ETV Bharat / state

ক্যানিংয়ে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড - The bomb recovered by Canning yesterday was defused by CID Bomb squad

ক্যানিংয়ে উদ্ধার হওয়া প্রায় 28 টি বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড ৷ ঘটনায় গ্রেফতার এক ৷

The bomb recovered by Canning yesterday was defused by CID Bomb Square.
The bomb recovered by Canning yesterday was defused by CID Bomb Square.
author img

By

Published : May 17, 2021, 7:47 AM IST

ক্যানিং , 17 মে : শনিবার প্রায় 28 টি বোমা উদ্ধার হয় ক্যানিংয়ে । সেই উদ্ধার হওয়া বোমাগুলি গতকাল নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তের নাম বাবলু কয়াল ৷

ভোটের পরেও অবাধে চলছিল বোমা বাঁধার ঠেক । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । শনিবার দুপুর বেলা 28টি বোমা উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ । ঘটনায় ধৃত বাবলুকে ইতিমধ্যে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ৷ এই চক্রের সঙ্গে আরও কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে প্রশাসনিক কর্তারা ৷

আরও পড়ুন : করোনা আক্রান্ত জয় গোস্বামী, ভর্তি হাসপাতালে

ধৃত বাবলু গোপন জবানবন্দীতে জানিয়েছে, ওই গ্রামে বেশ কয়েক জায়গায় বোমা বাঁধার কাজ চলছিল । যা ইতিমধ্যেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পুলিশ প্রশাসনের ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷

ক্যানিং , 17 মে : শনিবার প্রায় 28 টি বোমা উদ্ধার হয় ক্যানিংয়ে । সেই উদ্ধার হওয়া বোমাগুলি গতকাল নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তের নাম বাবলু কয়াল ৷

ভোটের পরেও অবাধে চলছিল বোমা বাঁধার ঠেক । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । শনিবার দুপুর বেলা 28টি বোমা উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ । ঘটনায় ধৃত বাবলুকে ইতিমধ্যে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ৷ এই চক্রের সঙ্গে আরও কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে প্রশাসনিক কর্তারা ৷

আরও পড়ুন : করোনা আক্রান্ত জয় গোস্বামী, ভর্তি হাসপাতালে

ধৃত বাবলু গোপন জবানবন্দীতে জানিয়েছে, ওই গ্রামে বেশ কয়েক জায়গায় বোমা বাঁধার কাজ চলছিল । যা ইতিমধ্যেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পুলিশ প্রশাসনের ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.