ভাঙড়, 13 মে : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড় । গতকাল যুব তৃণমূল ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় । ঘটনায় উভয়পক্ষের প্রায় 10 জন জখম হয় । কলকাতা লেদার কমপ্লেক্স থানার চরিশ্বর এলাকার ঘটনা ।
চরিশ্বর এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের । সেই বিবাদ মেটানোর লক্ষ্যে গত শনিবার একটি বৈঠক ডাকেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম, ওহিদুল ইসলাম, নান্নু হোসেনরা। দুই গোষ্ঠীর কর্মী-সমর্থকদের একসঙ্গে বসিয়ে বিবাদ মেটানোর চেষ্টা করেন তাঁরা । কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় । উভয়পক্ষের কর্মী-সমর্থকরা চেয়ার ছোড়াছুড়ি করতে শুরু করে । একে অপরের উপর চড়াও হয় । ফলে বৈঠক ভেস্তে যায় । তারপর থেকেই এলাকা উত্তপ্ত হতে শুরু করে । গতকাল সকালে তা চরম আকার ধারণ করে ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল সকাল থেকে দফায় দফায় যুব তৃণমূল ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় । দু'পক্ষই একে অপরের উপর হামলা চালায় । জখম হন এলাকার যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কামরুল ঘরামি । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে ।
জখমদের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় । দুপক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ ।