ETV Bharat / state

সুন্দরবনে ফের বাঘের হানা, নিরুদ্দেশ 1 মৎস্যজীবী - বাঘের হানা সুন্দরবনে

ফের বাঘের হানা সুন্দরবনে ৷ বাঘে তুলে নিয়ে গেল এক মৎস্যজীবীকে ৷ প্রশাসনিক কর্তারা এখনও পর্যন্ত তাঁর দেহ উদ্ধার করতে পারেনি ৷

tiger-attacks-again-at-sundarban
সুন্দরবনে ফের বাঘের হানা
author img

By

Published : Oct 1, 2020, 2:56 PM IST

সুন্দরবন, 1 অক্টোবর : সুন্দরবনের ফের বাঘের আক্রমণ ৷ বাঘে তুলে নিয়ে গেল বছর চল্লিশেকের এক মৎস্যজীবীকে ৷ ঘটনাটি সুন্দরবন কোস্টাল থানার ঝিলা জঙ্গলের ৷ বুধবার ভোরে 3 সঙ্গীর সঙ্গে ঝিলা জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন ওই ব্যক্তি ৷

স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোরে সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারি থেকে 4 জন মৎস্যজীবীর একটি দল ঝিলা জঙ্গলে মাছ ধরতে যায় ৷ হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে হরিপদকে জঙ্গলে টেনে নিয়ে যায় ৷ সেইসময় সঙ্গীরা মাছ কাঁকড়া ধরতে ব্যস্ত ছিলেন ৷ সঙ্গীকে উদ্ধারের জন্য জঙ্গলের মধ্যে প্রবেশ করে, কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যায়নি বলে জানায় অন্যান্য মৎস্যজীবী ৷

পরে প্রশাসনকে ঘটনাটি জানান হয় ৷ প্রশাসনিক আধিকারিকরা দীর্ঘক্ষণ জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করেন ৷ কিন্তু তাঁর খোঁজ পায়নি ৷ হরিপদর পরিবারের সদস্যদের বিষয়টি জানান হয় ৷ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷

গত মাসেই বাঘের হানায় আরও দুই মৎস্যজীবীর মৃত্যু হয় ৷ মরিচঝাঁপির চিলমারি খালে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিল ওই দুই মৎস্যজীবী ৷ ঝিলা জঙ্গলে মাছ ধরতে গিয়ে আরও এক মৎস্যজীবীর মৃত্যু হয় ৷ তিনি উত্তর 24 পরগনার বাসিন্দা ছিলেন ৷

সুন্দরবন, 1 অক্টোবর : সুন্দরবনের ফের বাঘের আক্রমণ ৷ বাঘে তুলে নিয়ে গেল বছর চল্লিশেকের এক মৎস্যজীবীকে ৷ ঘটনাটি সুন্দরবন কোস্টাল থানার ঝিলা জঙ্গলের ৷ বুধবার ভোরে 3 সঙ্গীর সঙ্গে ঝিলা জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন ওই ব্যক্তি ৷

স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোরে সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারি থেকে 4 জন মৎস্যজীবীর একটি দল ঝিলা জঙ্গলে মাছ ধরতে যায় ৷ হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে হরিপদকে জঙ্গলে টেনে নিয়ে যায় ৷ সেইসময় সঙ্গীরা মাছ কাঁকড়া ধরতে ব্যস্ত ছিলেন ৷ সঙ্গীকে উদ্ধারের জন্য জঙ্গলের মধ্যে প্রবেশ করে, কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যায়নি বলে জানায় অন্যান্য মৎস্যজীবী ৷

পরে প্রশাসনকে ঘটনাটি জানান হয় ৷ প্রশাসনিক আধিকারিকরা দীর্ঘক্ষণ জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করেন ৷ কিন্তু তাঁর খোঁজ পায়নি ৷ হরিপদর পরিবারের সদস্যদের বিষয়টি জানান হয় ৷ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷

গত মাসেই বাঘের হানায় আরও দুই মৎস্যজীবীর মৃত্যু হয় ৷ মরিচঝাঁপির চিলমারি খালে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিল ওই দুই মৎস্যজীবী ৷ ঝিলা জঙ্গলে মাছ ধরতে গিয়ে আরও এক মৎস্যজীবীর মৃত্যু হয় ৷ তিনি উত্তর 24 পরগনার বাসিন্দা ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.