ETV Bharat / state

কুলতলিতে ভোটারদের উপর হামলা, অভিযুক্ত তৃণমূল - accused

ভোটারদের উপর হামলা ৷ অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ জখম তিন মহিলা সহ সাতজন ৷

আক্রান্ত ভোটার
author img

By

Published : May 19, 2019, 2:32 PM IST

কুলতলি, 18 মে : ভোটারদের উপর হামলা চালাল দুষ্কৃতীরা ৷ ঘটনায় জখম হয় তিন মহিলা সহ সাতজন ৷ কুলতলির মেরিগঞ্জের 1/13 নম্বর বুথের ঘটনা ৷

আজ 1/13 বুথে ভোট দিতে যাচ্ছিলেন কুলতলির মেরিগঞ্জের কয়েকজন বাসিন্দা ৷ অভিযোগ, সেই সময় রাস্তায় তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা ৷ ঘটনায় জখম হন তিন মহিলা সহ সাতজন ৷ তাঁদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ৷

ঘটনায় আতঙ্কিত হয়ে ভোট না দিয়েই ফিরে আসেন তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

কুলতলি, 18 মে : ভোটারদের উপর হামলা চালাল দুষ্কৃতীরা ৷ ঘটনায় জখম হয় তিন মহিলা সহ সাতজন ৷ কুলতলির মেরিগঞ্জের 1/13 নম্বর বুথের ঘটনা ৷

আজ 1/13 বুথে ভোট দিতে যাচ্ছিলেন কুলতলির মেরিগঞ্জের কয়েকজন বাসিন্দা ৷ অভিযোগ, সেই সময় রাস্তায় তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা ৷ ঘটনায় জখম হন তিন মহিলা সহ সাতজন ৷ তাঁদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ৷

ঘটনায় আতঙ্কিত হয়ে ভোট না দিয়েই ফিরে আসেন তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

Intro:গোসাবার সুন্দরবন কোষ্টাল থানার কুমিরমারি গ্রামে বিজেপি তৃনমুল সংঘর্ষ আহত দুই পক্ষের নয়জন। বিজেপির অভিযোগ ভোটের জন্য আমরা পোলিং এজেন্ট বাসাবো বলে মিটিং করছিলাম সেই সময় তৃনমুল আশ্রিত দুষ্কৃতিকারীরা তাদের রড,লাঠি ও বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় এতে আমাদের ছয়জন আহত হয়। Body:তাদের পুলিশ উদ্ধার করে প্রথমে ছোট মোল্লা খালী ব্লক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসার পর তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। এই দিকে তৃনমুলের পক্ষ থেকে বিধায়ক জয়ন্ত নস্কর জানান,আমাদের কমী'রা যখন এই এলাকা থেকে যাচ্ছিল সেই সময় বিজেপি কমী'রা আমাদের ছেলেদের মারধোর করে তাতে আমাদের তিন কমী আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। Conclusion:পুলিশ সুত্রে খবর উভয় পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। আহতরা হলেন বাপি মন্ডল, সুব্রত জোদ্দার,ও দেবব্রত জোদ্দার এদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন পরিবার। তাদের চিকিৎসা চলছে।

আর কয়েকদিন পরেই ভোট এই এলাকায়। তার আগে এই রাজনৈতি সংঘর্ষ ঘটে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.