ETV Bharat / state

TMC Leader Accused of Rape: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অভিযোগ দায়ের তৃণমূল নেতার বিরুদ্ধে - বারুইপুর পুলিশ জেলার

কাঁথির পর এবার ভাঙড়। এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা দীননাথের বিরুদ্ধে। শুধু তাই নয় আরও অভিযোগ, নির্যাতিতাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন ওই শাসক নেতা (Rape Case in Bhangar) ৷

TMC Leader Accused
অভিযুক্ত তৃণমূল নেতা
author img

By

Published : Feb 27, 2023, 11:03 AM IST

Updated : Feb 27, 2023, 12:33 PM IST

শাসক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ভাঙড়ে

ভাঙড়, 27 ফেব্রুয়ারি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল ভাঙড়ের তৃণমূল নেতার বিরুদ্ধে (TMC Leader Accused in Rape Case) । এমনকী নির্যাতিতার দাবি, বিয়ের কথা বললে প্রাণে মেরে ফেলার হুঁশিয়ারিও দিয়েছেন ওই নেতা ৷ রবিবার ওই তৃণমূল নেতা তথা দীননাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তিনি। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, কর্মসূত্রে দীর্ঘদিন ধরে ভাঙড়ে থাকেন ওই মহিলা। কাজের সূত্রেই তৃণমূল নেতার সঙ্গে তাঁর পরিচয়। মহিলার দাবি, তৃণমূল নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁরা বিয়েও করবেন ঠিক করেছিলেন। কিন্তু বিভিন্ন হোটেলে একাধিকবার তাঁর ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন 'প্রেমিক' তথা ওই তৃণমূল নেতা ৷ এখন বিয়ে করতে বলায় বেঁকে বসেছেন। বর্তমানে বিয়ের কথা বললে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।"

আরও পড়ুন: তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের কাঁথি থানায়

মহিলার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় ধর্ষণ, 417 ধারায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, 506 ধারায় প্রাণে মেরে দেওয়ার হুমকির মামলা রুজু করেছে পুলিশ (FIR Filed Against TMC Leader)। এর পরপরই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এর কোনও মানে নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই অভিযোগ করা হচ্ছে । এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, পুলিশ তদন্ত করুক। আমার এর চেয়ে বেশি আর কিছু বলার নেই।" প্রসঙ্গত, কাঁথির যুব তৃণমূল নেতা শুভদীপ গিরির বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল আগে। এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বেশ কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকার পর আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেন শুভদীপ।

শাসক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ভাঙড়ে

ভাঙড়, 27 ফেব্রুয়ারি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল ভাঙড়ের তৃণমূল নেতার বিরুদ্ধে (TMC Leader Accused in Rape Case) । এমনকী নির্যাতিতার দাবি, বিয়ের কথা বললে প্রাণে মেরে ফেলার হুঁশিয়ারিও দিয়েছেন ওই নেতা ৷ রবিবার ওই তৃণমূল নেতা তথা দীননাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তিনি। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, কর্মসূত্রে দীর্ঘদিন ধরে ভাঙড়ে থাকেন ওই মহিলা। কাজের সূত্রেই তৃণমূল নেতার সঙ্গে তাঁর পরিচয়। মহিলার দাবি, তৃণমূল নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁরা বিয়েও করবেন ঠিক করেছিলেন। কিন্তু বিভিন্ন হোটেলে একাধিকবার তাঁর ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন 'প্রেমিক' তথা ওই তৃণমূল নেতা ৷ এখন বিয়ে করতে বলায় বেঁকে বসেছেন। বর্তমানে বিয়ের কথা বললে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।"

আরও পড়ুন: তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের কাঁথি থানায়

মহিলার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় ধর্ষণ, 417 ধারায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, 506 ধারায় প্রাণে মেরে দেওয়ার হুমকির মামলা রুজু করেছে পুলিশ (FIR Filed Against TMC Leader)। এর পরপরই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এর কোনও মানে নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই অভিযোগ করা হচ্ছে । এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, পুলিশ তদন্ত করুক। আমার এর চেয়ে বেশি আর কিছু বলার নেই।" প্রসঙ্গত, কাঁথির যুব তৃণমূল নেতা শুভদীপ গিরির বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল আগে। এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বেশ কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকার পর আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেন শুভদীপ।

Last Updated : Feb 27, 2023, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.