নদীবাঁধে ব্যবহৃত জিও চট চুরি, গ্রেফতার এক - ব্লক প্রশাসন
দক্ষিণ 24 পরগনা জেলার সাগরের মুড়িগঙ্গা ও শিলপাড়া এলাকায় লক্ষাধিক টাকার জিও চট চুরি হয়ে যাচ্ছে ৷ নদী বাঁধগুলিকে বৃষ্টি ও নদীর জলোচ্ছ্বাস থেকে বাঁচিয়ে রাখার কাজে যে জিও চটগুলি মূলত ব্যবহার করা হয়, এবার সেই জিও চট চুরি হয়ে যাচ্ছে নদী বাঁধ থেকে ৷ ঘটনার তদন্তে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷
সাগর, 25 জুলাই : দিনের-পর-দিন নদীর বাঁধ থেকে চুরি হয়ে যাচ্ছে জিও চট। সাগরের নদী বাঁধের লক্ষাধিক টাকার জিও চট চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে সাগর থানার পুলিশ। রাজ্য সরকারের উদ্যোগে সুন্দরবনের বিভিন্ন জায়গায় মাটির নদী বাঁধ গুলিকে বৃষ্টি ও নদীর জলোচ্ছ্বাস থেকে বাঁচিয়ে রাখার কাজে যে জিও চটগুলি মূলত ব্যবহার করা হয়, এবার সেই জিও চট চুরি হয়ে যাচ্ছে নদী বাঁধ থেকে ৷ এমন ঘটনা ঘটছে দক্ষিণ 24 পরগনা জেলার সাগরের মুড়িগঙ্গা ও শিলপাড়া নদী বাঁধে ৷
যশ ঘূর্ণিঝড়ের ফলে নদীর প্রবল জলোচ্ছ্বাসে নদী বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছিল সাগরের একাধিক এলাকা। ব্লক প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় নদীর বাঁধ মেরামতের কাজ চালানো হয় যাতে দ্বিতীয়বার জল না ঢোকে ৷
কিন্তু মাটি দিয়ে নদী বাঁধের কাজ করার পর ওই নদী বাঁধের মাটি ধরে রাখার জন্য এক ধরনের জিও চট ব্যবহার করা হয়। সেই জিও চটগুলি রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে নদী বাঁধ থেকে।
আরও পড়ুন : জয়নগরে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা 2 শিশু-সহ 6 জনকে
নদী বাঁধ রক্ষার্থে জিও চট যদি না থাকে তাহলে ভারী বৃষ্টিতে নদী বাঁধের মাটি জলে ধুয়ে যাবে ৷ এর ফলে আবার নতুন করে প্লাবিত হবে এলাকাগুলি ৷ এমনই আশঙ্কা সাগরদ্বীপের বাসিন্দাদের ৷
ইতিমধ্যে খবর পেয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ। এর মধ্যেই এই বিষয়ে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাগর থানার পুলিশ ৷ উদ্ধার হয়েছে নদী বাঁধে ব্যবহৃত বেশকিছু জিও চট।