আবার অন্য দলের প্রার্থী হয়েছেন ৷ তেমনই একজন সোনা দোলুই ৷ তাঁকে এতদিন দক্ষিণ 24 পরগনার বুধাখালির বাসিন্দারা তৃণমূল নেতা হিসেবেই চিনতেন ৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েতে গত পাঁচ বছর উপ-প্রধানের দায়িত্বও সামলেছেন ৷ কিন্তু এবার তিনি প্রার্থী হয়েছেন সিপিএমের হয়ে ৷ ফলে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে স্থানীয় স্তরে ৷ যদিও তৃণমূল বিষয়টি নিয়ে যে চিন্তিত নয় ৷ এই দলবদল ওই এলাকার ভোটে কোনও প্রভাব ফেলতে পারবে না বলেই দাবি শাসক দলের ৷

দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার বুধাখালি গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপ-প্রধান সোনা দোলুই ৷ 2018 সালের পঞ্চায়েত ভোটে স্থানীয় 222 নম্বর বুথ থেকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে লড়েন ৷ 334 ভোটে জয়ী হন ৷ তার পর তাঁকে বুধাখালি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান করা হয় ৷ তবে 2013 সালেও ভোটে লড়েছিলেন তিনি ৷ কিন্তু জিততে পারেননি ৷

আরও পড়ুন: ভাঙড় কাণ্ডে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল পুত্র, খোঁচা নওশাদের

সোনা দোলুইয়ের অভিযোগ, 2020 সালে আমফান ঝড় হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন । সেই টাকা বণ্টনের জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে তালিকাও তৈরি করা হয় । সেই তালিকায় দেখা যায় ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম না দিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার বাড়ির সদস্যদের নাম দেওয়া হয়েছে ৷ অথচ তাঁরা ক্ষতিগ্রস্তই নন । তারই প্রতিবাদ করেছিলেন তিনি ।

সেই নিয়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয় ৷ যা ক্রমশ বাড়তে থাকে সময়ের সঙ্গে সঙ্গে ৷ সোনা দোলুইয়ের অভিযোগ, এই প্রতিবাদ করার জন্যই তৃণমূল নেতৃত্ব পঞ্চায়েত থেকে বের করে দেন তাঁকে । তাঁকে জানিয়ে দেওয়া হয় যে তাঁকে দিয়ে রাজনীতি সম্ভব নয় ।

স্বাভাবিকভাবে তিনি যে এবার টিকিট পাবেন না, তা স্পষ্টই ছিল ৷ সেটাই হয়েছে ৷ তাই দলবদলে সিপিএমের প্রার্থী হয়েছেন সোনা দোলুই ৷ বাড়ি বাড়ি গিয়ে প্রচারও সারছেন । মানুষের সাড়া মিলছে বলেও দাবি তাঁর । একই সঙ্গে তিনি আরও দাবি করেছেন, ওই গ্রাম পঞ্চায়েতে উন্নয়নমূলক কোনও কাজ করতে দেওয়া হয়নি তাঁকে । তাই এবারের ভোটে তিনি দাঁড়িয়েছেন মানুষের ইচ্ছাতেই ৷

আরও পড়ুন: তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, অভিযোগ আরএসপি কর্মীদের বিরুদ্ধে

বুধাখালি গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তৃণমূলের বাণেশ্বর দাস ৷ তিনি সরাসরি নিশানা করেছেন সোনা দোলুইয়ের বিরুদ্ধে ৷ তাঁর দাবি, বুধাখালি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান হিসেবে প্রাপ্য ভাতা নিচ্ছেন সোনা দোলুই ৷ তৃণমূল কংগ্রেসের কোনও কোনও সভায় তিনি উপস্থিতও থাকছেন ৷ তিনি সোনা দোলুইকে পঞ্চায়েত থেকে বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, এগুলো সব মিথ্যে কথা ৷ উনি সিপিএম পার্টি করতে গিয়েছেন শুধু লোভের আশায় ৷

