কলকাতা, 17 মে : সকালবেলা বাজার করতে বেরিয়ে গুলিবিদ্ধ হলেন তৃণমূল যুব নেতা ৷ বজবজ বিধানসভার অন্তর্গত নোদাখালি থানার ডোঙারিয়া মোড়ের কাছে তৃণমূল যুব নেতা কৃষ্ণপদ মণ্ডল গুলিবিদ্ধ হন । তৃণমূলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতী গুলি চালিয়েছে ৷ বিজেপির বক্তব্য, ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে ৷
এদিন সকাল 6টা 20 নাগাদ তৃণমূল নেতা কৃষ্ণপদ মণ্ডল রোজকার মতো ডোঙারিয়া মোড়ের বাজারে এসেছিলেন । সিসিটিভি ফুটেজ অনুযায়ী, এক যুবক আচমকা কৃষ্ণপদ মণ্ডলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় ৷ গুলি তৃণমূল নেতার পিঠের ডান দিকে লাগে । এরপরই পালিয়ে যায় ওই যুবক ৷ সিসিটিভিতে গোটা ঘটনা ধর পড়লেও ওই যুবককে এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি ।
আরও পড়ুন: উস্তিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর, অভিযুক্ত শাসকদলের অন্য গোষ্ঠী
গুলিবিদ্ধ কৃষ্ণপদকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । তদন্তে নেমেছে নোদাখালি থানার পুলিশ । তৃণমূলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতী হামলা চালিয়েছে কৃষ্ণপদর মণ্ডলের উপর । বিজেপির বক্তব্য, আসলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ।