ETV Bharat / state

"ধর্ষণ করব", BJP কর্মীদের বাড়ি এসে হুমকি তৃণমূলের

BJP-কে সমর্থন করায় বাড়িতে হামলা করে তৃণমূলের গুন্ডাবাহিনী । রাতে এসে বাড়ির মহিলাদের ধর্ষণ করেও যাবে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা ।

আক্রান্ত BJP সমর্থকরা
author img

By

Published : May 22, 2019, 3:27 PM IST

Updated : May 22, 2019, 3:38 PM IST

কুলতলি, 22 মে : কুলতলিতে ভোট পরবর্তী হিংসা অব্যাহত । গতকাল BJP করার অপরাধে বাড়ি ভাঙচুর করা হয় একাধিক কর্মীর । এমন কী, বাড়ির মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি কুলতলি থানার মেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্যামনগর গ্রামের । ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ ।

তৃণমূলের ফতোয়া জারি ছিল শ্যামনগর গ্রামে । ভোট দিতে যাওয়া যাবে না স্থানীয় ভোটগ্রহণ কেন্দ্রে । কিন্তু সেই ফতোয়াকে উপেক্ষা করে ভোট দেন গ্রামবাসীরা । আর তাই ভোট শেষ হওয়ার পর থেকেই দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করতে থাকে । ঘরবাড়ি ভাঙচুর করা হয় । বাড়ির মহিলাদের ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

এক গ্রামবাসী বলেন, "ওরা আমাদের বাড়িতে এসে ছেলেদের খুঁজছিল । কেউ নেই বলতেই বলে, তোদের ঘর ভাঙচুর করে চলে যাব । হুমকি দিয়ে বলে, রাতে এসে ধর্ষণ করে যাব । আমরা BJP করি বলে এই হামলা ।"

অন্য দিকে স্থানীয় তৃণমূল নেতা বলেন, "BJP-র অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । সবাই তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছে । তৃণমূলই জিতবে । কেউ কারোর বাড়িতে হামলা চালায়নি ।"

কুলতলি, 22 মে : কুলতলিতে ভোট পরবর্তী হিংসা অব্যাহত । গতকাল BJP করার অপরাধে বাড়ি ভাঙচুর করা হয় একাধিক কর্মীর । এমন কী, বাড়ির মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি কুলতলি থানার মেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্যামনগর গ্রামের । ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ ।

তৃণমূলের ফতোয়া জারি ছিল শ্যামনগর গ্রামে । ভোট দিতে যাওয়া যাবে না স্থানীয় ভোটগ্রহণ কেন্দ্রে । কিন্তু সেই ফতোয়াকে উপেক্ষা করে ভোট দেন গ্রামবাসীরা । আর তাই ভোট শেষ হওয়ার পর থেকেই দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করতে থাকে । ঘরবাড়ি ভাঙচুর করা হয় । বাড়ির মহিলাদের ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

এক গ্রামবাসী বলেন, "ওরা আমাদের বাড়িতে এসে ছেলেদের খুঁজছিল । কেউ নেই বলতেই বলে, তোদের ঘর ভাঙচুর করে চলে যাব । হুমকি দিয়ে বলে, রাতে এসে ধর্ষণ করে যাব । আমরা BJP করি বলে এই হামলা ।"

অন্য দিকে স্থানীয় তৃণমূল নেতা বলেন, "BJP-র অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । সবাই তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছে । তৃণমূলই জিতবে । কেউ কারোর বাড়িতে হামলা চালায়নি ।"

Intro:দক্ষিণ ২৪ পরগনা :- ভোট পর্ব মিটে যাওয়ার দুদিন পরও হিংসা অব্যাহত গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে । বিজেপি করার অপরাধে আবারও ঘরছাড়া অন্তত দশটি পরিবার, এমনকি এবার বাড়ির মহিলাদের ধর্ষণের হুমকি দিল তৃণমূল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার মেরীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্যামনগর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে কুলতলি থানার পুলিশ মজুত রয়েছে।


শাসক দলের ফতোয়া জারি ছিল এই গ্রামে , ভোট দিতে যাওয়া যাবেনা স্থানীয় ভোটগ্রহণ কেন্দ্রে । অথচ সেই ফতোয়া কে উপেক্ষা করে জোটবদ্ধ ভাবে রবিবার ভোট উৎসবে সামিল হতে স্থানীয় ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছিল জয়নগর কেন্দ্রের কুলতলী ব্লকের মেরীগঞ্জ অঞ্চলের পূর্ব শ্যামনগর গ্রামের ভোটাররা। আর ভোট শেষে সেই ফতোয়া উপেক্ষা করার মাশুল গুনতে হচ্ছে ওই গ্রামের মানুষজনকে। ভোট শেষে হওয়ার পর থেকে দফায় দফায় দুষ্কৃতীরা এই এলাকায় মোবাবাজি করতে থাকে। বাড়ি বাড়ি গিয়ে শাসানো হচ্ছে। এমনকি বাড়ির মহিলাদের ধর্ষণ এর হুমকি ও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ এই সমস্ত গ্রামবাসীরা এলাকায় বিজেপি করেন ও এবারের ভোটে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন বলেই তাদের উপর হামলা হচ্ছে। বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন
Last Updated : May 22, 2019, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.