বুধাখালিতে বিদায়ী উপ-প্রধান তৃণমূল ছেড়ে সিপিএমের প্রার্থী

নামখানা, 30 জুন: টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেসের অনেককেই নির্দল প্রার্থী হতে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় ৷ অনেকে আবার অন্য দলের প্রার্থী হয়েছেন ৷ তেমনই একজন সোনা দোলুই ৷ তাঁকে এতদিন দক্ষিণ 24 পরগনার বুধাখালির বাসিন্দারা তৃণমূল নেতা হিসেবেই চিনতেন ৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েতে গত পাঁচ বছর উপ-প্রধানের দায়িত্বও সামলেছেন ৷ কিন্তু এবার তিনি প্রার্থী হয়েছেন সিপিএমের হয়ে ৷ ফলে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে স্থানীয় স্তরে ৷ যদিও তৃণমূল বিষয়টি নিয়ে যে চিন্তিত নয় ৷ এই দলবদল ওই এলাকার ভোটে কোনও প্রভাব ফেলতে পারবে না বলেই দাবি শাসক দলের ৷

দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার বুধাখালি গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপ-প্রধান সোনা দোলুই ৷ 2018 সালের পঞ্চায়েত ভোটে স্থানীয় 222 নম্বর বুথ থেকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে লড়েন ৷ 334 ভোটে জয়ী হন ৷ তার পর তাঁকে বুধাখালি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান করা হয় ৷ তবে 2013 সালেও ভোটে লড়েছিলেন তিনি ৷ কিন্তু জিততে পারেননি ৷

আরও পড়ুন: ভাঙড় কাণ্ডে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল পুত্র, খোঁচা নওশাদের

সোনা দোলুইয়ের অভিযোগ, 2020 সালে আমফান ঝড় হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন । সেই টাকা বণ্টনের জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে তালিকাও তৈরি করা হয় । সেই তালিকায় দেখা যায় ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম না দিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার বাড়ির সদস্যদের নাম দেওয়া হয়েছে ৷ অথচ তাঁরা ক্ষতিগ্রস্তই নন । তারই প্রতিবাদ করেছিলেন তিনি ।

সেই নিয়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয় ৷ যা ক্রমশ বাড়তে থাকে সময়ের সঙ্গে সঙ্গে ৷ সোনা দোলুইয়ের অভিযোগ, এই প্রতিবাদ করার জন্যই তৃণমূল নেতৃত্ব পঞ্চায়েত থেকে বের করে দেন তাঁকে । তাঁকে জানিয়ে দেওয়া হয় যে তাঁকে দিয়ে রাজনীতি সম্ভব নয় ।

স্বাভাবিকভাবে তিনি যে এবার টিকিট পাবেন না, তা স্পষ্টই ছিল ৷ সেটাই হয়েছে ৷ তাই দলবদলে সিপিএমের প্রার্থী হয়েছেন সোনা দোলুই ৷ বাড়ি বাড়ি গিয়ে প্রচারও সারছেন । মানুষের সাড়া মিলছে বলেও দাবি তাঁর । একই সঙ্গে তিনি আরও দাবি করেছেন, ওই গ্রাম পঞ্চায়েতে উন্নয়নমূলক কোনও কাজ করতে দেওয়া হয়নি তাঁকে । তাই এবারের ভোটে তিনি দাঁড়িয়েছেন মানুষের ইচ্ছাতেই ৷

আরও পড়ুন: তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, অভিযোগ আরএসপি কর্মীদের বিরুদ্ধে

বুধাখালি গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তৃণমূলের বাণেশ্বর দাস ৷ তিনি সরাসরি নিশানা করেছেন সোনা দোলুইয়ের বিরুদ্ধে ৷ তাঁর দাবি, বুধাখালি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান হিসেবে প্রাপ্য ভাতা নিচ্ছেন সোনা দোলুই ৷ তৃণমূল কংগ্রেসের কোনও কোনও সভায় তিনি উপস্থিতও থাকছেন ৷ তিনি সোনা দোলুইকে পঞ্চায়েত থেকে বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, এগুলো সব মিথ্যে কথা ৷ উনি সিপিএম পার্টি করতে গিয়েছেন শুধু লোভের আশায় ৷

Last Updated : Jun 30, 2023, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.