বারাইপুর , 8 জুন : নিত্যযাত্রীদের দুর্ভোগ এড়াতে দক্ষিণ 24 পরগনার পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করতে বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের সঙ্গে দেখা করেন ৷ যদি সব ঠিক থাকে, সেক্ষেত্রে আগামী সপ্তাহ থেকেই কয়েকটি নতুন বাসরুট চালু করা হবে বলে জানিয়েছেন বিধায়ক ৷
বিধায়ক বললেন , "মমতা বন্দ্যেপাধ্যায়ের অনুপ্রেরণায় বারুইপুরে বাস টার্মিনাল হয়েছিল ৷ এখন যে সমস্যাটি হয়েছে, পদ্মপুকুর থেকে বাস ছাড়ছে, কিন্তু বারুইপুর বাসস্ট্যান্ড পর্যন্ত আসছে না ৷ সেইমতো প্রতিমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে যাতে কুলতলা পিয়ালী টাউন থেকেই বাস ছাড়ে এবং বারুইপুর বাসস্ট্যান্ড পর্যন্ত আসে ৷ পাশাপাশি বাস টার্মিনাসের পাশে যে রাস্তা, তাও যাতে মেরামত করা হয় তার আবেদনও করা হয়েছে ৷"
পাশাপাশি এয়ারপোর্ট থেকে সুন্দরবন, বকখালি, ঝড়খালি পর্যন্ত বাস টার্মিনালের প্রস্তাব দেওয়া হয়েছে ৷ অন্যদিকে হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে ঝড়খালি, বকখালি পর্যন্ত বাসরুট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এছাড়াও আরও দু-একটি বাসরুটের প্রস্তাব দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন :মোদির সঙ্গে বৈঠক উদ্ধবের ; আলোচনায় মারাঠা কোটা, তখতের ত্রাণ !
পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল বলেন , "বিধায়ক বিভিন্ন রুটে বাস চালু করার কথা বললেন ৷ সে বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে ৷ নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন বাসরুট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যত দ্রত সম্ভব এই বাসরুটগুলি চালু করা হবে ৷ "