ETV Bharat / state

TMC Leader Shot Dead: তৃণমূলের বুথ সভাপতিকে গুলি করে খুন, চাঞ্চল্য বিষ্ণুপুরে

ভরসন্ধ্যায় বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের ৷ কয়েক রাউন্ডের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার ৷

Etv Bharat
নিহত তৃণমূল নেতা
author img

By

Published : Feb 20, 2023, 7:35 AM IST

Updated : Feb 20, 2023, 7:47 AM IST

বুথ সভাপতিকে খুনের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য

বিষ্ণুপুর (দক্ষিণ 24 পরগনা), 20 ফেব্রুয়ারি: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের বুথ সভাপতিকে গুলি করে খুন (TMC Booth President Shot Dead)৷ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের দুর্গাবাটি বুথের সভাপতি সাধন মণ্ডলকে একেবারে সামনে থেকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ । এলাকার একটি চায়ের দোকানে রবিবার সন্ধ্যা নাগাদ বসেছিলেন সাধন । তখনই একটি বাইকে চেপে 2-3 জন দুষ্কৃতী আসে । বাইক থেকে নেমে সাধনকে লক্ষ্য করে 4-5 রাউন্ড গুলি চালানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা । এরপরই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বুথ সভাপতি ৷ স্থানীয় আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের 218 ও 219 নম্বর বুথের সভাপতি ছিলেন বছর চৌত্রিশের সাধন মণ্ডল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ ৷ সেখান থেকে রক্তের নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

নিহত বুথ সভাপতির ভাইপো শুভঙ্কর মণ্ডল বলেন, "রবিবার সন্ধ্য়ায আমার সঙ্গে বসে চায়ের দোকানে গল্প করছিলেন কাকা । হঠাৎ চায়ের দোকান থেকে 20 মিটার দূরে একটি বাইক দাঁড়ায় ৷ তাতে তিনজন ছিল ৷ এর মধ্যে দু'জনের মুখ রুমাল দিয়ে বাঁধা ছিল ৷ ওরাই কাকাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় ৷"

আন্ধারমানিক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টুকুমার সর্দারের কথায়,"প্রতিদিনই এই চায়ের দোকানে বসে চা খেত সাধন ৷ তবে রবিবারের এই ঘটনার পিছনে নিশ্চয় রাজনৈতিক কারণ আছে ৷ নাহলে পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ সভাপতিকে গুলি করে খুন করবে কেন ৷ তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয় ৷ দুষ্কৃতীদের দু'জনের মুখ বাঁধা ছিল ৷ যার মুখ খোলা ছিল তাকেও চেনা যায়নি ৷ আমরা সকলেই চাই পুলিশে দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিক ৷ আমরা তো ওকে আর ফিরে পাব না ৷"

আরও পড়ুন : কেতুগ্রামে তৃণমূল নেতাকে গুলি করে খুন

বুথ সভাপতিকে খুনের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য

বিষ্ণুপুর (দক্ষিণ 24 পরগনা), 20 ফেব্রুয়ারি: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের বুথ সভাপতিকে গুলি করে খুন (TMC Booth President Shot Dead)৷ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের দুর্গাবাটি বুথের সভাপতি সাধন মণ্ডলকে একেবারে সামনে থেকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ । এলাকার একটি চায়ের দোকানে রবিবার সন্ধ্যা নাগাদ বসেছিলেন সাধন । তখনই একটি বাইকে চেপে 2-3 জন দুষ্কৃতী আসে । বাইক থেকে নেমে সাধনকে লক্ষ্য করে 4-5 রাউন্ড গুলি চালানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা । এরপরই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বুথ সভাপতি ৷ স্থানীয় আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের 218 ও 219 নম্বর বুথের সভাপতি ছিলেন বছর চৌত্রিশের সাধন মণ্ডল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ ৷ সেখান থেকে রক্তের নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

নিহত বুথ সভাপতির ভাইপো শুভঙ্কর মণ্ডল বলেন, "রবিবার সন্ধ্য়ায আমার সঙ্গে বসে চায়ের দোকানে গল্প করছিলেন কাকা । হঠাৎ চায়ের দোকান থেকে 20 মিটার দূরে একটি বাইক দাঁড়ায় ৷ তাতে তিনজন ছিল ৷ এর মধ্যে দু'জনের মুখ রুমাল দিয়ে বাঁধা ছিল ৷ ওরাই কাকাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় ৷"

আন্ধারমানিক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টুকুমার সর্দারের কথায়,"প্রতিদিনই এই চায়ের দোকানে বসে চা খেত সাধন ৷ তবে রবিবারের এই ঘটনার পিছনে নিশ্চয় রাজনৈতিক কারণ আছে ৷ নাহলে পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ সভাপতিকে গুলি করে খুন করবে কেন ৷ তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয় ৷ দুষ্কৃতীদের দু'জনের মুখ বাঁধা ছিল ৷ যার মুখ খোলা ছিল তাকেও চেনা যায়নি ৷ আমরা সকলেই চাই পুলিশে দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিক ৷ আমরা তো ওকে আর ফিরে পাব না ৷"

আরও পড়ুন : কেতুগ্রামে তৃণমূল নেতাকে গুলি করে খুন

Last Updated : Feb 20, 2023, 7:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.