ETV Bharat / state

বাটা মোড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত 3 - 3 persons died in a car accident

বজবজ থেকে মৃতদেহ নিয়ে যাচ্ছিলেন তাঁরা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি ৷ ঘটনাস্থানে দুজনের মৃত্যু হয় ৷ আহতদের বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আরও একজনের মৃত্যু হয় ৷ মৃতদের নাম মোহিত মল্লিক (62), সমীরণ চক্রবর্তী (42) ও রাজদীপ চক্রবর্তী (26) ৷ বাকিরা ওই হাসপাতালে চিকিৎসাধীন ৷

dead
author img

By

Published : Nov 19, 2019, 10:35 PM IST

কলকাতা , 19 নভেম্বর : আজ সন্ধ্যায় মহেশতলা থানার বাটা মোড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয় ৷ একটি ম্যাটাডোরে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি ৷ দুর্ঘটনায় জখম আরও কয়েকজন ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷

বজবজ থেকে ম্যাটাডোরে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল ৷ দুর্ঘটনায় ঘটনাস্থানেই দুজনের মৃত্যু হয় ৷ আহতদের বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আরও একজনের মৃত্যু হয় ৷ মৃতদের নাম মোহিত মল্লিক (62), সমীরণ চক্রবর্তী (42) ও রাজদীপ চক্রবর্তী (26) ৷ বাকিরা ওই হাসপাতালে চিকিৎসাধীন ৷

দুর্ঘটনার পরেই স্থানীয়রা উদ্ধারকার্য শুরু করেন । তাঁদের তৎপরতাতেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । স্থানীয় সূত্রে খবর, গাড়িটিতে অন্তত 15 জন ছিলেন । গুরুতর জখম হয়েছেন প্রত্যেকেই । তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । পরে ঘটনাস্থানে আসে মহেশতলা থানার পুলিশ । তদন্ত শুরু হয়েছে ৷

কলকাতা , 19 নভেম্বর : আজ সন্ধ্যায় মহেশতলা থানার বাটা মোড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয় ৷ একটি ম্যাটাডোরে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি ৷ দুর্ঘটনায় জখম আরও কয়েকজন ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷

বজবজ থেকে ম্যাটাডোরে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল ৷ দুর্ঘটনায় ঘটনাস্থানেই দুজনের মৃত্যু হয় ৷ আহতদের বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আরও একজনের মৃত্যু হয় ৷ মৃতদের নাম মোহিত মল্লিক (62), সমীরণ চক্রবর্তী (42) ও রাজদীপ চক্রবর্তী (26) ৷ বাকিরা ওই হাসপাতালে চিকিৎসাধীন ৷

দুর্ঘটনার পরেই স্থানীয়রা উদ্ধারকার্য শুরু করেন । তাঁদের তৎপরতাতেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । স্থানীয় সূত্রে খবর, গাড়িটিতে অন্তত 15 জন ছিলেন । গুরুতর জখম হয়েছেন প্রত্যেকেই । তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । পরে ঘটনাস্থানে আসে মহেশতলা থানার পুলিশ । তদন্ত শুরু হয়েছে ৷

Intro:কলকাতা, ১৯ নভেম্বর: ভরসন্ধ্যায় শববাহী গাড়িতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারাল ম্যাটাডোর। দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। জখম হয়েছেন বেশ কয়েকজন। তাদের চিকিৎসা চলছে।Body:পুলিশ সূত্রে খবর, মহেশতলা থানা এলাকার বাটা মোড়ের কাছে ঘটে দুর্ঘটনাটি। একটি ম্যাটাডোর গাড়িতে বজ বজ এলাকার বেশ কয়েকজন মৃতদেহ নিয়ে যাচ্ছিলেন। হঠাৎই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। রাস্তাতেই উল্টে যায় সেটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। মৃতদের নাম মোহিত মল্লিক (৬২), সমীরণ চক্রবর্তী (৪২) ও রাজদীপ চক্রবর্তী (২৬)। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা উদ্ধার কাজে নেমে পড়ে। তাদের তৎপরতাতেই আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। Conclusion:স্থানীয় সূত্রে খবর, গাড়িটিতে অন্তত 15 জন ছিলেন। গুরুতর জখম হয়েছেন প্রত্যেকেই। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ। এলাকায় রয়েছে ব্যাপক উত্তেজনা।


For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.