ETV Bharat / state

এবছরের গঙ্গাসাগর মেলায় এয়ার অ্যাম্বুলেন্স ও ই-স্নান পরিষেবা - দক্ষিণ 24 পরগনা

কপিল মুনির আশ্রম সাগরদ্বীপে অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা । আগামী 8 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে । সাগরদ্বীপে ক্রমেই বাড়ছে পুণ্যার্থীদের ভিড় । এবছরে প্রচুর পুণ্যার্থীদের সমাগম হতে পারে বলে মনে করছে প্রশাসন ।

Punarthi at Gangasagar Fair
গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থী
author img

By

Published : Jan 1, 2020, 8:16 PM IST

কলকাতা, 1 জানুয়ারি : এবার গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের পরিষেবায় থাকছে এয়ার অ্যাম্বুলেন্স ও ই-স্নানের ব্যবস্থা । গঙ্গাসাগরের সার্বিক অবস্থা খতিয়ে দেখছেন রাজ্যের মন্ত্রীরা । আগামী সোমবার মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে যাবেন গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে । যাতে পুণ্যার্থীদের সামান্যতম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনকে ।

কপিল মুনির আশ্রম সাগরদ্বীপে অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা । আগামী 8 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে । সাগরদ্বীপে ক্রমেই বাড়ছে পুণ্যার্থীদের ভিড় । এবছরে প্রচুর পুণ্যার্থীদের সমাগম হতে পারে বলে মনে করছে প্রশাসন । এপ্রসঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলার DM ড. পি উলাঙ্গানাথন বলেন, "এই প্রথমবার এয়ার ও ওয়াটার অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে । 2টি এয়ার ও 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে । পাশাপাশি বিশেষ প্রয়োজনের জন্য 1টি হেলিকপ্টার সর্বক্ষণ থাকবে, সঙ্গে থাকবে ফ্লাইং স্কয়্যাডের 6টি দল ।"

তিনি আরও জানান, এবছর ইন্টারনেট প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেশ কয়েকটি আকর্ষণীয় পরিষেবার ব্যবস্থা শুরু করা হয়েছে মেলায় । তার মধ্যে একটি হল ই-স্নান । যাঁরা গঙ্গাসাগরে গিয়ে পুণ্যস্নান করতে পারবেন না তাঁরা গঙ্গাসাগরের অফিসিয়াল ওয়েবসাইটে 'লাইভ গঙ্গাসাগর' অনুষ্ঠানটি দেখতে দেখতে নিজের বাড়িতে বসে গঙ্গা জলে স্নান করতে পারেন । 12টি স্যাটেলাইট ফোন, 150টি ম্যানপ্যাক ও WIFI কলিং ব্যবস্থা থাকবে । কোনও গাড়ি বা বাস বিকল হয়ে গেলেও সেগুলিকে সরানোর জন্য 10টি ব্রেকডাউন ভ্যান রাখা হয়েছে ।

পুণ্যস্নানের সময় বিভিন্ন দুর্ঘটনা এড়াতে 70জন ডিপ ডাইভার (ডুবুরি) মোতায়েন করা হবে । সমুদ্র ও সৈকত আবর্জনামুক্ত রাখতে ফ্লোটিং ট্রাস ও ডব্রিস কন্ট্রোল সল্যুশন দল রাখা হবে । অগ্নিনির্বাপণ ব্যবস্থাতেও রয়েছে নতুনত্বের ছোঁয়া । ফায়ারবলের ব্যবস্থা রাখা হয়েছে । 11টি অস্থায়ী ফায়ার স্টেশন, 12টি মোবাইল ফায়ার স্টেশন, 22টি ফায়ার বল এবং প্রচুর ফায়ার ফাইটার মোতায়েন করা হবে মেলায় । এমনকী, হোগলা পাতায় ছাওয়া এলাকায় অগ্নিনির্বাপক ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে ।

কলকাতা, 1 জানুয়ারি : এবার গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের পরিষেবায় থাকছে এয়ার অ্যাম্বুলেন্স ও ই-স্নানের ব্যবস্থা । গঙ্গাসাগরের সার্বিক অবস্থা খতিয়ে দেখছেন রাজ্যের মন্ত্রীরা । আগামী সোমবার মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে যাবেন গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে । যাতে পুণ্যার্থীদের সামান্যতম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনকে ।

কপিল মুনির আশ্রম সাগরদ্বীপে অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা । আগামী 8 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে । সাগরদ্বীপে ক্রমেই বাড়ছে পুণ্যার্থীদের ভিড় । এবছরে প্রচুর পুণ্যার্থীদের সমাগম হতে পারে বলে মনে করছে প্রশাসন । এপ্রসঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলার DM ড. পি উলাঙ্গানাথন বলেন, "এই প্রথমবার এয়ার ও ওয়াটার অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে । 2টি এয়ার ও 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে । পাশাপাশি বিশেষ প্রয়োজনের জন্য 1টি হেলিকপ্টার সর্বক্ষণ থাকবে, সঙ্গে থাকবে ফ্লাইং স্কয়্যাডের 6টি দল ।"

