ETV Bharat / state

প্রাকৃতিক বিপর্যয়ে দ্রুত উদ্ধারকার্যে মৌসুনি দ্বীপে অস্থায়ী রেডিও স্টেশন হ্যামের - Mousuni Island

Ham Radio in Mousuni Island: প্রাকৃতিক বিপর্যয়ে যোগাযোগ স্থাপন ও দ্রুত উদ্ধারকার্য চালাতে মৌসুনি দ্বীপে হ্যাম তৈরি করল অস্থায়ী রেডিও স্টেশন ৷ নামখানা জেলা প্রশাসনের উদ্যোগে হল এই কাজ ৷

Ham Radio in Mousuni Island
হ্যাম রেডিও
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 1:51 PM IST

মৌসুনি দ্বীপে অস্থায়ী রেডিও স্টেশন হ্যামের

নামখানা, 21 নভেম্বর: বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয়ে তছনছ হয়ে যায় টেলি কমিউনিকেশন ব্যবস্থা । এর ফলে সাধারণ মানুষের কাছে প্রশাসনিক সাহায্য বা উদ্ধারকারী দল পৌঁছতে দেরি হয়ে যায় । পাশাপাশি চরম বিপদের মধ্যে পড়তে হয় দুর্যোগ কবলিত এলাকার মানুষজনকে ৷ সেসময় মোবাইল ফোনের নেটওয়ার্ক কাজ করে না ৷ সেই পরিস্থিতিতে বিকল্প যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় হ্যাম রেডিও । এবার এই হ্যাম রেডিওকে কাছে লাগাতে চলেছে নামখানা ব্লক প্রশাসন ৷ বিপর্যয়ের সময় মৌসুনি দ্বীপের সঙ্গে যোগাযোগ রাখতে বালিয়াড়া এলাকায় তৈরি হল অস্থায়ী রেডিও স্টেশন ৷

সুন্দরবনের প্রতিবছর প্রাকৃতিক বিপর্যয় লেগেই রয়েছে । ঘূর্ণিঝড় আমফান, ইয়াস, ফণী-সহ বিভিন্ন সময় একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়েছে সুন্দরবনের বুকে । শুধু বিধ্বংসী ঘূর্ণিঝড় নয়, নদী ও সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দারা । দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের অত্যন্ত একটি দ্বীপ হল মৌসুনি । একদিকে চিনাই নদী ও অপরদিকে বটতলা নদী এবং সামনে বঙ্গোপসাগর । বিভিন্ন সময় বিধ্বংসী ঘূর্ণিঝড় ও প্রবল জলোচ্ছ্বাস তছনছ করে দিয়েছে মৌসুনিকে । প্রাকৃতিক বিপর্যয়ের সময় দ্বীপের সকল নেটওয়ার্কিং সিস্টেম সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে । এর ফলে যেকোনও প্রাকৃতিক বিপর্যয় এলে মৌসুনি দ্বীপে মানুষজনকে উদ্ধার করতে বেগ পেতে হয় জেলা প্রশাসনকে ।

Ham Radio in Mousuni Island
প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারকার্যে সুবিধা দেবে হ্যাম রেডিও

সেই অতীতের বিভিন্ন ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে জেলা প্রশাসন এবার তাই হ্যাম রেডিওর পথে হাঁটল । জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোনও বিপর্যয়ের সময় উদ্ধারকার্যের গুরু দায়িত্ব দেওয়া হল হ্যাম রেডিওকে । কীভাবে ব্যবহার করতে হবে এই রেডিও, ইতিমধ্যে দেওয়া হয়েছে তার প্রশিক্ষণও ৷ পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও'র সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান, যেকোনও প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনের পর্যন্ত এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় । এর ফলে সাধারণ মানুষের কাছে উদ্ধারকারী দল কিংবা প্রয়োজনীয় সামগ্রিক পৌঁছাতে দেরি হয় । অতীতে বেশ কয়েকটি প্রাকৃতিক বিপর্যয় উদ্ধারকার্যে হ্যাম রেডিওর ব্যবহার করেছে জেলা প্রশাসন ।

তিনি বলেন, "যেকোনও কঠিন পরিস্থিতিতে আমরা একটি অস্থায়ী রেডিও স্টেশন নির্মাণ করে যোগাযোগ সম্পন্ন করতে পারি । মৌসুনি দ্বীপেও আমরা অস্থায়ী একটি রেডিও স্টেশন নির্মাণ করেছি । ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীদেরকে নিয়ে কীভাবে এই অস্থায়ী রেডিও স্টেশন নির্মাণ করে বিপর্যয় থেকে সাধারণ মানুষদের উদ্ধার করা সম্ভব হয়, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা প্রশিক্ষণ দিয়েছি ।"

