ETV Bharat / state

ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে জখম 10, পুলিশের লাঠিচার্জ

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড় । জখম হয় তৃণমূলের অঞ্চল সভাপতি সহ 10 । চরিশ্বর এলাকার ঘটনা ।

ঘটনাস্থানে পুলিশ
author img

By

Published : May 13, 2019, 5:02 AM IST

Updated : May 13, 2019, 6:37 AM IST

ভাঙড়, 13 মে : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড় । গতকাল যুব তৃণমূল ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় । ঘটনায় উভয়পক্ষের প্রায় 10 জন জখম হয় । কলকাতা লেদার কমপ্লেক্স থানার চরিশ্বর এলাকার ঘটনা ।

চরিশ্বর এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের । সেই বিবাদ মেটানোর লক্ষ্যে গত শনিবার একটি বৈঠক ডাকেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম, ওহিদুল ইসলাম, নান্নু হোসেনরা। দুই গোষ্ঠীর কর্মী-সমর্থকদের একসঙ্গে বসিয়ে বিবাদ মেটানোর চেষ্টা করেন তাঁরা । কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় । উভয়পক্ষের কর্মী-সমর্থকরা চেয়ার ছোড়াছুড়ি করতে শুরু করে । একে অপরের উপর চড়াও হয় । ফলে বৈঠক ভেস্তে যায় । তারপর থেকেই এলাকা উত্তপ্ত হতে শুরু করে । গতকাল সকালে তা চরম আকার ধারণ করে ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল সকাল থেকে দফায় দফায় যুব তৃণমূল ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় । দু'পক্ষই একে অপরের উপর হামলা চালায় । জখম হন এলাকার যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কামরুল ঘরামি । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে ।

জখমদের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় । দুপক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ ।

ভাঙড়, 13 মে : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড় । গতকাল যুব তৃণমূল ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় । ঘটনায় উভয়পক্ষের প্রায় 10 জন জখম হয় । কলকাতা লেদার কমপ্লেক্স থানার চরিশ্বর এলাকার ঘটনা ।

চরিশ্বর এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের । সেই বিবাদ মেটানোর লক্ষ্যে গত শনিবার একটি বৈঠক ডাকেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম, ওহিদুল ইসলাম, নান্নু হোসেনরা। দুই গোষ্ঠীর কর্মী-সমর্থকদের একসঙ্গে বসিয়ে বিবাদ মেটানোর চেষ্টা করেন তাঁরা । কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় । উভয়পক্ষের কর্মী-সমর্থকরা চেয়ার ছোড়াছুড়ি করতে শুরু করে । একে অপরের উপর চড়াও হয় । ফলে বৈঠক ভেস্তে যায় । তারপর থেকেই এলাকা উত্তপ্ত হতে শুরু করে । গতকাল সকালে তা চরম আকার ধারণ করে ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল সকাল থেকে দফায় দফায় যুব তৃণমূল ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় । দু'পক্ষই একে অপরের উপর হামলা চালায় । জখম হন এলাকার যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কামরুল ঘরামি । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে ।

জখমদের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় । দুপক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ ।

Intro:তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙর। যুব তৃণমূল এবং মূল তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এই ঘটনায় উভয়পক্ষের প্রায় দশ জন মতন আহত হয়েছে। ভাঙড়ের কলকাতা লেদার কমপ্লেক্স থানার চরিশ্বর এলাকার ঘটনা। Body:ঘটনার সূত্রপাত গত শনিবার। ঐদিন দুপুরে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম, ওহিদুল ইসলাম, নান্নু হোসেন সহ সবাই মিলে চরিশ্বর গ্রামে একটি মিটিং ডাকেন। সেখানে যুব এবং মূল তৃণমূল কর্মীদের এক করে দেওয়ার চেষ্টা করেন। সেই সভাতেই নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি করে সভা ভণ্ডুল করে দেয় উভয় পক্ষই। আরাবুলের সামনেই কার্যত ঘটে ছিল গোটা ঘটনাটি। সেই ঘটনার পর আজ সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়।Conclusion:যুব তৃণমূল কর্মী সমর্থকরা অভিযোগ করে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের ওপর হামলা চালিয়েছে বাঁশ লাঠি নিয়ে। তাদের বাড়িঘর ভাঙচুর করে বলে ও অভিযোগ। অন্যদিকে মূল তৃণমূল কর্মী সমর্থকরা পাল্টা অভিযোগ করেন যুব তৃণমূল কর্মী সমর্থকরা তাদের ওপর হামলা চালিয়েছে। বেধড়ক মারধর করেছে তাদেরকে। এই ঘটনায় উভয়পক্ষের মোট দশ জন আহত হয়েছে। খবর পেয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের সামনেই কার্যত উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে দাবি। এলাকায় ব্যাপক বোমাবাজি ও হয়। আহতদেরকে উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক মারধর করা হয়েছে স্থানীয় যুব তৃণমূল অঞ্চল সভাপতি কামরুল ঘরামিকে। তাকে আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ভোট বাক্সে কোন প্রভাব ফেলবে কিনা তা সময়ই বলবে। তবে এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে অস্বস্তিতে পড়েছে ভাঙড় তৃণমূল নেতৃত্ব।
Last Updated : May 13, 2019, 6:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.