বজবজ, 28 এপ্রিল : মাস্ক ছাড়া এলে বাজার দেওয়া হবে না ৷ বজবজের বাজারগুলিতে এমনই নির্দেশিকা জারি করেছেন বজবজ ইন্ডাস্ট্রিয়ালের ডিএসপি শ্যামলকুমার মণ্ডল । আজ বজবজের সব বাজারে গিয়ে ক্রেতাদের উদ্দেশ্যে মাস্ক পড়ার আবেদন জানিয়েছেন ৷ পাশাপাশি বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, মাস্ক ছাড়া বাজারে গেলে কাউকে জিনিস দেওয়া যাবে না ৷
আরও পড়ুন : করোনা সচেতনতা বাড়াতে পথে ডায়মন্ড হারবারের মহকুমা শাসক
বজবজ থানার তরফে করোনা সচেতনায় এলাকায় মাইকিং করা হচ্ছে ৷ বাড়ির বাইরে বেরলে মাস্ক পড়ে বেরনোর আবেদন করা হচ্ছে সবাইকে ৷ প্রসঙ্গত, বজবজের অধিকাংশ এলাকার একাধিক করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে ৷ অন্যদিকে, বজবজ ট্রাঙ্ক রোডে মাস্ক ছাড়া গাড়ি চালালে কেস দেওয়া হচ্ছে পুলিশের তরফে ৷ পাশাপাশি আগামীদিনে মানুষ সতর্ক না হলে, সরাসরি গ্রেফতার করা হবে বলে জানিয়ে দিয়েছেন বজবজ ইন্ডাস্ট্রিয়ালের ডিএসপি ৷ এই সতর্কবার্তা গাড়ি চালক থেকে দোকানদার এমনকি পথ চলতি মানুষের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছেন তিনি ৷