তিনি আরও জানান, এবছর ইন্টারনেট প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেশ কয়েকটি আকর্ষণীয় পরিষেবার ব্যবস্থা শুরু করা হয়েছে মেলায় । তার মধ্যে একটি হল ই-স্নান । যাঁরা গঙ্গাসাগরে গিয়ে পুণ্যস্নান করতে পারবেন না তাঁরা গঙ্গাসাগরের অফিসিয়াল ওয়েবসাইটে 'লাইভ গঙ্গাসাগর' অনুষ্ঠানটি দেখতে দেখতে নিজের বাড়িতে বসে গঙ্গা জলে স্নান করতে পারেন । 12টি স্যাটেলাইট ফোন, 150টি ম্যানপ্যাক ও WIFI কলিং ব্যবস্থা থাকবে । কোনও গাড়ি বা বাস বিকল হয়ে গেলেও সেগুলিকে সরানোর জন্য 10টি ব্রেকডাউন ভ্যান রাখা হয়েছে ।

পুণ্যস্নানের সময় বিভিন্ন দুর্ঘটনা এড়াতে 70জন ডিপ ডাইভার (ডুবুরি) মোতায়েন করা হবে । সমুদ্র ও সৈকত আবর্জনামুক্ত রাখতে ফ্লোটিং ট্রাস ও ডব্রিস কন্ট্রোল সল্যুশন দল রাখা হবে । অগ্নিনির্বাপণ ব্যবস্থাতেও রয়েছে নতুনত্বের ছোঁয়া । ফায়ারবলের ব্যবস্থা রাখা হয়েছে । 11টি অস্থায়ী ফায়ার স্টেশন, 12টি মোবাইল ফায়ার স্টেশন, 22টি ফায়ার বল এবং প্রচুর ফায়ার ফাইটার মোতায়েন করা হবে মেলায় । এমনকী, হোগলা পাতায় ছাওয়া এলাকায় অগ্নিনির্বাপক ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে ।

Intro:এবার গঙ্গাসাগর মেলায় পূর্নাথীদের পরিষেবায়ে থাকছে এয়ার এম্বুলেন্স ও ই-স্নান ব্যবস্থা। গঙ্গাসাগরের সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখছে তৃণমূল কংগ্রেসের রাজ্যের মন্ত্রীরা। এমনকি আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গঙ্গাসাগরে যাবেন গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। যাতে পূর্নাথীদের সামান্যতম অসুবিধা না হয়। ইতিমধ্যে সেই নির্দেশ দিয়ে রেখেছেন দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনকে।



Body:কপিল মুনির আশ্রম সাগরদ্বীপে অনুষ্ঠিত হয় এই মেলা। 8 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। এবারে পূর্নাথীদের জন্য একগুচ্ছ নতুন পরিষেবার ব্যবস্থা রেখেছে রাজ্য প্রশাসন।

সাগরদ্বীপেবক্রমেই বাড়ছে পর্যটকদের ভিড়। এবারেও প্রচুর পূর্নাথীদের সমাগম হতে পারে মনে করে প্রশাসনের এই ব্যবস্থা।

দক্ষিণ 24 পরগনা জেলার ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট ড. পি উলাঙ্গানাথন বলেন যে, "এই প্রথমবার এয়ার ও ওয়াটার এম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে। 2টি এয়ার ও 4টি ওয়াটার এম্বুলেন্স দেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষ প্রয়োজনের জন্য 1টি হেলিকপ্টার সর্বক্ষণ থাকবে থাকে গঙ্গাসাগরে।। ফ্লায়িং স্কোয়াডের 6টি দল থাকবে।"


তিনি আরও বলেন যে শুধু এইগুলিই নয় এবছর ইন্টারনেট প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেশ কয়েকটি আকর্ষণীয় পরিষেবার ব্যবস্থা শুরু করা হয়েছে। তার মধ্যে একটি হল ই-স্নান। যাঁরা গঙ্গাসাগরে গিয়ে পুণ্যস্নান করতে পারবেন না তাঁরা গঙ্গাসাগরের অফিসিয়াল ওয়েবসাইটে 'লাইভ গঙ্গাসাগর' অনুষ্ঠানটি দেখতে দেখতে নিজের বাড়িতে বসে গঙ্গা জলে স্নান করতে পারেন। 12টি স্যাটেলাইট ফোন, 150টি ম্যানপ্যাক ও wifi কলিং ব্যবস্থা থাকবে। কোনও গাড়ি বা বাস বিকল হয়ে গেলে সেগুলিকে সরাবার জন্য 10টি ব্রেকডাউন ভ্যান রাখা হয়েছে।

পুণ্যস্নান করার সময় অনেকসময় বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে তাই উদ্ধারের জন্য 70জন ডিপ ডাইভার বা ডুবুরি মোতায়েন রাখা হবে।

সমুদ্র সৈকত ও সমুদ্রের জলকে আবর্জনা মুক্ত রাখতে ফ্লোটিং ট্রাস ও ডব্রিস কন্ট্রোল সল্যুশন দল রাখা হবে।



Conclusion:অগ্নিনির্বাপণ ব্যবস্থাও রয়েছে নতুনত্বের ছোঁয়া। ফায়ারবলের ব্যবস্থা রাখা হয়েছে। 11 টি অস্থায়ী ফায়ার স্টেশন বারটি মোবাইল ফায়ার স্টেশন বাইশটি ফায়ার বল এবং প্রচুর ফায়ার ফাইটার মোতায়েন করা হবে। যেখানে হোগলা পাতার ঘর গুলি হবে সেই সব জায়গায় আগুনের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.