Ham Radio in Mousuni Island
জেলা প্রশাসনের উদ্যোগে অস্থায়ী রেডিও স্টেশন মৌসুনি দ্বীপে

তার কথায়, সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ হল মৌসুনি । এই এলাকার মানুষজনদের অর্থনৈতিকভাবে মান উন্নয়ন করার জন্য রেডিও সোসাইটি অফ গ্রেট ব্রিটেন (এএস15) এর মাধ্যমে ব্রিজ অন এয়ার প্রোগ্রাম পালন করা হল । এর জেরে বিশ্বের মানচিত্রে সুন্দরবনের মৌসুনি দ্বীপ অনুমোদন পেল । ফলে বিদেশ থেকেও বহু পর্যটক এবার এই মৌসুনি দ্বীপে ঘুরতে আসবে এবং মৌসুনি দ্বীপের সাধারণ মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন হবে ।

এদিন অস্থায়ী রেডিও স্টেশন নিমার্ণের সময় সেখানে উপস্থিত ছিলেন নামখানা ব্লকের বিপর্যয় মোকাবিলা ম্যানেজমেন্ট অফিসার রূপম দত্ত ৷ তিনি বলেন, "যেকোনও প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাধারণ মানুষদের সঙ্গে যোগাযোগ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আমাদের কাছে। তার কারণ সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে ৷ বিধ্বংসী ঝড়ে বড় বড় নেটওয়ার্কিং টাওয়ার ভেঙে পড়ে যায় । দুর্যোগ কবলিত এলাকার মানুষজনের সঙ্গে তখন যোগাযোগের একমাত্র রাস্তায় হল হ্যাম রেডিও । যেকোনও প্রাকৃতিক বিপর্যয়ের উদ্ধারকার্যে হ্যাম রেডিও অনস্বীকার্য । প্রাকৃতিক বিপর্যয় কীভাবে অস্থায়ী রেডিও স্টেশন নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন করতে হয় । সেই বিশেষ প্রশিক্ষণ দিলেন হ্যাম রেডিও সদস্যরা ৷"

আরও পড়ুন:

প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারকাজে প্রথমবার সুন্দরবনে চালু হল হ্যাম রেডিয়ো

বিশেষভাবে সক্ষম অন্ধ্রের নিখোঁজ প্রৌঢ়কে বাড়ি ফেরাল হ্যাম রেডিও

নবজীবনে সাহায্য হ্যাম রেডিয়োর, 6 বছর পর পরিজনদের কাছে বিহারের যুবক

মৌসুনি দ্বীপে অস্থায়ী রেডিও স্টেশন হ্যামের

নামখানা, 21 নভেম্বর: বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয়ে তছনছ হয়ে যায় টেলি কমিউনিকেশন ব্যবস্থা । এর ফলে সাধারণ মানুষের কাছে প্রশাসনিক সাহায্য বা উদ্ধারকারী দল পৌঁছতে দেরি হয়ে যায় । পাশাপাশি চরম বিপদের মধ্যে পড়তে হয় দুর্যোগ কবলিত এলাকার মানুষজনকে ৷ সেসময় মোবাইল ফোনের নেটওয়ার্ক কাজ করে না ৷ সেই পরিস্থিতিতে বিকল্প যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় হ্যাম রেডিও । এবার এই হ্যাম রেডিওকে কাছে লাগাতে চলেছে নামখানা ব্লক প্রশাসন ৷ বিপর্যয়ের সময় মৌসুনি দ্বীপের সঙ্গে যোগাযোগ রাখতে বালিয়াড়া এলাকায় তৈরি হল অস্থায়ী রেডিও স্টেশন ৷

সুন্দরবনের প্রতিবছর প্রাকৃতিক বিপর্যয় লেগেই রয়েছে । ঘূর্ণিঝড় আমফান, ইয়াস, ফণী-সহ বিভিন্ন সময় একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়েছে সুন্দরবনের বুকে । শুধু বিধ্বংসী ঘূর্ণিঝড় নয়, নদী ও সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দারা । দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের অত্যন্ত একটি দ্বীপ হল মৌসুনি । একদিকে চিনাই নদী ও অপরদিকে বটতলা নদী এবং সামনে বঙ্গোপসাগর । বিভিন্ন সময় বিধ্বংসী ঘূর্ণিঝড় ও প্রবল জলোচ্ছ্বাস তছনছ করে দিয়েছে মৌসুনিকে । প্রাকৃতিক বিপর্যয়ের সময় দ্বীপের সকল নেটওয়ার্কিং সিস্টেম সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে । এর ফলে যেকোনও প্রাকৃতিক বিপর্যয় এলে মৌসুনি দ্বীপে মানুষজনকে উদ্ধার করতে বেগ পেতে হয় জেলা প্রশাসনকে ।

