ETV Bharat / state

Fraud Case Allegation : বার্ধক্য ভাতা দেওয়ার নাম করে বৃদ্ধার জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ উপ-প্রধানের বিরুদ্ধে

author img

By

Published : May 27, 2022, 6:24 PM IST

Updated : May 27, 2022, 7:35 PM IST

বৃদ্ধার জমি লিখয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল উপ-প্রধানের বিরুদ্ধে ৷ বার্ধক্য ভাতা দেওয়ার নাম করে জমি লিখিয়ে নেওয়া হয়ছে দাবি বৃদ্ধার ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল উপ-প্রধান নিত্যগোপাল মণ্ডল (Fraud Case Allegation)৷

Fraud Case Allegation
বৃদ্ধার জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে

ভাঙর, 27 মে: বার্ধক্য ভাতা দেওয়ার নামে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল উপ-প্রধানের বিরুদ্ধে ৷ শুক্রবার দক্ষিণ 24 পরগনার ভাঙরে ঘটনাটি ঘটেছে ৷ তবে বৃদ্ধার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল উপ-প্রধান নিত্যগোপাল মণ্ডল (Fraud Case Allegation) ৷

অভিযোগ, বৃদ্ধা উর্মিলা নস্করকে বার্ধক্য ভাতা দেওয়ার নাম করে জমি রেজিস্ট্রি অফিসে নিয়ে যান স্থানীয় তৃণমূল উপ-প্রধান নিত্যগোপাল মণ্ডল । তারপর জোর করে জমি লিখিয়ে নেওয়ার চেষ্টা করেন । দু’ হাতের পাঁচ-পাঁচ, 10 আঙুলের টিপসইও নেওয়া হয় । খবর পেয়ে জমি রেজিস্ট্রি অফিসে যান ওই বৃদ্ধার ভাইপো । উপ-প্রধানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বৃদ্ধা ও তাঁর আত্মীয় । এরপরই উপ-প্রধানের বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা ।

বৃদ্ধার জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে

আরও পড়ুন: NCB Clean Chit to Aryan Khan : ড্রাগ মামলায় শাহরুখ পুত্রকে ক্লিনচিট এনসিবির

সমস্ত অভিযোগ অস্বীকার করে স্থানীয় উপপ্রধান বলেন, "সমস্ত অভিযোগ ভিত্তিহীন । 2 লক্ষ টাকার বিনিময় জমি কিনে নেওয়ার কথা হয়েছিল । সেই কথা মতো আমি জমি লিখিয়ে নিচ্ছিলাম । তবে ওই বৃদ্ধার পরিবারের লোকজন আমাকে মারধর করে । কোনও বৃদ্ধ ভাতা দেওয়ার নাম করে জমি লিখিয়ে নেওয়া হচ্ছিল না। সমস্ত অভিযোগ মিথ্যা।"

ভাঙর, 27 মে: বার্ধক্য ভাতা দেওয়ার নামে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল উপ-প্রধানের বিরুদ্ধে ৷ শুক্রবার দক্ষিণ 24 পরগনার ভাঙরে ঘটনাটি ঘটেছে ৷ তবে বৃদ্ধার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল উপ-প্রধান নিত্যগোপাল মণ্ডল (Fraud Case Allegation) ৷

অভিযোগ, বৃদ্ধা উর্মিলা নস্করকে বার্ধক্য ভাতা দেওয়ার নাম করে জমি রেজিস্ট্রি অফিসে নিয়ে যান স্থানীয় তৃণমূল উপ-প্রধান নিত্যগোপাল মণ্ডল । তারপর জোর করে জমি লিখিয়ে নেওয়ার চেষ্টা করেন । দু’ হাতের পাঁচ-পাঁচ, 10 আঙুলের টিপসইও নেওয়া হয় । খবর পেয়ে জমি রেজিস্ট্রি অফিসে যান ওই বৃদ্ধার ভাইপো । উপ-প্রধানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বৃদ্ধা ও তাঁর আত্মীয় । এরপরই উপ-প্রধানের বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা ।

বৃদ্ধার জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে

আরও পড়ুন: NCB Clean Chit to Aryan Khan : ড্রাগ মামলায় শাহরুখ পুত্রকে ক্লিনচিট এনসিবির

সমস্ত অভিযোগ অস্বীকার করে স্থানীয় উপপ্রধান বলেন, "সমস্ত অভিযোগ ভিত্তিহীন । 2 লক্ষ টাকার বিনিময় জমি কিনে নেওয়ার কথা হয়েছিল । সেই কথা মতো আমি জমি লিখিয়ে নিচ্ছিলাম । তবে ওই বৃদ্ধার পরিবারের লোকজন আমাকে মারধর করে । কোনও বৃদ্ধ ভাতা দেওয়ার নাম করে জমি লিখিয়ে নেওয়া হচ্ছিল না। সমস্ত অভিযোগ মিথ্যা।"

Last Updated : May 27, 2022, 7:35 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.