কুলতলি, 22 মে : কুলতলিতে ভোট পরবর্তী হিংসা অব্যাহত । গতকাল BJP করার অপরাধে বাড়ি ভাঙচুর করা হয় একাধিক কর্মীর । এমন কী, বাড়ির মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি কুলতলি থানার মেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্যামনগর গ্রামের । ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ ।
তৃণমূলের ফতোয়া জারি ছিল শ্যামনগর গ্রামে । ভোট দিতে যাওয়া যাবে না স্থানীয় ভোটগ্রহণ কেন্দ্রে । কিন্তু সেই ফতোয়াকে উপেক্ষা করে ভোট দেন গ্রামবাসীরা । আর তাই ভোট শেষ হওয়ার পর থেকেই দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করতে থাকে । ঘরবাড়ি ভাঙচুর করা হয় । বাড়ির মহিলাদের ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের ।
এক গ্রামবাসী বলেন, "ওরা আমাদের বাড়িতে এসে ছেলেদের খুঁজছিল । কেউ নেই বলতেই বলে, তোদের ঘর ভাঙচুর করে চলে যাব । হুমকি দিয়ে বলে, রাতে এসে ধর্ষণ করে যাব । আমরা BJP করি বলে এই হামলা ।"
অন্য দিকে স্থানীয় তৃণমূল নেতা বলেন, "BJP-র অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । সবাই তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছে । তৃণমূলই জিতবে । কেউ কারোর বাড়িতে হামলা চালায়নি ।"