ভাঙড়, 15 অগস্ট : স্বাধীনতা দিবসেও বাদ গেল না আইএসএফ (ISF) তৃণমূল কংগ্রেসের (TMC) সংঘর্ষ । ভাঙড়ে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পতাকা, ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে বিরোধ তৈরি হয় দুই দলের মধ্যে ৷ এই ঘটনায় দু'পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন । উত্তেজনা ছড়ায় এলাকায় । ভাঙড় থানা পুলিশ পিকেটিং বসিয়েছে । ঘটনায় তৃণমূল ও আইএসএফ দুই দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে ।
হাসপাতালে ভর্তি তৃণমূল কংগ্রেস কর্মী নিজামউদ্দিন খান জানান, সকাল থেকে তাঁরা স্বাধীনতা দিবসের পতাকা, ফেস্টুন ইত্যাদি লাগাচ্ছিলেন ৷ এমন সময় আইএসএফ-এর কর্মীরা তাঁদের পাশে একই কাজ করতে শুরু করেন ৷ তাঁদের একটু দূরে সরে গিয়ে পতাকা লাগানোর কথা বলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ৷ আইএসএফ-এর কর্মীরা এই কথায় কান না দিয়ে কাজ চালিয়ে যান ৷ তখন তৃণমূলের কর্মীরা ফিরে চলে আসার সময় হঠাৎ আইএসএফ-এর সাবির নামের একটি ছেলে হাতুড়ি নিয়ে এসে পিছন থেকে অতর্কিতে হামলা চালায় ৷ আরেকজন বন্দুকের বাঁট দিয়ে, রড, শাবল দিয়ে মারধর করে ৷ তাঁর দাবি, সরিবুল হাসানের নেতৃত্বে আইএসএফ-এর একশো থেকে দেড়শো কর্মী হামলা চালায় ৷
আরও পড়ুন : Bomb Suspicion : নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে লাল কাপড়ে মোড়া বস্তু ঘিরে বোমাতঙ্ক
অন্য দিকে ভাঙড় বিধানসভা কেন্দ্রের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির অভিযোগ, নলমুড়িতে পতাকা উত্তোলনের জায়গা প্রস্তুত করছিল আইএসএফ কর্মীরা ৷ সেই সময় তৃণমূল কংগ্রেসের কাইজার আহমেদের নেতৃত্বে তৃণমূলের প্রধান, দুষ্কৃতীদের নিয়ে এসে আইএসএফ-এর উপর হামলা চালায় ৷ 4 জন আইএসএফ কর্মী আহত হয়েছেন ৷ তাঁর দাবি, হাসপাতালে যেতে পারছেন না আহত কর্মীরা, কারণ তৃণমূলের দুষ্কৃতীরা হাসপাতালের সামনে ঘিরে রেখে দিয়েছে ৷ প্রশাসনের পক্ষ থেকেও বিধায়ককে কোথাও যেতে নিষেধ করা হয়েছিল ৷ এমন সময় নওশাদ খবর পান, জাগলগাছিতে আইএসএফ-এর পতাকা উত্তোলনের জায়গায় ভাঙড় কলেজ থেকে তৃণমূলের ছাত্ররা এসে তাঁর কর্মীদের তাড়িয়ে দিয়েছে ৷ সেখানে তারা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জী জিন্দাবাদ বলে পতাকা উত্তোলন করে চলে যায় ৷
নওসাদ সিদ্দিকির অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা কাইজার আহমেদ দাবি করেন, নলমুড়িতে অতর্কিতে আইএসএফ-এর কর্মীরা তৃণমূলের ছেলেদের আক্রমণ করে । ঘটনায় তৃণমূলের বেশ কয়েকজন আহত হয়েছেন । তাঁরা অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন । যদি গ্রেফতার না করা হয়, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন । স্বাধীনতা দিবসের নাম করে নওসাদ সিদ্দিকি এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা কাইজার আহমেদ।