ETV Bharat / state

কুলতলিতে লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কিত বাসিন্দারা

কুলতলিতে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা । বাঘটি জঙ্গলে চলে গিয়েছে বলে বনদপ্তরের আশ্বাস ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 4, 2021, 6:10 PM IST

সুন্দরবন, ৪ জানুযারি : বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়াল কুলতলিতে । ঘরবন্দী হয়ে পড়েন বাসিন্দারা । যদিও পরে বন দপ্তর বাঘটিকে জঙ্গলে ফেরত পঠানোর খবর জানানোর পর কিছুটা হলেও স্বস্তিতে এলাকার বাসিন্দারা ।

সুন্দরবন এলাকাধীন কুলতলি ব্লকের প্রত্যন্ত এলাকায় মৈপীঠ-বৈকুন্ঠপুর । এই গ্রাম পঞ্চায়েত এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে ওরিয়ান নালা নামে একটি নদী । আর এই নদীর গা ঘেঁষে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের আস্তানা । যা বন দপ্তরের আজমল মারি 12 নম্বর জঙ্গল নামে চিহ্নিত । গতকাল বিকেলে নদীর ধারে বাঘের পায়ের ছাপ প্রথম নজরে আসে কয়েকজন মৎস্যজীবীর । সেই ছাপ যে একেবারেই টাটকা তা বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই মৎস্যজীবীরা গ্রামবাসীদের বাঘ সম্পর্কে সতর্ক করেন ।

সেই খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান বনকর্মীরা । তাঁদের অনুমান, বাঘটি নিজে থেকেই জঙ্গলে চলে গিয়েছে । এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুরজিৎ জানা বলেন, "একবার লোকালয়ে বাঘ চলে আসা মানেই আবারও খাবারের লোভে হানা দিতে পারে । তাই বনদপ্তরের কাছে আমাদের আবেদন যাতে বাঘ যাতে জঙ্গল থেকে বেরিয়ে আসতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক ।"

সুন্দরবন, ৪ জানুযারি : বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়াল কুলতলিতে । ঘরবন্দী হয়ে পড়েন বাসিন্দারা । যদিও পরে বন দপ্তর বাঘটিকে জঙ্গলে ফেরত পঠানোর খবর জানানোর পর কিছুটা হলেও স্বস্তিতে এলাকার বাসিন্দারা ।

সুন্দরবন এলাকাধীন কুলতলি ব্লকের প্রত্যন্ত এলাকায় মৈপীঠ-বৈকুন্ঠপুর । এই গ্রাম পঞ্চায়েত এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে ওরিয়ান নালা নামে একটি নদী । আর এই নদীর গা ঘেঁষে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের আস্তানা । যা বন দপ্তরের আজমল মারি 12 নম্বর জঙ্গল নামে চিহ্নিত । গতকাল বিকেলে নদীর ধারে বাঘের পায়ের ছাপ প্রথম নজরে আসে কয়েকজন মৎস্যজীবীর । সেই ছাপ যে একেবারেই টাটকা তা বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই মৎস্যজীবীরা গ্রামবাসীদের বাঘ সম্পর্কে সতর্ক করেন ।

সেই খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান বনকর্মীরা । তাঁদের অনুমান, বাঘটি নিজে থেকেই জঙ্গলে চলে গিয়েছে । এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুরজিৎ জানা বলেন, "একবার লোকালয়ে বাঘ চলে আসা মানেই আবারও খাবারের লোভে হানা দিতে পারে । তাই বনদপ্তরের কাছে আমাদের আবেদন যাতে বাঘ যাতে জঙ্গল থেকে বেরিয়ে আসতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.