ETV Bharat / state

বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম 4 - বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ৷ জখম দু'পক্ষের চারজন ৷ ঘটনাটি বাসন্তী থানার চুনাখালি গ্রাম পঞ্চায়েতের কোটরাখালি এলাকার । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
author img

By

Published : Sep 5, 2019, 5:06 AM IST

বাসন্তী, 5 সেপ্টেম্বর : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী । জখম দু'পক্ষের চারজন । তাঁদের মধ্যে তিনজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয় । ঘটনাটি বাসন্তী থানার চুনাখালি গ্রাম পঞ্চায়েতের কোটরাখালি এলাকার । খবর পেয়ে প্রথমে বাসন্তী থানার বিশাল পুলিশ ঘটনাস্থানে যায় । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে SDPO ক্যানিং দেবীদয়াল কুণ্ডু ঘটনাস্থানে যান । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নতুন কিছু নয় । গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করের অনুগামীদের সঙ্গে যুব তৃণমূল কর্মীদের প্রায়শই সংঘাত হয় । যদিও বিধায়ক তাতে আমল দিতে নারাজ । এবারও তিনি গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ মানতেই চাননি ।

যুব তৃণমূল কর্মীদের বক্তব্য, গতকাল গ্রামের পাঁচ যুবক বাইকে করে ক্যানিংয়ের দিকে যাচ্ছিলেন । তাঁরাও যুব কর্মী । কোটরাখালির কাছে তাঁদের পথ আটকায় জয়ন্ত নস্করের লোকজন । লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় । গুরুতর জখম অবস্থায় তিনজনকে ক্যানিং হাসপাতালে পাঠানো হয় । এর মধ্যে কুতুবুদ্দিন খানের অবস্থা আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।

ঘটনা প্রসঙ্গে বিধায়ক বলেন, "কয়েকজন দুষ্কৃতী যুব তৃণমূলের নাম করে এলাকায় কর্মী, সমর্থকদের ভয় দেখাচ্ছিল । তা নিয়ে দু'পক্ষের ঝামেলা হয়েছে । পুলিশকে বলেছি, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে ।"

বিধায়ক যুব তৃণমূলের বিরুদ্ধে দোষ চাপালেও গ্রামবাসীরা মানতে নারাজ । পারুল খান নামে এক মহিলার বক্তব্য, "সব ঘটনার মূলে জয়ন্ত নস্কর । ওঁর অনুগামীরাই যুব কর্মীদের মেরেছে । সবাইকে ভয় দেখাচ্ছে । এরকমই করে । আমরা আতঙ্কে ভুগছি । জানি না এরপর কী হবে ।"

এই ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে । অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

বাসন্তী, 5 সেপ্টেম্বর : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী । জখম দু'পক্ষের চারজন । তাঁদের মধ্যে তিনজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয় । ঘটনাটি বাসন্তী থানার চুনাখালি গ্রাম পঞ্চায়েতের কোটরাখালি এলাকার । খবর পেয়ে প্রথমে বাসন্তী থানার বিশাল পুলিশ ঘটনাস্থানে যায় । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে SDPO ক্যানিং দেবীদয়াল কুণ্ডু ঘটনাস্থানে যান । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নতুন কিছু নয় । গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করের অনুগামীদের সঙ্গে যুব তৃণমূল কর্মীদের প্রায়শই সংঘাত হয় । যদিও বিধায়ক তাতে আমল দিতে নারাজ । এবারও তিনি গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ মানতেই চাননি ।

যুব তৃণমূল কর্মীদের বক্তব্য, গতকাল গ্রামের পাঁচ যুবক বাইকে করে ক্যানিংয়ের দিকে যাচ্ছিলেন । তাঁরাও যুব কর্মী । কোটরাখালির কাছে তাঁদের পথ আটকায় জয়ন্ত নস্করের লোকজন । লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় । গুরুতর জখম অবস্থায় তিনজনকে ক্যানিং হাসপাতালে পাঠানো হয় । এর মধ্যে কুতুবুদ্দিন খানের অবস্থা আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।

ঘটনা প্রসঙ্গে বিধায়ক বলেন, "কয়েকজন দুষ্কৃতী যুব তৃণমূলের নাম করে এলাকায় কর্মী, সমর্থকদের ভয় দেখাচ্ছিল । তা নিয়ে দু'পক্ষের ঝামেলা হয়েছে । পুলিশকে বলেছি, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে ।"

বিধায়ক যুব তৃণমূলের বিরুদ্ধে দোষ চাপালেও গ্রামবাসীরা মানতে নারাজ । পারুল খান নামে এক মহিলার বক্তব্য, "সব ঘটনার মূলে জয়ন্ত নস্কর । ওঁর অনুগামীরাই যুব কর্মীদের মেরেছে । সবাইকে ভয় দেখাচ্ছে । এরকমই করে । আমরা আতঙ্কে ভুগছি । জানি না এরপর কী হবে ।"

এই ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে । অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Intro:তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে ফের উত্তপ্ত বাসন্তী। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার চুনাখালী গ্রাম পঞ্চায়েত এলাকার কোটরাখালী এলাকার ঘটনা। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত উভয় পক্ষের মোট চার জন। আহত দের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে প্রথমে বাসন্তী থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলডিপিও ক্যানিং দেবী দয়াল কুন্ডু ঘটনা স্থলে আসে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট চলছে। Body:যুব তৃণমূল কর্মীদের দাবি আজ সকালে পাঁচ যুব সমর্থক বাইকে করে ক্যানিং এর দিকে আসছিল। সেই সময় বিধায়ক জয়ন্ত নস্কর এর অনুগামীরা যুব কর্মীদের পথ আটকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহত অবস্থায় আহত তিন যুব সমর্থক কে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। তাদের মধ্যে কুতুবউদ্দিন খানের আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বিধায়ক জয়ন্ত নস্কর গন্ডগোল এর কথা স্বীকার করে নিয়ে দাবি করেন কিছু দুষ্কৃতী যুব নাম করে এলাকায় তাঁদের সমর্থক দের ভয় দেখাচ্ছিল সেই নিয়ে দুই পক্ষের মধ্যে একটু ঝামেলা হয়। পুলিশ কে বলেছি এই ঘটনায় যাঁরা জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এই ঘটনার পরে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল দিচ্ছে।Conclusion:এই ঘটনায় পুলিশ উভয় পক্ষের মোট তিনজনকে গ্রেফতার করেছে। উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.