ETV Bharat / state

তৃণমূলকে ভোট দিয়ে মিলল বিরিয়ানি ! - loksabha

তৃণমূলকে ভোট দিলেই ভোটাররা পাচ্ছেন এক প্যাকেট বিরিয়ানি ।

বিরিয়ানির লাইনে ভোটাররা
author img

By

Published : May 19, 2019, 7:33 PM IST

Updated : May 19, 2019, 7:38 PM IST

জয়নগর, 19 মে : কয়েকটি হাঁড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি । সুগন্ধ ছড়িয়েছে চারিদিকে । তবে খাওয়ার সৌভাগ্য নেই সবার । বিরিয়ানি পেতে গেলে টিপতে হত EVM-র 3 নম্বর বোতাম । ভোট দিতে হবে তৃণমূলকে ! বিরোধীদের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার জন্যই নাকি এই ব্যবস্থা । ঘটনাটি জয়নগর লোকসভা কেন্দ্রের ঘুঁটিয়ারি শরিফ BM বিদ্যাপীঠের ।

ভোটারদের প্রভাবিত করার জন্য বাঁশরা অঞ্চলের পূর্তের সঞ্চালক সিরাজ দেওয়ানের বিরুদ্ধে অভিযোগ করেছে স্থানীয় BJP নেতৃত্ব । অভিযোগ অস্বীকার করলেও ETV ভারতের ক্যামেরায় ধরা পড়ল অন্য ছবি । ভোট দিয়ে বেরিয়ে বাড়ি না গিয়ে ভোটাররা লাইন দিচ্ছেন বিরিয়ানির প্যাকেট নেওয়ার লাইনে ।

ভোটারদের দেওয়া হচ্ছে বিরিয়ানি : দেখুন ভিডিয়ো

ভোটাররা বললেন, "তৃণমূলের তরফে বলা হয়েছে, ওদের ভোট দিলেই পাওয়া যাবে বিরিয়ানি । তাই আমরা তৃণমূলকে ভোট দিয়েছি ।" আবার কেউ কেউ বললেন, "বিরিয়ানি নেব বলে তৃণমূলে ভোট দিলাম ।"

জয়নগর, 19 মে : কয়েকটি হাঁড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি । সুগন্ধ ছড়িয়েছে চারিদিকে । তবে খাওয়ার সৌভাগ্য নেই সবার । বিরিয়ানি পেতে গেলে টিপতে হত EVM-র 3 নম্বর বোতাম । ভোট দিতে হবে তৃণমূলকে ! বিরোধীদের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার জন্যই নাকি এই ব্যবস্থা । ঘটনাটি জয়নগর লোকসভা কেন্দ্রের ঘুঁটিয়ারি শরিফ BM বিদ্যাপীঠের ।

ভোটারদের প্রভাবিত করার জন্য বাঁশরা অঞ্চলের পূর্তের সঞ্চালক সিরাজ দেওয়ানের বিরুদ্ধে অভিযোগ করেছে স্থানীয় BJP নেতৃত্ব । অভিযোগ অস্বীকার করলেও ETV ভারতের ক্যামেরায় ধরা পড়ল অন্য ছবি । ভোট দিয়ে বেরিয়ে বাড়ি না গিয়ে ভোটাররা লাইন দিচ্ছেন বিরিয়ানির প্যাকেট নেওয়ার লাইনে ।

ভোটারদের দেওয়া হচ্ছে বিরিয়ানি : দেখুন ভিডিয়ো

ভোটাররা বললেন, "তৃণমূলের তরফে বলা হয়েছে, ওদের ভোট দিলেই পাওয়া যাবে বিরিয়ানি । তাই আমরা তৃণমূলকে ভোট দিয়েছি ।" আবার কেউ কেউ বললেন, "বিরিয়ানি নেব বলে তৃণমূলে ভোট দিলাম ।"

Intro:বারুইপুরের জালনোট উদ্ধারের ঘটনায় গ্রেফতার এক। ধৃতের কাছে থেকে উদ্ধার প্রচুর জাল নোট।Body:গোপন সূত্রে খবর পেয়ে জাল নোট চক্রের মূল পান্ডা কে গ্রেপ্তার করল পুলিশ। বারুইপুর থানার চরণ বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং বারুইপুর থানার টিম যৌথভাবে এই জাল নোট পাচারকারীকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম সালামত গায়েন। তার বাড়ি মথুরাপুর থানা রানাঘাট গ্রামে। পুলিশ সূত্রে খবর সালামত জাল নোট পাচারের মূল পান্ডা ছিল। বিভিন্ন জায়গা থেকে জাল নোট নিয়ে এসে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিত। ইতিমধ্যে 80 হাজার টাকার জাল নোট বাজারে ছড়িয়েছে বলে স্বীকার করে নিয়েছে সে। পুলিশ তার কাছে থেকে 2000 টাকার মোট 159 টি জাল নোট 500 টাকার দুটি জাল নোট 100 টাকার 20 টি নোট এবং 50 টাকার 6 টি জাল নোট উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর ধৃত বেক্তি একজনকে জালনোট দেবে বলে চরণের ওই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে আরো জানা যায় 1 লক্ষ টাকার জাল নোট দিলে নগদ 50 হাজার টাকা পেত সে। ধৃত কে আগামী কাল বারুইপুর মহকুমা আদালতে তুলবে পুলিশ।Conclusion:এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তারও তদন্ত শুরু করেছে পুলিশ।
Last Updated : May 19, 2019, 7:38 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.