ETV Bharat / state

Suicide in FB Live : প্রতারণার অভিযোগে মেয়েকে হেনস্থা, ফেসবুক লাইভে এসে আত্মঘাতী একই পরিবারের তিনজন

চাঞ্চল্যকর ঘটনা বকখালিতে, ফেসবুক লাইভে এসে আত্মঘাতী বাবা, মা ও ছেলে (three members of a family commit suicide) ৷

Suicide in FB Live
ফেসবুক লাইভে এসে আত্মঘাতী একই পরিবারের তিন জন
author img

By

Published : Jan 9, 2022, 5:13 PM IST

Updated : Jan 9, 2022, 10:17 PM IST

ডায়মন্ডহারবার, 9 জানুয়ারি : একদল গ্রামবাসীর বিরুদ্ধে মেয়েকে হেনস্থার অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসে আত্মঘাতী একই পরিবারের তিনজন (three members of a family commit suicide) । রবিবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুলপি থানার হাঁড়ার গ্রামে ৷ মৃতরা হলেন শ্যামল নস্কর, স্ত্রী রীতা নস্কর এবং ছেলে অভিষেক নস্কর । এদিন দুপুরে বকখালির এক শুনশান জঙ্গলে এসে ফেসবুক লাইভে আত্মহত্যা করেন তাঁরা ৷ এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে আটক করেছে পুলিশ ৷ ওই মেয়েকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

জানা গিয়েছে, শ্যামল নস্কর ও রীতা নস্কর সম্পর্কে স্বামী-স্ত্রী ৷ তাঁদের ছেলে অভিষেক নস্কর ৷ এদিন আত্মহত্যার আগে ফেসবুক লাইভে এসে কেন তাঁরা এই পথ বেছে নিলেন তাও জানিয়ে গিয়েছেন অভিষেক ৷ জানিয়েছেন, তাঁর দিদির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আছে, সে কারণে তাঁর উপর চলে মানসিক এবং শারীরিক অত্যাচার । এমনকি তাঁর যৌনাঙ্গে বাঁশও ঢুকিয়ে দেওয়া হয় ৷ এই ঘটনা তাঁরা সহ্য করতে পারেননি, তাই এই চরম পথ বেছে নিলেন তাঁরা ৷

আরও পড়ুন : মাথাভাঙায় আলু বোঝাই ট্রাক্টর উল্টে নয়ানজুলিতে, মৃত 3

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেকের দিদির বিয়ে হয়ে গিয়েছে । তাঁর একটি পুত্রসন্তানও রয়েছে । একটি বেসরকারি ঋণদানকারী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন ওই তরুণী । তাঁর দায়িত্ব ছিল ওই গোষ্ঠীর মাধ্যমে যেসব স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঋণ নিতেন, টাকা ফেরৎ দিলে ঋণগ্রহীতাদের সেই টাকা তুলে তা ব্যাঙ্কে পৌঁছে দেওয়া । অভিযোগ, এই কাজ ঠিকমতো করেননি ওই তরুণী । তিনি আত্মসাৎ করেছেন কেয়ক লক্ষ টাকা । তা নিয়ে অশান্তি চলছিল । অভিযোগ, শনিবার রাতে বেশ কয়েকজন টাকার দাবিতে তরুণীর বাপের বাড়িতে হানা দেয় । সেই সময় তিনি বাপের বাড়িতেই ছিলেন । তাঁকে বেধড়ক মারধর করা হয় । তরুণীর যৌনাঙ্গে বাঁশ ঢুকিয়ে দেওয়া হয় । তাঁর ছেলের উপরেও চলে অত্যাচার । হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে কোনওক্রমে বাবা-মাকে সঙ্গে নিয়ে বকখালিতে পালিয়ে যান ওই অভিষেক । বনবিবির মন্দিরের পিছনের একটি জঙ্গলে গা ঢাকা দেন তাঁরা । এরপর রবিবার দুপুরে ওই জঙ্গল থেকেই ফেসবুক লাইভ করেন যুবক । বেসরকারি ওই ঋণদানকারী গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি । মিথ্যে অভিযোগে তাঁদের ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন । এরপরেই ফেসবুক লাইভ চলাকালীন একটি গাছ থেকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তাঁরা ৷

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ জঙ্গল থেকে তাঁদের দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিষেকের দিদিকে ৷ পাশাপাশি, ওই পরিবারের বাড়িতে এসে হামলা ও হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত পাঁচ মহিলাকেও আটক করেছে পুলিশ ৷

ডায়মন্ডহারবার, 9 জানুয়ারি : একদল গ্রামবাসীর বিরুদ্ধে মেয়েকে হেনস্থার অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসে আত্মঘাতী একই পরিবারের তিনজন (three members of a family commit suicide) । রবিবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুলপি থানার হাঁড়ার গ্রামে ৷ মৃতরা হলেন শ্যামল নস্কর, স্ত্রী রীতা নস্কর এবং ছেলে অভিষেক নস্কর । এদিন দুপুরে বকখালির এক শুনশান জঙ্গলে এসে ফেসবুক লাইভে আত্মহত্যা করেন তাঁরা ৷ এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে আটক করেছে পুলিশ ৷ ওই মেয়েকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

জানা গিয়েছে, শ্যামল নস্কর ও রীতা নস্কর সম্পর্কে স্বামী-স্ত্রী ৷ তাঁদের ছেলে অভিষেক নস্কর ৷ এদিন আত্মহত্যার আগে ফেসবুক লাইভে এসে কেন তাঁরা এই পথ বেছে নিলেন তাও জানিয়ে গিয়েছেন অভিষেক ৷ জানিয়েছেন, তাঁর দিদির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আছে, সে কারণে তাঁর উপর চলে মানসিক এবং শারীরিক অত্যাচার । এমনকি তাঁর যৌনাঙ্গে বাঁশও ঢুকিয়ে দেওয়া হয় ৷ এই ঘটনা তাঁরা সহ্য করতে পারেননি, তাই এই চরম পথ বেছে নিলেন তাঁরা ৷

আরও পড়ুন : মাথাভাঙায় আলু বোঝাই ট্রাক্টর উল্টে নয়ানজুলিতে, মৃত 3

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেকের দিদির বিয়ে হয়ে গিয়েছে । তাঁর একটি পুত্রসন্তানও রয়েছে । একটি বেসরকারি ঋণদানকারী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন ওই তরুণী । তাঁর দায়িত্ব ছিল ওই গোষ্ঠীর মাধ্যমে যেসব স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঋণ নিতেন, টাকা ফেরৎ দিলে ঋণগ্রহীতাদের সেই টাকা তুলে তা ব্যাঙ্কে পৌঁছে দেওয়া । অভিযোগ, এই কাজ ঠিকমতো করেননি ওই তরুণী । তিনি আত্মসাৎ করেছেন কেয়ক লক্ষ টাকা । তা নিয়ে অশান্তি চলছিল । অভিযোগ, শনিবার রাতে বেশ কয়েকজন টাকার দাবিতে তরুণীর বাপের বাড়িতে হানা দেয় । সেই সময় তিনি বাপের বাড়িতেই ছিলেন । তাঁকে বেধড়ক মারধর করা হয় । তরুণীর যৌনাঙ্গে বাঁশ ঢুকিয়ে দেওয়া হয় । তাঁর ছেলের উপরেও চলে অত্যাচার । হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে কোনওক্রমে বাবা-মাকে সঙ্গে নিয়ে বকখালিতে পালিয়ে যান ওই অভিষেক । বনবিবির মন্দিরের পিছনের একটি জঙ্গলে গা ঢাকা দেন তাঁরা । এরপর রবিবার দুপুরে ওই জঙ্গল থেকেই ফেসবুক লাইভ করেন যুবক । বেসরকারি ওই ঋণদানকারী গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি । মিথ্যে অভিযোগে তাঁদের ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন । এরপরেই ফেসবুক লাইভ চলাকালীন একটি গাছ থেকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তাঁরা ৷

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ জঙ্গল থেকে তাঁদের দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিষেকের দিদিকে ৷ পাশাপাশি, ওই পরিবারের বাড়িতে এসে হামলা ও হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত পাঁচ মহিলাকেও আটক করেছে পুলিশ ৷

Last Updated : Jan 9, 2022, 10:17 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.