ETV Bharat / state

Bhangar Unrest: ভাঙড়ে বোমাবাজিকে কেন্দ্র করে ফের উত্তেজনা, আইএসএফের অবরোধ - পঞ্চায়েত নির্বাচন

ফের উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷ সেখানে আইএসএফের প্রার্থীদের নাম লেখা দেওয়ালে বোমাবাজির অভিযোগ ৷ প্রতিবাদে পথ অবরোধ আইএসএফের ৷ এই নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ৷

Bhangar Unrest
Bhangar Unrest
author img

By

Published : Jul 1, 2023, 1:56 PM IST

ভাঙড়, 1 জুলাই: দেওয়াল লিখনকে কেন্দ্র করে আবারও অশান্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভা এলাকা । পঞ্চায়েত নির্বাচনের আর সপ্তাহখানেক বাকি রয়েছে ৷ এই পরিস্থিতিতে ভাঙড়ের কাশীপুর থানার অন্তর্গত ভগবানপুর অঞ্চলে আইএসএফের লেখা দেওয়ালে বোমা মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে । ঘটনাস্থলে এসে যায় কাশীপুর থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায় ।

এই ঘটনার প্রতিবাদে আইএসএফ কর্মী-সমর্থকরা ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান । আইএসএফ প্রার্থী আলমগীর হোসেনের দাবি, এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি করার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বোমাবাজি চালাচ্ছে ৷ আইএসএফের কর্মী ও সমর্থকদের ভয় দেখাচ্ছে । যদিও শাসকদলের ওপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা মিরাজুল ইসলাম ৷ তাঁর অভিযোগ, নতুন করে ভাঙড়ে উত্তেজনা তৈরি করার জন্য আইএসএফ কর্মী-সমর্থকরা রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি করছে ।

প্রসঙ্গত, মনোনয়ন পর্বে লাগাতার অশান্তিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ 24 পরগনার ভাঙড় । মুড়ি-মুড়কির মতো এলাকায় পড়তে থাকে বোমা । গুলিও চলে৷ মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনা ভাঙড়ে মৃত্যু হয়েছে তিনজনের । তাঁদের মধ্যে দু’জন আইএসএফের সমর্থক ও একজন তৃণমূল কংগ্রেসের বলে জানা গিয়েছে ৷ আদালতও ভাঙড়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ৷ এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷ আবারও নতুন করে অশান্তি তৈরি হওয়াতে কার্যত আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী ৷

আরও পড়ুন: ভাঙড় কাণ্ডে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল পুত্র, খোঁচা নওশাদের

ভাঙড়, 1 জুলাই: দেওয়াল লিখনকে কেন্দ্র করে আবারও অশান্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভা এলাকা । পঞ্চায়েত নির্বাচনের আর সপ্তাহখানেক বাকি রয়েছে ৷ এই পরিস্থিতিতে ভাঙড়ের কাশীপুর থানার অন্তর্গত ভগবানপুর অঞ্চলে আইএসএফের লেখা দেওয়ালে বোমা মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে । ঘটনাস্থলে এসে যায় কাশীপুর থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায় ।

এই ঘটনার প্রতিবাদে আইএসএফ কর্মী-সমর্থকরা ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান । আইএসএফ প্রার্থী আলমগীর হোসেনের দাবি, এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি করার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বোমাবাজি চালাচ্ছে ৷ আইএসএফের কর্মী ও সমর্থকদের ভয় দেখাচ্ছে । যদিও শাসকদলের ওপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা মিরাজুল ইসলাম ৷ তাঁর অভিযোগ, নতুন করে ভাঙড়ে উত্তেজনা তৈরি করার জন্য আইএসএফ কর্মী-সমর্থকরা রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি করছে ।

প্রসঙ্গত, মনোনয়ন পর্বে লাগাতার অশান্তিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ 24 পরগনার ভাঙড় । মুড়ি-মুড়কির মতো এলাকায় পড়তে থাকে বোমা । গুলিও চলে৷ মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনা ভাঙড়ে মৃত্যু হয়েছে তিনজনের । তাঁদের মধ্যে দু’জন আইএসএফের সমর্থক ও একজন তৃণমূল কংগ্রেসের বলে জানা গিয়েছে ৷ আদালতও ভাঙড়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ৷ এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷ আবারও নতুন করে অশান্তি তৈরি হওয়াতে কার্যত আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী ৷

আরও পড়ুন: ভাঙড় কাণ্ডে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল পুত্র, খোঁচা নওশাদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.