Ham Radio in Mousuni Island
প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারকার্যে সুবিধা দেবে হ্যাম রেডিও

সেই অতীতের বিভিন্ন ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে জেলা প্রশাসন এবার তাই হ্যাম রেডিওর পথে হাঁটল । জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোনও বিপর্যয়ের সময় উদ্ধারকার্যের গুরু দায়িত্ব দেওয়া হল হ্যাম রেডিওকে । কীভাবে ব্যবহার করতে হবে এই রেডিও, ইতিমধ্যে দেওয়া হয়েছে তার প্রশিক্ষণও ৷ পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও'র সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান, যেকোনও প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনের পর্যন্ত এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় । এর ফলে সাধারণ মানুষের কাছে উদ্ধারকারী দল কিংবা প্রয়োজনীয় সামগ্রিক পৌঁছাতে দেরি হয় । অতীতে বেশ কয়েকটি প্রাকৃতিক বিপর্যয় উদ্ধারকার্যে হ্যাম রেডিওর ব্যবহার করেছে জেলা প্রশাসন ।

তিনি বলেন, "যেকোনও কঠিন পরিস্থিতিতে আমরা একটি অস্থায়ী রেডিও স্টেশন নির্মাণ করে যোগাযোগ সম্পন্ন করতে পারি । মৌসুনি দ্বীপেও আমরা অস্থায়ী একটি রেডিও স্টেশন নির্মাণ করেছি । ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীদেরকে নিয়ে কীভাবে এই অস্থায়ী রেডিও স্টেশন নির্মাণ করে বিপর্যয় থেকে সাধারণ মানুষদের উদ্ধার করা সম্ভব হয়, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা প্রশিক্ষণ দিয়েছি ।"

Ham Radio in Mousuni Island
জেলা প্রশাসনের উদ্যোগে অস্থায়ী রেডিও স্টেশন মৌসুনি দ্বীপে

তার কথায়, সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ হল মৌসুনি । এই এলাকার মানুষজনদের অর্থনৈতিকভাবে মান উন্নয়ন করার জন্য রেডিও সোসাইটি অফ গ্রেট ব্রিটেন (এএস15) এর মাধ্যমে ব্রিজ অন এয়ার প্রোগ্রাম পালন করা হল । এর জেরে বিশ্বের মানচিত্রে সুন্দরবনের মৌসুনি দ্বীপ অনুমোদন পেল । ফলে বিদেশ থেকেও বহু পর্যটক এবার এই মৌসুনি দ্বীপে ঘুরতে আসবে এবং মৌসুনি দ্বীপের সাধারণ মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন হবে ।

এদিন অস্থায়ী রেডিও স্টেশন নিমার্ণের সময় সেখানে উপস্থিত ছিলেন নামখানা ব্লকের বিপর্যয় মোকাবিলা ম্যানেজমেন্ট অফিসার রূপম দত্ত ৷ তিনি বলেন, "যেকোনও প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাধারণ মানুষদের সঙ্গে যোগাযোগ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আমাদের কাছে। তার কারণ সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে ৷ বিধ্বংসী ঝড়ে বড় বড় নেটওয়ার্কিং টাওয়ার ভেঙে পড়ে যায় । দুর্যোগ কবলিত এলাকার মানুষজনের সঙ্গে তখন যোগাযোগের একমাত্র রাস্তায় হল হ্যাম রেডিও । যেকোনও প্রাকৃতিক বিপর্যয়ের উদ্ধারকার্যে হ্যাম রেডিও অনস্বীকার্য । প্রাকৃতিক বিপর্যয় কীভাবে অস্থায়ী রেডিও স্টেশন নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন করতে হয় । সেই বিশেষ প্রশিক্ষণ দিলেন হ্যাম রেডিও সদস্যরা ৷"

আরও পড়ুন:

প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারকাজে প্রথমবার সুন্দরবনে চালু হল হ্যাম রেডিয়ো

বিশেষভাবে সক্ষম অন্ধ্রের নিখোঁজ প্রৌঢ়কে বাড়ি ফেরাল হ্যাম রেডিও

নবজীবনে সাহায্য হ্যাম রেডিয়োর, 6 বছর পর পরিজনদের কাছে বিহারের যুবক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.