ভাঙড়,২৭ মার্চ : লকডাউন উপেক্ষা করে ভাঙড়ের পোলেরহাট বাজারে সকাল থেকেই জমায়েত করে অনেকে । খবর পেয়ে টাস্কফোর্সের সদস্যরা সেখানে আসেন ।
প্রতি সপ্তাহের মতো শুক্রবার সকালেও পোলেরহাট বাজারে ভিড় করেছিলেন অনেকেই । এরপরই সেখানে যান ভাঙড় ২ ব্লকের BDO কৌশিক কুমার মাইতি, কাশিপুর থানার পুলিশ আধিকারিক বিশ্বজিৎ ঘোষ ও ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির আরাবুল ইসলাম ও ওইদুল ইসলামরা । বাজার পরিদর্শন করেন তাঁরা ।
সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি একাধিক পরামর্শও দেন ।