ক্যানিং, 6 মে : প্রথমবার বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেমেই বাজিমাত করেছেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশরাম দাস । ভোটে জিতেই এলাকার মানুষের কাজে মন দিয়েছেন তিনি । আর এই মুহূর্তে এলাকার মানুষের সব থেকে বড় সমস্যা ক্রমাগত বেড়ে চলা করোনা সংক্রমণ । তাই নির্বাচনে জেতার পরই এলাকার করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য উদ্যোগী হয়েছেন নব নির্বাচিত বিধায়ক পরেশ রাম দাস । বুধবার থেকে ক্যানিং পশ্চিম বিধানসভার জন্য কোভিড হেল্পলাইন চালু হল তার উদ্যোগে ।
নির্বাচনে জয়লাভ করলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কোনও বিজয় মিছিল করেননি পরেশবাবু । দলীয় কার্যালয়ে বসেই মানুষের শুভেচ্ছা বার্তা গ্রহণ করেছেন । এই পরিস্থিতিতে বিজয় মিছিলের তুলনায় করোনা পরিস্থিতি মোকাবিলাকেই শ্রেয় বলে মনে করেছেন তিনি ।
যদি কোন রোগীর অক্সিজেনের প্রয়োজন হয় তাও রোগীর বাড়িতে পৌঁছে দেওয়া হবে । এই সব কাজের জন্য ইতিমধ্যেই নিজের দলের বেশ কিছু তরুণ-তরুণীদের নিয়ে টিম তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন নব নির্বাচিত এই বিধায়ক । পাশাপাশি ক্যানিং মহকুমা হাসপাতাল, ক্যানিং কোভিড হাসপাতাল ও ক্যানিং বাসস্ট্যান্ড চত্বরে তিনটি কোভিড হেল্পলাইন ক্যাম্প খোলা হবে বলে জানিয়েছেন পরেশবাবু ।
প্রসঙ্গত, করোনার প্রথম ঢেউয়ের সময় চলা লকডাউনে ক্যানিংয়ের বহু মানুষের হাতে খাবার তুলে দিয়েছিলেন পরেশবাবু । নিজে দাঁড়িয়ে থেকে সেই পরিস্থিতির মোকাবিলা করেছিলেন । এবারও তিনি সামনে থেকেই করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করতে চান বলে জানিয়েছেন । তাঁর এই উদ্যোগে স্বভাবতই খুশি এলাকাবাসী ৷
আরও পড়ুন : রাজ্যে লাগামছাড়া করোনা সংক্রমণ, 24 ঘণ্টায় আক্রান্ত 18 হাজারের বেশি