জীবনতলা, 27 এপ্রিল : খাবারের লোভ দেখিয়ে নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানা এলাকায়। ঘটনার কথা জানতে পেরে শিশুটির পরিবার জীবনতলা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে আমবাজ মোল্লার (55 ) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে কেউ বাড়িতে ছিল না। সেই সুযোগ নিয়ে দাদু আমবাজ মোল্লা শিশুটিকে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। পাশের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।ঘ
টনার পর ওই শিশু কাঁদতে কাঁদতে বাড়ি আসে। পরিবারের অন্য সদস্যরা কান্নার কারণ জিজ্ঞাসা করলে শিশুটি সেই কথা জানায় । জীবনতলা থানায় ওই শিশুর মা অভিযোগ দায়ের করেন।
পুলিশ অভিযোগের তদন্তে নেমে আমবাজ মোল্লাকে গ্রেপ্তার করে। ঘটনার পর ওই শিশুকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা করানও হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে বারুইপুর আদালতে তুললে বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।