ETV Bharat / state

চলন্ত ভেসেল থেকে নদীতে পড়ে গেলেন যাত্রী, চালকের তৎপরতায় বাঁচল প্রাণ - কাকদ্বীপ

সহদেব মণ্ডল পেশায় পান চাষি ৷ আজ সকালে পান বিক্রি করার জন্য কাকদ্বীপের পান বাজারে যান ৷ অসাবধানতাবশত ভেসেলে ঘুমিয়ে পড়ায় নদীতে পড়ে যান ৷ তখনই অন্যান্য যাত্রী ও ভেসেল চালকের তৎপরতায় জলে টিউব ও লাইফ জ্যাকেট ছুঁড়ে দিয়ে তাঁকে প্রাণে বাঁচানো হয় ৷

The passenger fell into the river from the moving vessel and survive by help of driver in sagar south 24 pargana
চলন্ত ভেসেল থেকে নদীতে পড়ে গেলেন যাত্রী, চালকের তৎপরতায় বাঁচল প্রাণ
author img

By

Published : Apr 13, 2021, 9:38 PM IST

দক্ষিণ 24 পরগনা, 13 এপ্রিল : মঝা নদীতে ভেসেল থেকে পড়ে গিয়েও চালক ও সহযাত্রীদের সহযোগিতায় প্রাণে বাঁচলেন এক যাত্রী ৷ কাকদ্বীপ থেকে সাগরে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ সহদেব মণ্ডল নামে ওই ব্যক্তি ভেসেলের এক ধারে বসে থাকার সময় ঘুমিয়ে পড়েন ৷ আর তখনই ভারসাম্য হারিয়ে মুড়িগঙ্গা নদীতে পড়ে যান ৷ তবে, তিনি ভেসে যাওয়ার আগেই লাইফ জ্যাকেট ও টিউবের সাহায্যে তাঁকে ভেসেলে তুলে নেওয়া হয় ৷

আরও পড়ুন : দক্ষিণ 24 পরগনার ভোটকেন্দ্রগুলোতে ড্রোন উড়িয়ে নজরদারি

সহদেব মণ্ডল পেশায় পান চাষি ৷ আজ সকালে পান বিক্রি করার জন্য কাকদ্বীপের পান বাজারে যান ৷ তাঁর বাড়ি সাগরের শিকারপুরে ৷ আজ বাড়ি ফেরার পথে কাকদ্বীপের 8 নং ঘাট থেকে গঙ্গাসাগরের কচুবেড়িয়ার উদ্দেশ্যে 2টো 45 মিনিটে ভেসেলে ওঠেন তিনি ৷ অসাবধানতাবশত ভেসেলে ঘুমিয়ে পড়ায় ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান ৷ তখনই অন্যান্য যাত্রী ও ভেসেল চালকের তৎপরতায় জলে টিউব ও লাইফ জ্যাক ছুড়ে দিয়ে তাঁকে প্রাণে বাঁচানো হয় ৷ এর পর ভেসেলের চালক ও অন্যান্য সহযাত্রীরা তাঁকে জল থেকে উপরে তুলে নিয়ে আসে ৷

চলন্ত ভেসেল থেকে নদীতে পড়ে গেলেন যাত্রী, চালকের তৎপরতায় বাঁচল প্রাণ

দক্ষিণ 24 পরগনা, 13 এপ্রিল : মঝা নদীতে ভেসেল থেকে পড়ে গিয়েও চালক ও সহযাত্রীদের সহযোগিতায় প্রাণে বাঁচলেন এক যাত্রী ৷ কাকদ্বীপ থেকে সাগরে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ সহদেব মণ্ডল নামে ওই ব্যক্তি ভেসেলের এক ধারে বসে থাকার সময় ঘুমিয়ে পড়েন ৷ আর তখনই ভারসাম্য হারিয়ে মুড়িগঙ্গা নদীতে পড়ে যান ৷ তবে, তিনি ভেসে যাওয়ার আগেই লাইফ জ্যাকেট ও টিউবের সাহায্যে তাঁকে ভেসেলে তুলে নেওয়া হয় ৷

আরও পড়ুন : দক্ষিণ 24 পরগনার ভোটকেন্দ্রগুলোতে ড্রোন উড়িয়ে নজরদারি

সহদেব মণ্ডল পেশায় পান চাষি ৷ আজ সকালে পান বিক্রি করার জন্য কাকদ্বীপের পান বাজারে যান ৷ তাঁর বাড়ি সাগরের শিকারপুরে ৷ আজ বাড়ি ফেরার পথে কাকদ্বীপের 8 নং ঘাট থেকে গঙ্গাসাগরের কচুবেড়িয়ার উদ্দেশ্যে 2টো 45 মিনিটে ভেসেলে ওঠেন তিনি ৷ অসাবধানতাবশত ভেসেলে ঘুমিয়ে পড়ায় ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান ৷ তখনই অন্যান্য যাত্রী ও ভেসেল চালকের তৎপরতায় জলে টিউব ও লাইফ জ্যাক ছুড়ে দিয়ে তাঁকে প্রাণে বাঁচানো হয় ৷ এর পর ভেসেলের চালক ও অন্যান্য সহযাত্রীরা তাঁকে জল থেকে উপরে তুলে নিয়ে আসে ৷

চলন্ত ভেসেল থেকে নদীতে পড়ে গেলেন যাত্রী, চালকের তৎপরতায় বাঁচল প্রাণ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.